মুম্বই, 16 অক্টোবর: 128 বছর পর অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হল ৷ গত শুক্রবারই প্রস্তাব পেশ হয়েছিল ৷ সোমবার মুম্বইয়ে আয়োজিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির 141 তম অধিবেশনের দ্বিতীয় দিনে ভোটাভুটির মাধ্যমে সেই প্রস্তাবে সিলমোহর পড়ল ৷ লস অ্যাঞ্জেলসে 2028 অলিম্পিকসে পুরুষ ও মহিলাদের টি-20 ফরম্যাটে ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছে ৷ এ দিন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সোশাল মিডিয়া পেজে এ নিয়ে একটি পোস্ট করা হয় ৷ সেখান বলা হয়েছে, ক্রিকেটের পাশাপাশি বেসবল বা সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ এবং ল্যাকরোসের মতো খেলাগুলির অন্তর্ভুক্তি হয়েছে ৷
অলিম্পিক গেমসে ক্রিকেট একবারই অনুষ্ঠিত হয়েছিল ৷ তাও স্বাধীনতার আগে, 1900 সালে ৷ তার পর নানা কারণে তা বাতিল করে দেওয়া হয় ৷ তার পর দীর্ঘ 128 বছর পর ক্রিকেটের অন্তর্ভুক্তি হতে চলেছে ৷ 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে টি-20 ফরম্যাটে ক্রিকেটের আসর বসবে ৷ আইওসি-র 141তম অধিবেশনে সিদ্ধান্তে সিলমোহর পড়ার পর, তাদের সোশাল মিডিয়া পোস্টে বিষয়টি জানানো হয় ৷ সেখান বলা হয়েছে, ‘‘2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের আয়োজক কমিটির তরফে পাঁচটি নতুন খেলাকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনে সেই প্রস্তাবকে মান্যতা দেওয়া হয়েছে ৷ ক্রিকেট, বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ এবং ল্যাকরোস 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে সামিল হল ৷’’
-
The proposal from the Organising Committee of the Olympic Games Los Angeles 2028 (@LA28) to include five new sports in the programme has been accepted by the IOC Session.
— IOC MEDIA (@iocmedia) October 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Baseball/softball, cricket (T20), flag football, lacrosse (sixes) and squash will be in the programme at…
">The proposal from the Organising Committee of the Olympic Games Los Angeles 2028 (@LA28) to include five new sports in the programme has been accepted by the IOC Session.
— IOC MEDIA (@iocmedia) October 16, 2023
Baseball/softball, cricket (T20), flag football, lacrosse (sixes) and squash will be in the programme at…The proposal from the Organising Committee of the Olympic Games Los Angeles 2028 (@LA28) to include five new sports in the programme has been accepted by the IOC Session.
— IOC MEDIA (@iocmedia) October 16, 2023
Baseball/softball, cricket (T20), flag football, lacrosse (sixes) and squash will be in the programme at…
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বোর্ডের সদস্য নীতা আম্বানি, অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ তিনি বিবৃতিতে বলেছেন, ‘‘একজন আইওসি সদস্য, গর্বিত ভারতীয় এবং ক্রিকেট অনুরাগী হিসেবে আমি খুবই আনন্দিত ৷ আইওসি সদস্যরা ক্রিকেটকে 2028 লস অ্যাঞ্জেলস সামার অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত করার জন্য ভোট দিয়েছেন ৷ ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলাগুলির একটি এবং দ্বিতীয় সর্বোচ্চ খেলা যা দর্শকরা দেখেন ৷ আর 140 কোটি ভারতীয়র কাছে ক্রিকেট শুধুমাত্র খেলা নয়, এটা তাঁদের ধর্ম ! তাই আমি আনন্দিত যে এই ঐতিহাসিক সিদ্ধান্ত 141তম আইওসি অধিবেশনে পাস করা হয়েছে ৷ যা আমাদের দেশে, এই মুম্বইতে অনুষ্ঠিত হচ্ছে ৷’’
-
Who will win Gold at @LA28? 🤔#LA28Bound
— ICC (@ICC) October 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
✍: https://t.co/P4kxQMjgeG pic.twitter.com/qXzfmdQoHB
">Who will win Gold at @LA28? 🤔#LA28Bound
— ICC (@ICC) October 16, 2023
✍: https://t.co/P4kxQMjgeG pic.twitter.com/qXzfmdQoHBWho will win Gold at @LA28? 🤔#LA28Bound
— ICC (@ICC) October 16, 2023
✍: https://t.co/P4kxQMjgeG pic.twitter.com/qXzfmdQoHB
আরও পড়ুন: বিশ্বকাপে অজিদের টিকে থাকার লড়াই, টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার
অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি এই প্রতিযোগিতার ভৌগোলিক সীমা আরও অনেকটা বাড়িয়ে দেবে বলেই মনে করছে ক্রীড়া জগৎ ৷ কারণ, ক্রিকেটের মতো জনপ্রিয় খেলা অলিম্পিকসে আসার অর্থ, এর আনুষাঙ্গিক দিকগুলিও অলিম্পিকসের সঙ্গে জুড়ে যাবে ৷ 40 বছর পর ভারতে ফের একবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন বসেছে ৷ গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করেন ৷ এই অধিবেশনেই ভারত সরকার 2036 সামার অলিম্পিক্স আয়োজনের প্রস্তাব পেশ করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে ৷ যা অনুমোদন পেলে, আরও একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত ৷