ETV Bharat / sports

Ind W vs Aus W: ঝুলন-ফিটজপ্যাটরিকের নামে টুর্নামেন্ট ঘোষণার পরামর্শ

ভারতের তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামী এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের নামে টুর্নামেন্ট চালু করার প্রস্তাব ৷ অজি মহিলা দলের প্রাক্তন লেগ স্পিনার ক্রিসটেন বিমস এই প্রস্তাব দিয়েছেন ৷

former-aussie-spinner-kristen-beams-wants-india-australia-womens-trophy-named-after-jhulan-goswami-and-kathryn-fitzpatrick
ঝুলন-ফিটজপ্যাটরিকের নামে টুর্নামেন্ট ঘোষণার পরামর্শ
author img

By

Published : Oct 7, 2021, 2:53 PM IST

মেলবোর্ন, 7 অক্টোবর : ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের মধ্যে হওয়া মাল্টি টুর্নামেন্ট সিরিজের নামকরণ ঝুলন গোস্বামী এবং ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের নামে করার প্রস্তাব ৷ আর এই প্রস্তাব দিলেন অজি মহিলা দলের প্রাক্তন লেগ স্পিনার ক্রিসটেন বিমস ৷ তিনি বলেন, ‘‘ভারত এবং অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তী পেসারের নামে দুই দেশের মধ্যে হওয়া টুর্নামেন্টের নামকরণ করা উচিত ৷’’ বিমস অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন 2015 সালে ৷ এ ছাড়া 30টি ওয়ান’ডে এবং 18টি টি-20 ম্যাচ খেলেছেন ৷

ক্রিসটেন বিমস জানিয়েছেন, দু’জন দুর্দান্ত খেলোয়াড়ের জন্য এটি একটি উপযুক্ত সম্মান প্রদর্শন হবে, যদি দু’জনের নামে ট্রফির নামকরণ করা হয় ৷ প্রসঙ্গত, তাঁর এই উপদেশ এসেছে, ভারত এবং অস্ট্রেলিয়ার মহিলা দলের মধ্যে টি-20 সিরিজ শুরুর ঠিক আগে ৷ আজ গোল্ড কোস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলতে নামবে ভারতীয় মহিলা দল ৷ এই সিরিজের নিষ্পত্তি হবে পয়েন্টের বিচারে ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব সাইটে লেখা একটি কলামে ক্রিসটেন বিমস লিখেছেন, ‘‘ঝুলন গোস্বামী এবং ক্যাথরিন ফিটজপ্যাট্রিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই খেলেছেন ৷ দুই ক্রিকেটারের রেকর্ড তাঁদের হয়ে কথা বলছে ৷ আর সেখানে তাঁরা আধিপত্য বিস্তার করেছে ৷ তাঁরা দু’জনেই সাফল্যের শিখরে পৌঁছেছেন ৷ তাঁরা যৌথভাবে 580 উইকেট পেয়েছেন ৷ যে সংখ্যাটা অবিশ্বাস্য ৷’’

আরও পড়ুন : ISSF Junior World Championship: 25 মিটার পিস্তলে দলগত বিভাগে সোনা ভারতীয় মহিলা দলের

38 বছরের ঝুলন গোস্বামী 2002 সালে ভারতের হয়ে অভিষেক করেন ৷ তিনি ভারতের জার্সিতে 12টি টেস্ট, 192টি ওয়ান’ডে এবং 68টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ যেখানে ওয়ান’ডে ম্যাচে 240টি উইকেট পেয়েছেন ঝুলন ৷ টি-20 আন্তর্জাতিকে 56টি উইকেট পেয়েছেন তিনি ৷ বর্তমানে অস্ট্রেলিয়ায় সফরকারী ভারতীয় মহিলা দলের সঙ্গে রয়েছেন ঝুলন ৷ তিনি ওয়ান’ডে সিরিজ এবং একমাত্র টেস্টে ভারতের হয়ে খেলেছেন ৷

আরও পড়ুন : Ind vs Sri Lanka SAAF Cup: বাংলাদেশ ম্যাচের ভুল শুধরে বড় জয়ের লক্ষ্যে ভারত

অন্যদিকে, 53 বছরের ফিটজপ্যাট্রিক 1991 সালে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৷ তিনি 13টি টেস্ট, 109টি ওয়ান’ডে এবং 2টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ তিনি টেস্টে 60টি উইকেট এবং ওয়ান’ডে-তে 180টি উইকেট পেয়েছেন ৷ টি-20 ম্যাচে কোনও উইকেট পাননি প্রাক্তন অজি পেসার ৷ তবে, এটাই প্রথম নয় ৷ এর আগেও বহু প্রাক্তন ক্রিকেটার এই ঝুলন গোস্বামী এবং ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের নামে টুর্নামেন্ট ঘোষণার প্রস্তাব দিয়েছিলেন ৷ ভারত এবং অস্ট্রেলিয়ার পুরুষ দলের টুর্নামেন্টে সুনীল গাভাসকর এবং অ্যালান বর্ডারের নামে ট্রফি রয়েছে ৷ যা বর্ডার-গাভাসকর ট্রফি নামে পরিচিত ৷

মেলবোর্ন, 7 অক্টোবর : ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের মধ্যে হওয়া মাল্টি টুর্নামেন্ট সিরিজের নামকরণ ঝুলন গোস্বামী এবং ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের নামে করার প্রস্তাব ৷ আর এই প্রস্তাব দিলেন অজি মহিলা দলের প্রাক্তন লেগ স্পিনার ক্রিসটেন বিমস ৷ তিনি বলেন, ‘‘ভারত এবং অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তী পেসারের নামে দুই দেশের মধ্যে হওয়া টুর্নামেন্টের নামকরণ করা উচিত ৷’’ বিমস অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন 2015 সালে ৷ এ ছাড়া 30টি ওয়ান’ডে এবং 18টি টি-20 ম্যাচ খেলেছেন ৷

ক্রিসটেন বিমস জানিয়েছেন, দু’জন দুর্দান্ত খেলোয়াড়ের জন্য এটি একটি উপযুক্ত সম্মান প্রদর্শন হবে, যদি দু’জনের নামে ট্রফির নামকরণ করা হয় ৷ প্রসঙ্গত, তাঁর এই উপদেশ এসেছে, ভারত এবং অস্ট্রেলিয়ার মহিলা দলের মধ্যে টি-20 সিরিজ শুরুর ঠিক আগে ৷ আজ গোল্ড কোস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলতে নামবে ভারতীয় মহিলা দল ৷ এই সিরিজের নিষ্পত্তি হবে পয়েন্টের বিচারে ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব সাইটে লেখা একটি কলামে ক্রিসটেন বিমস লিখেছেন, ‘‘ঝুলন গোস্বামী এবং ক্যাথরিন ফিটজপ্যাট্রিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই খেলেছেন ৷ দুই ক্রিকেটারের রেকর্ড তাঁদের হয়ে কথা বলছে ৷ আর সেখানে তাঁরা আধিপত্য বিস্তার করেছে ৷ তাঁরা দু’জনেই সাফল্যের শিখরে পৌঁছেছেন ৷ তাঁরা যৌথভাবে 580 উইকেট পেয়েছেন ৷ যে সংখ্যাটা অবিশ্বাস্য ৷’’

আরও পড়ুন : ISSF Junior World Championship: 25 মিটার পিস্তলে দলগত বিভাগে সোনা ভারতীয় মহিলা দলের

38 বছরের ঝুলন গোস্বামী 2002 সালে ভারতের হয়ে অভিষেক করেন ৷ তিনি ভারতের জার্সিতে 12টি টেস্ট, 192টি ওয়ান’ডে এবং 68টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ যেখানে ওয়ান’ডে ম্যাচে 240টি উইকেট পেয়েছেন ঝুলন ৷ টি-20 আন্তর্জাতিকে 56টি উইকেট পেয়েছেন তিনি ৷ বর্তমানে অস্ট্রেলিয়ায় সফরকারী ভারতীয় মহিলা দলের সঙ্গে রয়েছেন ঝুলন ৷ তিনি ওয়ান’ডে সিরিজ এবং একমাত্র টেস্টে ভারতের হয়ে খেলেছেন ৷

আরও পড়ুন : Ind vs Sri Lanka SAAF Cup: বাংলাদেশ ম্যাচের ভুল শুধরে বড় জয়ের লক্ষ্যে ভারত

অন্যদিকে, 53 বছরের ফিটজপ্যাট্রিক 1991 সালে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৷ তিনি 13টি টেস্ট, 109টি ওয়ান’ডে এবং 2টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ তিনি টেস্টে 60টি উইকেট এবং ওয়ান’ডে-তে 180টি উইকেট পেয়েছেন ৷ টি-20 ম্যাচে কোনও উইকেট পাননি প্রাক্তন অজি পেসার ৷ তবে, এটাই প্রথম নয় ৷ এর আগেও বহু প্রাক্তন ক্রিকেটার এই ঝুলন গোস্বামী এবং ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের নামে টুর্নামেন্ট ঘোষণার প্রস্তাব দিয়েছিলেন ৷ ভারত এবং অস্ট্রেলিয়ার পুরুষ দলের টুর্নামেন্টে সুনীল গাভাসকর এবং অ্যালান বর্ডারের নামে ট্রফি রয়েছে ৷ যা বর্ডার-গাভাসকর ট্রফি নামে পরিচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.