নয়াদিল্লি, 22 অগস্ট : অস্ট্রেলিয়া সফরে ভারতের মহিলা ক্রিকেট দলের ম্যানেজার নিযুক্ত করা হল প্রাক্তন জাতীয় ক্রিকেটার গার্গী বন্দ্যোপাধ্যায় (Gargi Banerjee)-কে ৷ 19 সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচে ওয়ান’ডে সিরিজ দিয়ে সফর শুরু করছেন মিতালি রাজ (Mithali Raj), ঝুলন গোস্বামী এবং হরমনপ্রীতরা ৷ এই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মহিলা দলের ম্যানেজারের দায়িত্ব পেলেন গার্গী বন্দ্যোপাধ্যায় ৷ আজ তাঁকে এর জন্য শুভেচ্ছা জানিয়েছেন সিএবি (CAB) সভাপতি অভিষেক ডালমিয়া ৷
19 সেপ্টেম্বর নর্থ সিডনি ওভালে প্রথম ওয়ান’ডে খেলবেন মিতালিরা ৷ দ্বিতীয় এবং তৃতীয় ওয়ান’ডে খেলা হবে সিডনির জংশন ওভালের মাঠে 22 এবং 24 সেপ্টেম্বর ৷ অস্ট্রেলিয়ান সামারের শুরুতেই ভারত বনাম অস্ট্রেলিয়ার এই দ্বৈরথ জমে উঠবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ এর পাশাপাশি 30 সেপ্টেম্বর থেকে পার্থের ওয়াকা স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্ট সিরিজ খেলবেন ভারতীয় মেয়েরা ৷
আজ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (Cricket Association of Bengal)-র তরফে একটি টুইট করে গার্গী বন্দ্যোপাধ্যায়ের জাতীয় মহিলা ক্রিকেট দলের ম্যানেজার হওয়ার খবর জানানো হয় ৷ সেখানে সিএবি’র তরফে বলা হয়েছে, ‘‘ভারতীয় মহিলা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের জন্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গার্গী বন্দ্যোপাধ্যায়কে ম্যানেজার নিযুক্ত করা হয়েছে ৷ সভাপতি অভিষেক ডালমিয়া তাঁকে এই নয়া দায়িত্ব পালনের সুযোগ পাওয়ার শুভেচ্ছা জানিয়েছেন ৷’’
-
Former India Player #GargiBanerjee appointed as manager of Indian Women’s Team for their Tour to #Australia . President, #AvishekDalmiya congratulated her and wished her all the best for the assignment.#CAB pic.twitter.com/nu1qbz7dVR
— CABCricket (@CabCricket) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Former India Player #GargiBanerjee appointed as manager of Indian Women’s Team for their Tour to #Australia . President, #AvishekDalmiya congratulated her and wished her all the best for the assignment.#CAB pic.twitter.com/nu1qbz7dVR
— CABCricket (@CabCricket) August 21, 2021Former India Player #GargiBanerjee appointed as manager of Indian Women’s Team for their Tour to #Australia . President, #AvishekDalmiya congratulated her and wished her all the best for the assignment.#CAB pic.twitter.com/nu1qbz7dVR
— CABCricket (@CabCricket) August 21, 2021
আরও পড়ুন : MS Dhoni : দুয়ারে আইপিএলের দ্বিতীয় পর্ব, রকস্টার লুকে ঝড় তুললেন ক্যাপ্টেন কুল
বর্তমানে গার্গী বন্দ্যোপাধ্যায় সিএবি’র অ্যাপেক্স কাউন্সিলের সদস্য ৷ তিনি আজ সন্ধ্যায় বেঙ্গালুরুতে ভারতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ৷ অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ান’ডে, একটি টেস্ট এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ 7 অক্টোবর, 9 অক্টোবর এবং 11 অক্টোবর নর্থ সিডনি ওভালে এই তিনটি টি-20 ম্যাচ খেলবে ভারত ৷