ETV Bharat / sports

BAN vs AUS : অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করে 4-1'এ সিরিজ জয় বাংলাদেশের, নয়া রেকর্ড শাকিবের

author img

By

Published : Aug 10, 2021, 1:38 PM IST

সিরিজের শেষ টি-20 ম্যাচেও অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করল বাংলাদেশ ৷ মাত্র 62 রানে অজিদের অলআউট করে 60 রানের বড় জয় ছিনিয়ে নিল মাহমুদুল্লাহ মিরাজের দল ৷ যার পর 4-1 ফলাফলে সিরিজ নিজেদের দখলে করল বাংলাদেশ ৷

Ban vs Aus 5th T20 Match Bangladesh Win by 60 Run Over Australia
BAN vs AUS : শেষ টি-20’তে অস্ট্রেলিয়াকে 60 রানে হারাল বাংলাদেশ, 4-1 সিরিজ জয়

ঢাকা, 10 অগস্ট : ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-20 সিরিজে অস্ট্রেলিয়াকে 4-1’এ হারাল বাংলাদেশ (Bangladesh) ৷ সোমবার শেষ তথা পঞ্চম টি-20 ম্যাচে অস্ট্রেলিয়া (Australia)-কে 60 রানের বড় ব্যবধানে হারিয়েছে বঙ্গ ব্রিগেড ৷ যেখানে বাংলাদেশের করা 122 রান তাড়া করতে নেমে মাত্র 62 রানে অলআউট হয়ে যায় অজিরা ৷ এই ম্যাচে বাংলাদেশের হয়ে মাত্র 9 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan) ৷ তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন ৷ সিরিজের 5 ম্যাচ খেলে তিনি 115 রান এবং সবচেয়ে বেশি 7 উইকেট নিয়েছেন ৷

প্রসঙ্গত, শেষ টি-20 ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (Mahmudullah Riyad) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ৷ কারণ সিরিজের বাকি ম্যাচের মতোই শেষ ম্যাচও উইকেট স্লো টার্নার ছিল ৷ ফলে শেষে ব্যাট করে রান তাড়া করা যে এই উইকেটে কার্যত দুঃসাধ্য ব্যাপার তা প্রথম ম্যাচের পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল দুই দলের কাছে ৷ এমনকি বাংলাদেশও ঘরের মাঠে পুরো 20 ওভার ব্যাট করে মাত্র 122 রান তুলতে সক্ষম হয়েছিলেন ৷ যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 23 রান করেন ওপেনার মহম্মদ নইম ৷ তার পরে বাংলাদেশের হয়ে অধিনায়ক মহমুদুল্লাহ রিয়াদ 19 রান করেন ৷

123 রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় অনভিজ্ঞ অস্ট্রেলিয়া দল ৷ অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এবং উইকেটকিপার অধিনায়ক ম্যাথু ওয়েড (Matthew Wade) অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করতে নামেন ৷ ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাংলাদেশের বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ এর বলে মাত্র 3 রান করে আউট হয়ে যান ড্যানয়েল ক্রিশ্চিয়ান ৷ এর পর আরেক অলরাউন্ডার মিচেল মার্শও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ৷ তিনি মাত্র 4 রান করে নাসুম আহমেদ এর শিকার হন ৷ এর পর একে একে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে যায় অজিরা ৷ 13.4 ওভারে মাত্র 62 রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস ৷

আর এই ম্যাচে নয়া রেকর্ড করলেন শাকিব আল হাসান ৷ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100 উইকেট ও 1000 রান করার রেকর্ড করলেন ৷

আরও পড়ুন : Cricket : বিশ্বকাপজয়ী ক্রিকেটার এখন সবজি বিক্রেতা, টোকিয়োর আলোর পাশে অন্ধকারের ছবি

উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানসিকতা নিয়েও সমালোচনা শুরু হয়েছে ৷ কোনও কোনও ক্ষেত্রে এও অভিযোগ করা হয়েছে যে, বাংলাদেশের স্পিনারদের সুবিধা করে দিতেই স্লো এবং স্পিন সহায়ক পিচ তৈরি করা হয়েছে ৷ কারণ সিরিজে দলগতভাবে সর্বাধিক রান প্রথম ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৷ তাও মাত্র 131 রান ৷ এর পর থেকে যে দলই প্রথমে ব্যাট করেছে তারা 130 এর ঘরে পৌঁছতে ব্যর্থ হয়েছে ৷ এমনকি চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র 105 রান তাড়া করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে ৷ সেখানে 19 ওভারে 7 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অজিরা ৷ ফলে টি-20 বিশ্বকাপের দু’মাস আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে 4-1 হারালেও সংযুক্ত আরব আমিরশাহিতে গতি ভরা এবং ব্যাটিং সহায়ক পিচে কতটা সুবিধা করতে পারবে বাংলাদেশ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

ঢাকা, 10 অগস্ট : ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-20 সিরিজে অস্ট্রেলিয়াকে 4-1’এ হারাল বাংলাদেশ (Bangladesh) ৷ সোমবার শেষ তথা পঞ্চম টি-20 ম্যাচে অস্ট্রেলিয়া (Australia)-কে 60 রানের বড় ব্যবধানে হারিয়েছে বঙ্গ ব্রিগেড ৷ যেখানে বাংলাদেশের করা 122 রান তাড়া করতে নেমে মাত্র 62 রানে অলআউট হয়ে যায় অজিরা ৷ এই ম্যাচে বাংলাদেশের হয়ে মাত্র 9 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan) ৷ তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন ৷ সিরিজের 5 ম্যাচ খেলে তিনি 115 রান এবং সবচেয়ে বেশি 7 উইকেট নিয়েছেন ৷

প্রসঙ্গত, শেষ টি-20 ম্যাচে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (Mahmudullah Riyad) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ৷ কারণ সিরিজের বাকি ম্যাচের মতোই শেষ ম্যাচও উইকেট স্লো টার্নার ছিল ৷ ফলে শেষে ব্যাট করে রান তাড়া করা যে এই উইকেটে কার্যত দুঃসাধ্য ব্যাপার তা প্রথম ম্যাচের পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল দুই দলের কাছে ৷ এমনকি বাংলাদেশও ঘরের মাঠে পুরো 20 ওভার ব্যাট করে মাত্র 122 রান তুলতে সক্ষম হয়েছিলেন ৷ যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 23 রান করেন ওপেনার মহম্মদ নইম ৷ তার পরে বাংলাদেশের হয়ে অধিনায়ক মহমুদুল্লাহ রিয়াদ 19 রান করেন ৷

123 রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় অনভিজ্ঞ অস্ট্রেলিয়া দল ৷ অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এবং উইকেটকিপার অধিনায়ক ম্যাথু ওয়েড (Matthew Wade) অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করতে নামেন ৷ ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাংলাদেশের বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ এর বলে মাত্র 3 রান করে আউট হয়ে যান ড্যানয়েল ক্রিশ্চিয়ান ৷ এর পর আরেক অলরাউন্ডার মিচেল মার্শও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ৷ তিনি মাত্র 4 রান করে নাসুম আহমেদ এর শিকার হন ৷ এর পর একে একে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে যায় অজিরা ৷ 13.4 ওভারে মাত্র 62 রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস ৷

আর এই ম্যাচে নয়া রেকর্ড করলেন শাকিব আল হাসান ৷ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100 উইকেট ও 1000 রান করার রেকর্ড করলেন ৷

আরও পড়ুন : Cricket : বিশ্বকাপজয়ী ক্রিকেটার এখন সবজি বিক্রেতা, টোকিয়োর আলোর পাশে অন্ধকারের ছবি

উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানসিকতা নিয়েও সমালোচনা শুরু হয়েছে ৷ কোনও কোনও ক্ষেত্রে এও অভিযোগ করা হয়েছে যে, বাংলাদেশের স্পিনারদের সুবিধা করে দিতেই স্লো এবং স্পিন সহায়ক পিচ তৈরি করা হয়েছে ৷ কারণ সিরিজে দলগতভাবে সর্বাধিক রান প্রথম ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৷ তাও মাত্র 131 রান ৷ এর পর থেকে যে দলই প্রথমে ব্যাট করেছে তারা 130 এর ঘরে পৌঁছতে ব্যর্থ হয়েছে ৷ এমনকি চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র 105 রান তাড়া করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে ৷ সেখানে 19 ওভারে 7 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অজিরা ৷ ফলে টি-20 বিশ্বকাপের দু’মাস আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে 4-1 হারালেও সংযুক্ত আরব আমিরশাহিতে গতি ভরা এবং ব্যাটিং সহায়ক পিচে কতটা সুবিধা করতে পারবে বাংলাদেশ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.