ETV Bharat / sports

'অর্জুন' মহম্মদ শামি! ক্রীড়ামন্ত্রকের কাছে বঙ্গ পেসারের নাম প্রস্তাব বিসিসিআইয়ের

Mohammed Shami in running for Arjuna Award: অর্জুন পুরস্কারের দৌড়ে সুপারিশ করা হল মহম্মদ শামির নাম ৷ সূত্রের খবর অনুযায়ী, তাঁর নাম যোগ করার জন্য় ক্রীড়া মন্ত্রককে বিশেষ অনুরোধ করেছে বিসিসিআই ৷

Mohammed Shami in running for Arjuna Award
অর্জুন পুরস্কারের দৌড়ে ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 6:34 PM IST

Updated : Dec 13, 2023, 8:12 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: ওয়ার্ল্ডকাপে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে সারা দেশের মন জয় করে নিয়েছিলেন মহম্মদ শামি ৷ ফাইনালে ভারত হারলেও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হিসাবে শীর্ষে ছিলেন শামিই ৷ স্যুইং আর গতির এক বিরল দৃষ্টান্ত রেখেছিলেন তিনি ৷ সূত্রের খবর অনুযায়ী, অর্জুন পুরস্কারের দৌড়েও তাঁকে এগিয়ে রেখেছে তাঁর এই পারফরম্যান্স ৷ তাঁর নাম ইতিমধ্য়েই পুরস্কারের জন্য় সুপারিশ করেছেন নির্বাচকরা ৷

সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআই তাঁর নাম মনোনীত করার জন্য় ক্রীড়ামন্ত্রকের কাছে বিশেষ অনুরোধ করেছে ৷ প্রাথমিকভাবে তাঁর নাম তালিকায় ছিল না ৷ অর্জুন পুরস্কার হল ক্রীড়াক্ষেত্রে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ৷ এছাড়া এই পুরস্কারের জন্য় আরও যাঁদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁরা হলেন-অজয় রেড্ডি ( ব্লাইন্ড ক্রিকেট) ওজস প্রভীন দেওতালে, অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজি), শীতল দেবী (প্যারা তিরন্দাজি), পারুল চৌধুরী এবং এম শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স), মোহাম্মদ হুসামুদ্দিন (বক্সিং), আর বৈশালী (দাবা), দিব্যকৃতি সিং এবং আনুশ আগরওয়ালা (অশ্বারোহন), দীক্ষা ডাগর (গলফ), কৃষাণ বাহাদুর পাঠক এবং সুশীলা চানু (হকি), পিঙ্কি (লন বল), ঐশ্বরী প্রতাপ সিং তোমর (শ্যুটিং), অন্তিম পাঙ্গল (কুস্তি) এবং আয়িকা মুখোপাধ্যায় (টেবিল টেনিস)।

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য় নাম সুপারিশ করা হয়েছে পদক জয়ী টেবিল টেনিস খেলোয়াড় সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি ৷ এছাড়া ধ্যানচাঁদ লাইফটাইম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন কবিতা (কাবাডি), মঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন) এবং বিনীত কুমার শর্মা (হকি)। দ্রোনার্চার্য পুরস্কারের জন্য নাম সুপারিশ করা হয়েছে গণেশ প্রভাকরণ (মল্লখাম্বা), মহাবীর সাইনি (প্যারা অ্যাথলেটিক্স), ললিত কুমার (কুস্তি), আরবি রমেশ (দাবা) এবং শিবেন্দ্র সিং (হকি)-এর নাম ৷

33 বছর বয়সি স্পিডস্টার মহম্মদ শামি কেরিয়ারে এখন স্বপ্নের সময়ের মধ্যে দিয়ে চলেছেন ৷ বিশ্বকাপের শুরু থেকে প্রথম একাদশে জায়গা পাননি তিনি ৷ কিন্তু হার্দিক পান্ডিয়ার চোটের জেরে দলে ফেরেন তিনি ৷ আর প্রথম ম্য়াচ থেকে বুঝিয়ে দেন বিশ্বকাপের একাদশে তা না-রেখে ঠিক কতখানি ভুল করছিলেন নির্বাচকরা ৷

মাত্র 7 ম্যাচে তিনি দখল করেন 24টি উইকেট ৷ ভারতের মাটিতেও যে স্কিল দিয়ে একজন বোলার কীভাবে ব্যাটারদের তাঁর হাতের পুতুলের মতো নাচাতে পারেন, তা বোঝা যায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর বোলিং দেখলেই ৷ সেই ম্যাচে মাত্র 18 রান খরচ করে তুলে নেন 5 উইকেট ৷ ওয়ান ডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তাঁর আগে রয়েছেন মাত্র চারজন বোলার ৷ শীর্ষে রয়েছেন গ্লেন ম্যাকগ্রাথ ৷ অজি তারকা পেসারের ঝুলিতে রয়েছে 71টি উইকেট ৷ এছাড়া রয়েছেন মুথাইয়া মুরলিধরন(68), মিচেল স্টার্ক(65) এবং লসিথ মালিঙ্গা(56) ৷ এক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছেন শামি ৷ বিশ্বকাপে তাঁর শিকার সংখ্যা 55 ৷

শামিকে ফের মাঠে দেখা যাবে দক্ষিণ আফ্রিকা সিরিজে ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে মোট দু'টি টেস্ট খেলতে চলেছে ভারতীয় দল ৷ 26 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে প্রথম টেস্ট ম্যাচ ৷ আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী বছর 3 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. 'যতবার ভাবছি হতাশ লাগছে', বিশ্বকাপ হারের পর প্রথম ভিডিয়োবার্তায় বললেন রোহিত
  2. ব্যাটে বলে প্রত্যাবর্তনে দুরন্ত দ্রে রাস, প্রথম টি 20 ম্যাচে চার উইকেটে জয় ক্যারিবিয়ানদের
  3. এক কালিতে তিন ক্লাব, ইস্ট মোহন মহমেডান জার্সির রঙে তৈরি হবে পেনের কালি

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: ওয়ার্ল্ডকাপে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে সারা দেশের মন জয় করে নিয়েছিলেন মহম্মদ শামি ৷ ফাইনালে ভারত হারলেও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হিসাবে শীর্ষে ছিলেন শামিই ৷ স্যুইং আর গতির এক বিরল দৃষ্টান্ত রেখেছিলেন তিনি ৷ সূত্রের খবর অনুযায়ী, অর্জুন পুরস্কারের দৌড়েও তাঁকে এগিয়ে রেখেছে তাঁর এই পারফরম্যান্স ৷ তাঁর নাম ইতিমধ্য়েই পুরস্কারের জন্য় সুপারিশ করেছেন নির্বাচকরা ৷

সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআই তাঁর নাম মনোনীত করার জন্য় ক্রীড়ামন্ত্রকের কাছে বিশেষ অনুরোধ করেছে ৷ প্রাথমিকভাবে তাঁর নাম তালিকায় ছিল না ৷ অর্জুন পুরস্কার হল ক্রীড়াক্ষেত্রে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ৷ এছাড়া এই পুরস্কারের জন্য় আরও যাঁদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁরা হলেন-অজয় রেড্ডি ( ব্লাইন্ড ক্রিকেট) ওজস প্রভীন দেওতালে, অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজি), শীতল দেবী (প্যারা তিরন্দাজি), পারুল চৌধুরী এবং এম শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স), মোহাম্মদ হুসামুদ্দিন (বক্সিং), আর বৈশালী (দাবা), দিব্যকৃতি সিং এবং আনুশ আগরওয়ালা (অশ্বারোহন), দীক্ষা ডাগর (গলফ), কৃষাণ বাহাদুর পাঠক এবং সুশীলা চানু (হকি), পিঙ্কি (লন বল), ঐশ্বরী প্রতাপ সিং তোমর (শ্যুটিং), অন্তিম পাঙ্গল (কুস্তি) এবং আয়িকা মুখোপাধ্যায় (টেবিল টেনিস)।

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য় নাম সুপারিশ করা হয়েছে পদক জয়ী টেবিল টেনিস খেলোয়াড় সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি ৷ এছাড়া ধ্যানচাঁদ লাইফটাইম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন কবিতা (কাবাডি), মঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন) এবং বিনীত কুমার শর্মা (হকি)। দ্রোনার্চার্য পুরস্কারের জন্য নাম সুপারিশ করা হয়েছে গণেশ প্রভাকরণ (মল্লখাম্বা), মহাবীর সাইনি (প্যারা অ্যাথলেটিক্স), ললিত কুমার (কুস্তি), আরবি রমেশ (দাবা) এবং শিবেন্দ্র সিং (হকি)-এর নাম ৷

33 বছর বয়সি স্পিডস্টার মহম্মদ শামি কেরিয়ারে এখন স্বপ্নের সময়ের মধ্যে দিয়ে চলেছেন ৷ বিশ্বকাপের শুরু থেকে প্রথম একাদশে জায়গা পাননি তিনি ৷ কিন্তু হার্দিক পান্ডিয়ার চোটের জেরে দলে ফেরেন তিনি ৷ আর প্রথম ম্য়াচ থেকে বুঝিয়ে দেন বিশ্বকাপের একাদশে তা না-রেখে ঠিক কতখানি ভুল করছিলেন নির্বাচকরা ৷

মাত্র 7 ম্যাচে তিনি দখল করেন 24টি উইকেট ৷ ভারতের মাটিতেও যে স্কিল দিয়ে একজন বোলার কীভাবে ব্যাটারদের তাঁর হাতের পুতুলের মতো নাচাতে পারেন, তা বোঝা যায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর বোলিং দেখলেই ৷ সেই ম্যাচে মাত্র 18 রান খরচ করে তুলে নেন 5 উইকেট ৷ ওয়ান ডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তাঁর আগে রয়েছেন মাত্র চারজন বোলার ৷ শীর্ষে রয়েছেন গ্লেন ম্যাকগ্রাথ ৷ অজি তারকা পেসারের ঝুলিতে রয়েছে 71টি উইকেট ৷ এছাড়া রয়েছেন মুথাইয়া মুরলিধরন(68), মিচেল স্টার্ক(65) এবং লসিথ মালিঙ্গা(56) ৷ এক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছেন শামি ৷ বিশ্বকাপে তাঁর শিকার সংখ্যা 55 ৷

শামিকে ফের মাঠে দেখা যাবে দক্ষিণ আফ্রিকা সিরিজে ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে মোট দু'টি টেস্ট খেলতে চলেছে ভারতীয় দল ৷ 26 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে প্রথম টেস্ট ম্যাচ ৷ আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী বছর 3 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. 'যতবার ভাবছি হতাশ লাগছে', বিশ্বকাপ হারের পর প্রথম ভিডিয়োবার্তায় বললেন রোহিত
  2. ব্যাটে বলে প্রত্যাবর্তনে দুরন্ত দ্রে রাস, প্রথম টি 20 ম্যাচে চার উইকেটে জয় ক্যারিবিয়ানদের
  3. এক কালিতে তিন ক্লাব, ইস্ট মোহন মহমেডান জার্সির রঙে তৈরি হবে পেনের কালি
Last Updated : Dec 13, 2023, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.