ETV Bharat / sports

করোনা আক্রান্ত হলেন ক্রিকেটার হরমনপ্রীত - হোম আইসোলেশনে

করোনা আক্রান্ত হলেন ভারতীয় মহিলা টি-20 দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ তিনি সোমবার করোনার পরীক্ষা করান ৷ আজ সেই রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বর্তমানে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন হরমনপ্রীত ৷

harmanpreet-kaur-tests-positive-for-covid-19
করোনা আক্রান্ত হলেন ক্রিকেটার হরমনপ্রীত কৌর
author img

By

Published : Mar 30, 2021, 3:28 PM IST

পাতিয়ালা (উত্তর প্রদেশ), 30 মার্চ : করোনা আক্রান্ত হলেন হরমনপ্রীত কৌর ৷ আজ তাঁর কোভিড-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তাঁর সামান্য উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে ৷ তিনি বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছে ৷

প্রসঙ্গত, 17 মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ান’ডে ম্যাচে খেলেছিলেন হরমনপ্রীত ৷ সেই ম্যাচেই চোট পেয়ে টি-20 সিরিজ় থেকে ছিটকে যান হরমনপ্রীত ৷ তারপর থেকেই বাড়িতে ছিলেন তিনি ৷ হরমনপ্রীতের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, ‘‘তিনি বর্তমানে বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন ৷ তিনি গতকাল করোনার পরীক্ষা করান এবং আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ গত 4 দিন ধরে সামান্য জ্বর থাকায় তিনি করোনার পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন ৷ তিনি স্বাভাবিক রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন ৷’’

আরও পড়ুন :লেজেন্ডদের করোনা এফেক্ট, এবার আক্রান্ত ইরফান পাঠান

ওই সূত্রের তরফে এও বলা হয়েছে, ভারতীয় দলের সঙ্গে থাকাকালীন হরমনপ্রীতের প্রায় করোনার পরীক্ষা হত ৷ ফলে সেখানে তিনি সংক্রমিত হননি ৷ বাড়িতে ফেরার পরেই কোনওভাবে সংক্রমণের শিকার হন ৷ প্রসঙ্গত, লক ডাউনের পর প্রায় 1 বছর বাদে ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছে ৷ যেখানে ওয়ান’ডে এবং টি-20 দু’টি সিরিজ়েই ভারতীয় মহিলা দল হেরেছে ৷

পাতিয়ালা (উত্তর প্রদেশ), 30 মার্চ : করোনা আক্রান্ত হলেন হরমনপ্রীত কৌর ৷ আজ তাঁর কোভিড-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তাঁর সামান্য উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে ৷ তিনি বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছে ৷

প্রসঙ্গত, 17 মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ান’ডে ম্যাচে খেলেছিলেন হরমনপ্রীত ৷ সেই ম্যাচেই চোট পেয়ে টি-20 সিরিজ় থেকে ছিটকে যান হরমনপ্রীত ৷ তারপর থেকেই বাড়িতে ছিলেন তিনি ৷ হরমনপ্রীতের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, ‘‘তিনি বর্তমানে বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন ৷ তিনি গতকাল করোনার পরীক্ষা করান এবং আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ গত 4 দিন ধরে সামান্য জ্বর থাকায় তিনি করোনার পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন ৷ তিনি স্বাভাবিক রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন ৷’’

আরও পড়ুন :লেজেন্ডদের করোনা এফেক্ট, এবার আক্রান্ত ইরফান পাঠান

ওই সূত্রের তরফে এও বলা হয়েছে, ভারতীয় দলের সঙ্গে থাকাকালীন হরমনপ্রীতের প্রায় করোনার পরীক্ষা হত ৷ ফলে সেখানে তিনি সংক্রমিত হননি ৷ বাড়িতে ফেরার পরেই কোনওভাবে সংক্রমণের শিকার হন ৷ প্রসঙ্গত, লক ডাউনের পর প্রায় 1 বছর বাদে ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছে ৷ যেখানে ওয়ান’ডে এবং টি-20 দু’টি সিরিজ়েই ভারতীয় মহিলা দল হেরেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.