ETV Bharat / sports

ভারত সফরের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে 0-2 টেস্ট সিরিজ জয় ইংল্য়ান্ডের

আজ দিনের শুরুতে গতকালে 339 রানে 9 উইকেটে ব্য়াটিং করতে নামে ইংল্য়ান্ড দল ৷ তবে, মাত্র 5 রান যোগ করে 344 রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ড ৷ ফলে দ্বিতীয় ইনিংসে 37 রানের লিড পায় শ্রীলঙ্কা ৷ তবে, শুরুটা ভালো করতে পারেন না দানিশ চণ্ডীমলের দল ৷ একের পর এক উইকেট খোয়াতে শুরু করেন তাঁরা ৷ ইংল্য়ান্ডের দুই স্পিনার জ্য়াক লিচ এবং ডমনিক বেসের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে শ্রীলঙ্কার খেলোয়াড়রা ৷

england-won-the-test-serise-in-2-0-against-sri-lanka
ভারত সফরের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে 0-2 টেস্ট সিরিজ জয় ইংল্য়ান্ডের
author img

By

Published : Jan 25, 2021, 6:33 PM IST

শ্রীলঙ্কা, 25 জানুয়ারি : ভারত সফরে আসার আগে বড় জয় ইংল্য়ান্ডের ৷ দুই ম্য়াচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে 2-0 ফলাফলে হারালেন জো রুটরা ৷ শ্রীলঙ্কার গলে দ্বিতীয় টেস্টে 6 উইকেটে লঙ্কাবাহিনীর বিরুদ্ধে জিতল ইংল্য়ান্ড ৷ আজ চতুর্থদিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে 164 রান তাড়া করতে নেমে 6 উইকেট হারিয়ে জেতার জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় ব্রিটিশরা ৷

আজ দিনের শুরুতে গতকালে 339 রানে 9 উইকেটে ব্য়াটিং করতে নামে ইংল্য়ান্ড দল ৷ তবে, মাত্র 5 রান যোগ করে 344 রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ড ৷ ফলে দ্বিতীয় ইনিংসে 37 রানের লিড পায় শ্রীলঙ্কা ৷ তবে, শুরুটা ভালো করতে পারেনি দানিশ চণ্ডীমলের দল ৷ একের পর এক উইকেট খোয়াতে শুরু করেন তাঁরা ৷ ইংল্য়ান্ডের দুই স্পিনার জ্য়াক লিচ এবং ডমনিক বেসের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে শ্রীলঙ্কার খেলোয়াড়রা ৷ প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অ্য়াঞ্জেলো ম্য়াথিউজ দ্বিতীয় ইনিংসে মাত্র 5 রানে ডমনিক বেসের বলে বোল্ড হয়ে প্য়াভিলিয়নে ফেরেন ৷

তবে, শুধুই ম্য়াথিউজ নন, অধিনায়ক দানিশ চণ্ডীমলও প্রথম ইনিংসে 52 রান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র 9 রান করেন ৷ এই অবস্থায় শ্রীলঙ্কার হয়ে ক্রিজে একমাত্র লড়াই করেন টেলএন্ডার ব্য়াটসম্য়ান এমবুলডেনিয়া, তিনি 40 রান করেন ৷ আজ ইংল্য়ান্ডের হয়ে 4 টি করে উইকেট নেন জ্য়াক লিচ এবং ডমনিক বেস ৷ মাত্র 126 রানে ইনিংস শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ৷ ফলে ম্য়াচের চতুর্থ ইনিংসে মাত্র 164 রানের লক্ষ্য়মাত্রা ইংল্য়ান্ডের সামনে রাখে শ্রীলঙ্কানরা ৷

রান তাড়া করতে নেমে শুরুতে কিছুটা বিপাকের পড়ে যায় ইংল্য়ান্ড ৷ মাত্র 13 রানে আউট হয়ে ফিরে যান ওপেনার জ্য়াক ক্রোলি ৷ তবে, সেই সাময়িক ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়ায় ইংল্য়ান্ড ৷ আরেক ওপেনার ডমিনিক সিবলে 52 রান করেন ৷ অন্য়দিকে, জনি বেয়ারস্টো 29 রানের ইনিংস খেলেন ৷ এরপর বেয়ারস্টো আউট হওয়ার পর জো রুট ও ড্য়ানিয়েল লরেন্সও দ্রুত প্য়াভিলিয়নে ফিরে যান ৷ এরপর জস বাটলারকে সঙ্গে নিয়ে সিবলে ম্য়াচ শেষ করেন ৷

আরও পড়ুন : পিছিয়ে গেল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ইংল্য়ান্ডের অধিনায়ক জো রুট 189 রান করেছিলেন ৷ তাঁর এই ইনিংসের ফলে ইংল্য়ান্ডের টেস্ট ব্য়াটসম্য়ানদের সর্বাধিক রানের তালিকায় চার নম্বরে উঠে এলেন জো রুট ৷ প্রথম ম্য়াচের দ্বিতীয় ইনিংসেও 228 রান করেন রুট ৷ তাঁর এই পারফর্মেন্সের ফলে রুটকে ম্য়ান অফ দ্য় ম্য়াচ এবং ম্য়ান অফ দ্য় সিরিজ ঘোষণা করা হয়েছে ৷

শ্রীলঙ্কা, 25 জানুয়ারি : ভারত সফরে আসার আগে বড় জয় ইংল্য়ান্ডের ৷ দুই ম্য়াচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে 2-0 ফলাফলে হারালেন জো রুটরা ৷ শ্রীলঙ্কার গলে দ্বিতীয় টেস্টে 6 উইকেটে লঙ্কাবাহিনীর বিরুদ্ধে জিতল ইংল্য়ান্ড ৷ আজ চতুর্থদিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে 164 রান তাড়া করতে নেমে 6 উইকেট হারিয়ে জেতার জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় ব্রিটিশরা ৷

আজ দিনের শুরুতে গতকালে 339 রানে 9 উইকেটে ব্য়াটিং করতে নামে ইংল্য়ান্ড দল ৷ তবে, মাত্র 5 রান যোগ করে 344 রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ড ৷ ফলে দ্বিতীয় ইনিংসে 37 রানের লিড পায় শ্রীলঙ্কা ৷ তবে, শুরুটা ভালো করতে পারেনি দানিশ চণ্ডীমলের দল ৷ একের পর এক উইকেট খোয়াতে শুরু করেন তাঁরা ৷ ইংল্য়ান্ডের দুই স্পিনার জ্য়াক লিচ এবং ডমনিক বেসের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে শ্রীলঙ্কার খেলোয়াড়রা ৷ প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অ্য়াঞ্জেলো ম্য়াথিউজ দ্বিতীয় ইনিংসে মাত্র 5 রানে ডমনিক বেসের বলে বোল্ড হয়ে প্য়াভিলিয়নে ফেরেন ৷

তবে, শুধুই ম্য়াথিউজ নন, অধিনায়ক দানিশ চণ্ডীমলও প্রথম ইনিংসে 52 রান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র 9 রান করেন ৷ এই অবস্থায় শ্রীলঙ্কার হয়ে ক্রিজে একমাত্র লড়াই করেন টেলএন্ডার ব্য়াটসম্য়ান এমবুলডেনিয়া, তিনি 40 রান করেন ৷ আজ ইংল্য়ান্ডের হয়ে 4 টি করে উইকেট নেন জ্য়াক লিচ এবং ডমনিক বেস ৷ মাত্র 126 রানে ইনিংস শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ৷ ফলে ম্য়াচের চতুর্থ ইনিংসে মাত্র 164 রানের লক্ষ্য়মাত্রা ইংল্য়ান্ডের সামনে রাখে শ্রীলঙ্কানরা ৷

রান তাড়া করতে নেমে শুরুতে কিছুটা বিপাকের পড়ে যায় ইংল্য়ান্ড ৷ মাত্র 13 রানে আউট হয়ে ফিরে যান ওপেনার জ্য়াক ক্রোলি ৷ তবে, সেই সাময়িক ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়ায় ইংল্য়ান্ড ৷ আরেক ওপেনার ডমিনিক সিবলে 52 রান করেন ৷ অন্য়দিকে, জনি বেয়ারস্টো 29 রানের ইনিংস খেলেন ৷ এরপর বেয়ারস্টো আউট হওয়ার পর জো রুট ও ড্য়ানিয়েল লরেন্সও দ্রুত প্য়াভিলিয়নে ফিরে যান ৷ এরপর জস বাটলারকে সঙ্গে নিয়ে সিবলে ম্য়াচ শেষ করেন ৷

আরও পড়ুন : পিছিয়ে গেল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ইংল্য়ান্ডের অধিনায়ক জো রুট 189 রান করেছিলেন ৷ তাঁর এই ইনিংসের ফলে ইংল্য়ান্ডের টেস্ট ব্য়াটসম্য়ানদের সর্বাধিক রানের তালিকায় চার নম্বরে উঠে এলেন জো রুট ৷ প্রথম ম্য়াচের দ্বিতীয় ইনিংসেও 228 রান করেন রুট ৷ তাঁর এই পারফর্মেন্সের ফলে রুটকে ম্য়ান অফ দ্য় ম্য়াচ এবং ম্য়ান অফ দ্য় সিরিজ ঘোষণা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.