ETV Bharat / sports

Sunil Gavaskar: কে এল রাহুলকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করার প্রস্তাব গাভাসকরের - Make KL Rahul vice captain of Indias T20 Format

কে এল রাহুলকে টি-20 ক্রিকেটে ভারতের সহ-অধিনায়ক করার প্রস্তাব সুনীল গাভাসকরের ৷ কারণ হিসেবে রাহুলকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরির করা যেতে পারে বলে জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ আর কে এল রাহুলকে সমর্থন করার পিছনে অন্যতম কারণ, বিগত কয়েক বছরে তাঁর ব্যাটিং পারফরমেন্স ৷ এমনটাই জানিয়েছেন সুনীল গাভাসকর ৷

Make KL Rahul vice-captain of Indias T-20 Format for groom him as future captain says Sunil Gavaskar
কে এল রাহুলকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করার প্রস্তাব গাভাসকরের
author img

By

Published : Sep 17, 2021, 2:32 PM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : ভারতীয় দলের ভবিষ্যতের ব্যাটন কার হাতে থাকবে ? গতকাল বিরাট কোহলি টি-20 বিশ্বকাপের পর কুড়ি ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করতেই, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ আর তার জবাব দিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ৷ তাঁর মতে, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে কে এল রাহুলকে তৈরি করা হোক ৷ আর তার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত, তাঁর প্রতিভাকে ঘষে-মেজে প্রস্তুত করা ৷ আর তার জন্য এখনই টি-20 ফরম্যাটে ডানহাতি ব্যাটসম্যান কে এল রাহুলকে সহ-অধিনায়ক করার দাবি জানালেন তিনি ৷

প্রসঙ্গত, বিরাট কোহলির গতকালের ঘোষণার পর নিশ্চিতভাবে টি-20 বিশ্বকাপের পর কুড়ি ওভারের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব রোহিত শর্মার উপর এসে পড়বে ৷ এ নিয়ে একটি মিডিয়া আউটলেটে সানি বলেন, ‘‘এটা খুব ভাল বিষয় যে বিসিসিআই ভবিষ্যতের দিকে তাকাচ্ছে ৷ সামনের দিনের কথা ভাবা খুবই জরুরি ৷’’

আরও পড়ুন : Virat kohli : কোহলির নেতৃত্বে টি-20তে ভারতের 'বিরাট' সাফল্য, বিশ্বকাপ জিতলেই ষোলকলা পূর্ণ

ওই কলামে সানি আরও বলেন, ‘‘যদি ভারত নতুন অধিনায়ক তৈরির কথা ভেবে থাকে তবে, কে এল রাহুলকে ভাবা যেতে পারে ৷ তিনি ভাল পারফর্ম করছেন ৷ এমনকি সম্প্রতি ইংল্যান্ডে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন ৷ একই সঙ্গে তিনি আইপিএল এবং আন্তর্জাতিক স্তরে 50 ওভারের ক্রিকেটেও ভাল পারফরমেন্স করছেন ৷ তাঁকে সহ-অধিনায়ক করা যেতে পারে ৷’’

আরও পড়ুন : MS Dhoni : আরও বড় দায়িত্ব, এনসিসি-র পুনর্গঠনের জন্য গড়া কমিটিতে মাহি

প্রসঙ্গত, কে এল রাহুল আইপিএল-এ পঞ্জাব কিংসের অধিনায়ক ৷ সেখানে ব্যাটিংয়ের পাশাপাশি রাহুলের অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা ৷ আর সম্প্রতি ইংল্যান্ডে টেস্ট সিরিজে রাহুলের ব্যাটিং ভারতকে টেস্ট জিততে সাহায্য করেছে ৷ এমনকি লর্ডস টেস্টে প্রথম ইনিংসে কে এল রাহুলের সেঞ্চুরি ভারতকে ম্যাচ জিতিয়েছিল ৷

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : ভারতীয় দলের ভবিষ্যতের ব্যাটন কার হাতে থাকবে ? গতকাল বিরাট কোহলি টি-20 বিশ্বকাপের পর কুড়ি ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করতেই, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ আর তার জবাব দিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ৷ তাঁর মতে, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে কে এল রাহুলকে তৈরি করা হোক ৷ আর তার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত, তাঁর প্রতিভাকে ঘষে-মেজে প্রস্তুত করা ৷ আর তার জন্য এখনই টি-20 ফরম্যাটে ডানহাতি ব্যাটসম্যান কে এল রাহুলকে সহ-অধিনায়ক করার দাবি জানালেন তিনি ৷

প্রসঙ্গত, বিরাট কোহলির গতকালের ঘোষণার পর নিশ্চিতভাবে টি-20 বিশ্বকাপের পর কুড়ি ওভারের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব রোহিত শর্মার উপর এসে পড়বে ৷ এ নিয়ে একটি মিডিয়া আউটলেটে সানি বলেন, ‘‘এটা খুব ভাল বিষয় যে বিসিসিআই ভবিষ্যতের দিকে তাকাচ্ছে ৷ সামনের দিনের কথা ভাবা খুবই জরুরি ৷’’

আরও পড়ুন : Virat kohli : কোহলির নেতৃত্বে টি-20তে ভারতের 'বিরাট' সাফল্য, বিশ্বকাপ জিতলেই ষোলকলা পূর্ণ

ওই কলামে সানি আরও বলেন, ‘‘যদি ভারত নতুন অধিনায়ক তৈরির কথা ভেবে থাকে তবে, কে এল রাহুলকে ভাবা যেতে পারে ৷ তিনি ভাল পারফর্ম করছেন ৷ এমনকি সম্প্রতি ইংল্যান্ডে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন ৷ একই সঙ্গে তিনি আইপিএল এবং আন্তর্জাতিক স্তরে 50 ওভারের ক্রিকেটেও ভাল পারফরমেন্স করছেন ৷ তাঁকে সহ-অধিনায়ক করা যেতে পারে ৷’’

আরও পড়ুন : MS Dhoni : আরও বড় দায়িত্ব, এনসিসি-র পুনর্গঠনের জন্য গড়া কমিটিতে মাহি

প্রসঙ্গত, কে এল রাহুল আইপিএল-এ পঞ্জাব কিংসের অধিনায়ক ৷ সেখানে ব্যাটিংয়ের পাশাপাশি রাহুলের অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা ৷ আর সম্প্রতি ইংল্যান্ডে টেস্ট সিরিজে রাহুলের ব্যাটিং ভারতকে টেস্ট জিততে সাহায্য করেছে ৷ এমনকি লর্ডস টেস্টে প্রথম ইনিংসে কে এল রাহুলের সেঞ্চুরি ভারতকে ম্যাচ জিতিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.