হায়দরাবাদ, 1 এপ্রিল : আইসিসি একদিনের ক্রিকেটে ব়্যাঙ্কিংয়ে নিজের এক নম্বর স্থান ধরে রাখলেন বিরাট কোহলি ৷ সম্প্রতি আইসিসি তিন ফরম্যাটে তাদের ব়্যাঙ্কিং প্রকাশ করেছে ৷ সেই তালিকায় রোহতি শর্মা একধাপ নেমে 3 নম্বরে রয়েছেন ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ান’ডে সিরিজ়ের প্রথম দুই ম্যাচে অর্ধ শতরান করেন কোহলি ৷ সেই দুই ইংনিসে ভর করেই এবার ওয়ান’ডে ব়্য়াঙ্কিংয়ে নিজের স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন কোহলি ৷
অন্যদিকে, আইসিসি-র অলরাউন্ডারদের ওয়ান’ডে ব়্যাঙ্কিংয়ে 2 নম্বর স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ৷ তিনি ভারতের বিরুদ্ধে প্রথম 2 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি ৷ বিশেষ করে দ্বিতীয় ওয়ান’ডে-তে 99 রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন বেন স্টোকস ৷ যে ইনিংসে ভর করে ওয়ান’ডে ব়্যাঙ্কিংয়ে তিনি কেরিয়ারের সেরা পজ়িশনে উঠে এলেন ৷ অন্যদিকে ভারত অধিনায়ক বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ওয়ান’ডে ম্যাচে যথাক্রমে 56 ও 66 রান করেন ৷ এই মুহূর্তে বিরাট কোহলি 870 পয়েন্ট নিয়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন ৷
আরও পড়ুন : আইপিএল থেকে নাম প্রত্যাহারে সোশাল মিডিয়ায় ট্রোলড জস হ্যাজ়েলউড
অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ়ে ছিলেন না ভারতীয় পেসার জসপ্রীত বুমরা ৷ ফলে ওয়ান’ডে ব়্যাঙ্কিংয়ে একধাপ নেমে 5 নম্বরে রয়েছেন তিনি ৷ অন্যদিকের নিউজ়িল্যান্ডের ম্যাট হেনরি 5 ধাপ উঠে এসে 4 নম্বের উঠে এয়েছেন ৷ ট্রেন্ট বোল্ট বোলারদের মধ্যে 1 নম্বর স্থান ধরে রেখেছেন ৷ 2 নম্বরে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান ৷