ETV Bharat / sports

Virat Kohli : প্রথম ভারতীয় তারকা হিসেবে ইনস্টাগ্রামে 150 মিলিয়ন ফলোয়ার বিরাটের - নেইমার দ্য জুনিয়র

ইনস্টাগ্রামে 150 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল বিরাট কোহলির ৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবার আগে তো বটেই, সেলিব্রিটিদেরও অনেক পিছনে ফেলে দিয়েছেন ভারত অধিনায়ক ৷ বিশ্বের তারকা স্পোর্টস পার্সনদের ইনস্টাগ্রাম ফলোয়ারের তালিকায় বিরাট 4 নং রয়েছেন ৷

Virat Kohli reach 150 million followers on Instagram
প্রথম ভারতীয় তারকা হিসেবে ইনস্টাগ্রামে 150 মিলিয়ন ফলোয়ার বিরাটের
author img

By

Published : Sep 3, 2021, 8:41 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : ক্রিকেট কেরিয়ারে একাধিক বিশ্বরেকর্ডের মালিক ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ভবিষ্য়তে ক্রিকেটের অনেক রেকর্ড ভাঙবেন এবং গড়বেনও তিনি ৷ সেই বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 150 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল ৷ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তাঁর 150 মিলিয়ন ফলোয়ার হয়েছে ইনস্টাতে ৷ বলতে গেলে বিশ্ব ক্রিকেটে কোহলি ছাড়া এত ফলোয়ার আর কোনও ক্রিকেটারের নেই ৷ এমনকি ভারতীয় সেলিব্রিটি হিসেবেও তিনি প্রথম, যাঁর এত সংখ্যক ফলোয়ার হয়েছে ৷ কোহলি ছাড়া হাতেগোনা কয়েকজন স্পোর্টস পার্সনের এত জনপ্রিয়তা রয়েছে ৷

এই অ্যাচিভমেন্টের ফলে ফটো এবং ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্মে জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম হয়ে গেলেন বিরাট কোহলি ৷ প্রসঙ্গত, ফলোয়ার সংখ্য়ার বিচারে যদি বিশ্বের অন্যান্য ক্রীড়া সেলিব্রিটিদের সঙ্গে বিরাটের তুলনা করা যায় ৷ তবে, এই মুহূর্তে বিরাট 4 নম্বরে রয়েছেন ৷ এই হিসেবে প্রথম স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং নেইমার দ্য জুনিয়র ৷

আরও পড়ুন : Eng vs Ind : হেডিংলিয়ের পর লন্ডন, পিচের মাঝে চলে গেলেন জারভো 69

ম্যান ইউতে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রাম ফলোয়ার 337 মিলিয়ন ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সম্প্রতি প্যারিস সেন্ট জারমেইনের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি 260 মিলিয়ন এবং প্যারিস সেন্ট জারমেইনের ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের ইনস্টা ফলোয়ার 160 মিলিয়ন ৷ ইনস্টাগ্রামে ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ফলোয়ারের পাশাপাশি, আয়ের দিক থেকেও সবার আগে বিরাট কোহলি ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে এ প্লাস ক্যাটাগরিতে 7 কোটি টাকা বছরে দেয় ৷ এর বাইরে বিরাটের ব্র্যান্ড ভ্যালু এবং অন্যান্য আয়ের উৎসও রয়েছে ৷

আরও পড়ুন : Argentina vs Venezuela: বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভেনিজুয়েলাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

কলকাতা, 3 সেপ্টেম্বর : ক্রিকেট কেরিয়ারে একাধিক বিশ্বরেকর্ডের মালিক ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ভবিষ্য়তে ক্রিকেটের অনেক রেকর্ড ভাঙবেন এবং গড়বেনও তিনি ৷ সেই বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 150 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল ৷ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তাঁর 150 মিলিয়ন ফলোয়ার হয়েছে ইনস্টাতে ৷ বলতে গেলে বিশ্ব ক্রিকেটে কোহলি ছাড়া এত ফলোয়ার আর কোনও ক্রিকেটারের নেই ৷ এমনকি ভারতীয় সেলিব্রিটি হিসেবেও তিনি প্রথম, যাঁর এত সংখ্যক ফলোয়ার হয়েছে ৷ কোহলি ছাড়া হাতেগোনা কয়েকজন স্পোর্টস পার্সনের এত জনপ্রিয়তা রয়েছে ৷

এই অ্যাচিভমেন্টের ফলে ফটো এবং ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্মে জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম হয়ে গেলেন বিরাট কোহলি ৷ প্রসঙ্গত, ফলোয়ার সংখ্য়ার বিচারে যদি বিশ্বের অন্যান্য ক্রীড়া সেলিব্রিটিদের সঙ্গে বিরাটের তুলনা করা যায় ৷ তবে, এই মুহূর্তে বিরাট 4 নম্বরে রয়েছেন ৷ এই হিসেবে প্রথম স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং নেইমার দ্য জুনিয়র ৷

আরও পড়ুন : Eng vs Ind : হেডিংলিয়ের পর লন্ডন, পিচের মাঝে চলে গেলেন জারভো 69

ম্যান ইউতে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রাম ফলোয়ার 337 মিলিয়ন ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সম্প্রতি প্যারিস সেন্ট জারমেইনের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি 260 মিলিয়ন এবং প্যারিস সেন্ট জারমেইনের ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের ইনস্টা ফলোয়ার 160 মিলিয়ন ৷ ইনস্টাগ্রামে ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ফলোয়ারের পাশাপাশি, আয়ের দিক থেকেও সবার আগে বিরাট কোহলি ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে এ প্লাস ক্যাটাগরিতে 7 কোটি টাকা বছরে দেয় ৷ এর বাইরে বিরাটের ব্র্যান্ড ভ্যালু এবং অন্যান্য আয়ের উৎসও রয়েছে ৷

আরও পড়ুন : Argentina vs Venezuela: বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভেনিজুয়েলাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.