ETV Bharat / sports

টেস্ট সিরিজ খেলতে চেন্নাই পৌঁছাল ইংল্য়ান্ড দল - চেন্নাই পৌঁছাল ইংল্য়ান্ড দল

আজ শ্রীলঙ্কা থেকে সকাল সাড়ে দশটা নাগাদ জো রুট সহ গোটা ইংল্য়ান্ড দল ভারতের উদ্দেশ্য়ে রওনা দেন ৷ এদিন এয়ারপোর্ট থেকে দুই দলের খেলোয়াড়দের টিম হোটেলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁদের বায়ো বাবল জ়োনে ঢুকিয়ে দেওয়া হবে ৷ একই সঙ্গে দুই দলের ক্রিকেটারদের সাতদিনের আইসোলেশনে থাকতে হবে সিরিজ শুরু আগে ৷

england-cricket-players-arrive-in-chennai-for-tests-versus-india
টেস্ট সিরিজ খেলতে চেন্নাই পৌঁছাল ইংল্য়ান্ড দল
author img

By

Published : Jan 27, 2021, 7:50 PM IST

চেন্নাই, 27 জানুয়ারি : ভারতে পৌঁছাল ইংল্য়ান্ড ক্রিকেট দল ৷ আজ শ্রীলঙ্কা থেকে চেন্নাই বিমানবন্দরে এসে নামেন জো রুট, জস বাটলাররা ৷ ভারতের সঙ্গে চার ম্য়াচের টেস্ট, 5টি টি-20 এবং 3টে ওয়ান’ডে ম্য়াচ খেলবে ইংল্য়ান্ড ৷ প্রথম দু’টি টেস্ট ম্য়াচ খেলা হবে চেন্নাইয়ে ৷ পরের দু’টি টেস্ট ম্য়াচ আমেদাবাদের মোতেরার নতুন স্টেডিয়ামে খেলা হবে ৷ এদিন ইংল্য়ান্ড দল ছাড়াও ভারতীয় দলের জসপ্রীত বুমরা এবং ঋষভ পন্থ চেন্নাইয়ে এসে পৌঁছান ৷

আজ শ্রীলঙ্কা থেকে সকাল সাড়ে দশটা নাগাদ জো রুট সহ গোটা ইংল্য়ান্ড দল ভারতের উদ্দেশ্য়ে রওনা দেন ৷ এদিন এয়ারপোর্ট থেকে দুই দলের খেলোয়াড়দের টিম হোটেলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁদের বায়ো বাবল জ়োনে ঢুকিয়ে দেওয়া হবে ৷ একই সঙ্গে দুই দলের ক্রিকেটারদের সাতদিনের আইসোলেশনে থাকতে হবে সিরিজ শুরু আগে ৷ অন্য়দিকে ভারতে সিরিজ খেলতে গত রবিবারেই চেন্নাই পৌঁছে কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন ইংল্য়ান্ডের স্টার অলরাউন্ডার বেন স্টোকস এবং পেসার জোফরা আর্চার ৷

আরও পড়ুন : বেয়ারস্টোকে বিশ্রামের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক ইংল্য়ান্ড : নাসের হুসেন

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় দুই ম্য়াচের টেস্ট সিরিজ 0-2 ফলাফলে জিতে ভারতে এলো ইংল্য়ান্ড দল ৷ ফলে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে নামার আগে ভালোরকম ম্য়াচ প্র্য়াক্টিস পেয়ে গিয়েছেন জো রুটরা ৷ গতকাল রাতেই চেন্নাই পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা৷ আজ সকালে জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ এবং চেতেশ্বর পূজারা চেন্নাই পৌঁছায় ৷ বুধবার রাতের দিকে অধিনায়ক বিরাট কোহলিও দলের সঙ্গে চেন্নাইয়ে যোগ দেবেন ৷ কোচ রবি শাস্ত্রী সহ অন্য়ান্য়রা ইতিমধ্য়ে চেন্নাই পৌঁছে গিয়েছেন ৷

চেন্নাই, 27 জানুয়ারি : ভারতে পৌঁছাল ইংল্য়ান্ড ক্রিকেট দল ৷ আজ শ্রীলঙ্কা থেকে চেন্নাই বিমানবন্দরে এসে নামেন জো রুট, জস বাটলাররা ৷ ভারতের সঙ্গে চার ম্য়াচের টেস্ট, 5টি টি-20 এবং 3টে ওয়ান’ডে ম্য়াচ খেলবে ইংল্য়ান্ড ৷ প্রথম দু’টি টেস্ট ম্য়াচ খেলা হবে চেন্নাইয়ে ৷ পরের দু’টি টেস্ট ম্য়াচ আমেদাবাদের মোতেরার নতুন স্টেডিয়ামে খেলা হবে ৷ এদিন ইংল্য়ান্ড দল ছাড়াও ভারতীয় দলের জসপ্রীত বুমরা এবং ঋষভ পন্থ চেন্নাইয়ে এসে পৌঁছান ৷

আজ শ্রীলঙ্কা থেকে সকাল সাড়ে দশটা নাগাদ জো রুট সহ গোটা ইংল্য়ান্ড দল ভারতের উদ্দেশ্য়ে রওনা দেন ৷ এদিন এয়ারপোর্ট থেকে দুই দলের খেলোয়াড়দের টিম হোটেলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁদের বায়ো বাবল জ়োনে ঢুকিয়ে দেওয়া হবে ৷ একই সঙ্গে দুই দলের ক্রিকেটারদের সাতদিনের আইসোলেশনে থাকতে হবে সিরিজ শুরু আগে ৷ অন্য়দিকে ভারতে সিরিজ খেলতে গত রবিবারেই চেন্নাই পৌঁছে কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন ইংল্য়ান্ডের স্টার অলরাউন্ডার বেন স্টোকস এবং পেসার জোফরা আর্চার ৷

আরও পড়ুন : বেয়ারস্টোকে বিশ্রামের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক ইংল্য়ান্ড : নাসের হুসেন

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় দুই ম্য়াচের টেস্ট সিরিজ 0-2 ফলাফলে জিতে ভারতে এলো ইংল্য়ান্ড দল ৷ ফলে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে নামার আগে ভালোরকম ম্য়াচ প্র্য়াক্টিস পেয়ে গিয়েছেন জো রুটরা ৷ গতকাল রাতেই চেন্নাই পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা৷ আজ সকালে জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ এবং চেতেশ্বর পূজারা চেন্নাই পৌঁছায় ৷ বুধবার রাতের দিকে অধিনায়ক বিরাট কোহলিও দলের সঙ্গে চেন্নাইয়ে যোগ দেবেন ৷ কোচ রবি শাস্ত্রী সহ অন্য়ান্য়রা ইতিমধ্য়ে চেন্নাই পৌঁছে গিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.