ETV Bharat / sports

CWG 2022: ব্রিটিশ 'বধ' করে কমনওয়েলথ গেমসের ফাইনালে হরমনপ্রীতরা - Smriti Mandhana scores 61 runs from just 32 balls

ইংল্যান্ডের বিরুদ্ধে থ্রিলার জয়ে ফাইনালে প্রবেশ করল ভারতের মহিলা ক্রিকেট দল ৷ শনিবাসরীয় হাইভোল্টেজ সেমিফাইনালে ব্রিটিশদের ঘরের মাঠে তাদেরকেই 4 রানে হারাল হরমনপ্রীত কর অ্যান্ড কোম্পানি (Indian women's team beat England to enter CWG 2022) ৷ শেষ চারে ভারতের জয়ের নায়ক স্মৃতি মন্ধনা এবং জেমিমা রডরিগেজ ৷

CWG 2022
Etv Bharatব্রিটিশ বধ করে কমনওয়েলথ গেমসের ফাইনালে হরমনপ্রীতরা
author img

By

Published : Aug 6, 2022, 7:03 PM IST

Updated : Aug 6, 2022, 7:53 PM IST

বার্মিংহ্যাম, 6 অগস্ট: ইংল্যান্ডের বিরুদ্ধে থ্রিলার জয়ে ফাইনালে প্রবেশ করল ভারতের মহিলা ক্রিকেট দল ৷ শনিবাসরীয় হাইভোল্টেজ সেমিফাইনালে ব্রিটিশদের ঘরের মাঠে তাদেরকেই 4 রানে হারাল হরমনপ্রীত কর অ্যান্ড কোম্পানি (Indian women's team beat England to enter CWG 2022) ৷ শেষ চারে ভারতের জয়ের নায়ক স্মৃতি মন্ধনা এবং জেমিমা রডরিগেজ ৷ সবমিলিয়ে কমনওয়েলথ গেমসে আত্মপ্রকাশে নিদেনপক্ষে রুপো নিশ্চিত করল দেশের মহিলা ক্রিকেট দল ৷

টস জিতে এদিন বার্মিংহ্যামে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত কর ৷ শেফালি বর্মা মাত্র 15 রানে ফিরলেও ওপেনিং জুটিতে ওঠা 76 রান সেমিতে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দেওয়ার ভিত গড়ে দেয় ৷ সৌজন্যে ওপেনিং ব্যাটার স্মৃতি মন্ধনার ঝোড়ো ব্যাটিং ৷ মাত্র 32 বলে 61 রানের ইনিংস আসে বাঁ-হাতি ওপেনারের ব্যাটে (Smriti Mandhana scores 61 runs from just 32 balls) ৷ এরপর অধিনায়িকা হরমনপ্রীত 20 রানে দ্রুত ফিরে গেলেও চতুর্থ উইকেটে দীপ্তি শর্মার সঙ্গে জুটিতে দলের রান দেড়শো পার করে দেন জেমিমা রডরিগেজ ৷ টতুর্থ উইকেটে যোগ হয় মূল্যবান 53 রান ৷

আরও পড়ুন: রেস-ওয়াকে দেশকে ঐতিহাসিক রুপো এনে দিলেন প্রিয়াঙ্কা, স্টেপল চেজে ইতিহাস অবিনাশের

দীপ্তি 22 রানে আউট হলেও 31 বলে 44 রানে অপরাজিত থেকে যান জেমিমা (Jemimah Rodrigues scores unbeaten 44 runs) ৷ 20 ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 164 রান তোলে ভারতীয় দল ৷ জবাবে দীপ্তি শর্মা, স্নেহা রানা, পূজা বস্ত্রকারদের আঁটোসাটো বোলিং ড্যানি ওয়েট (27 বলে 35), ন্যাট স্কিভারদের (43 বলে 41) লড়াই ব্যর্থ করে ৷ শেষদিকে অ্যামি জোনসের 24 বলে 31 রানও কাজে আসেনি ৷ শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল 13 রান ৷ স্নেহা রানা 8 রানের বেশি খরচ করেননি ৷ 28 রানে 2 উইকেট নেন তিনি ৷ 18 রানে একটি উইকেট নেন দীপ্তি ৷ সোনা জিততে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিজয়ীর বিরুদ্ধে খেলবেন হরমনপ্রীতরা ৷

বার্মিংহ্যাম, 6 অগস্ট: ইংল্যান্ডের বিরুদ্ধে থ্রিলার জয়ে ফাইনালে প্রবেশ করল ভারতের মহিলা ক্রিকেট দল ৷ শনিবাসরীয় হাইভোল্টেজ সেমিফাইনালে ব্রিটিশদের ঘরের মাঠে তাদেরকেই 4 রানে হারাল হরমনপ্রীত কর অ্যান্ড কোম্পানি (Indian women's team beat England to enter CWG 2022) ৷ শেষ চারে ভারতের জয়ের নায়ক স্মৃতি মন্ধনা এবং জেমিমা রডরিগেজ ৷ সবমিলিয়ে কমনওয়েলথ গেমসে আত্মপ্রকাশে নিদেনপক্ষে রুপো নিশ্চিত করল দেশের মহিলা ক্রিকেট দল ৷

টস জিতে এদিন বার্মিংহ্যামে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত কর ৷ শেফালি বর্মা মাত্র 15 রানে ফিরলেও ওপেনিং জুটিতে ওঠা 76 রান সেমিতে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দেওয়ার ভিত গড়ে দেয় ৷ সৌজন্যে ওপেনিং ব্যাটার স্মৃতি মন্ধনার ঝোড়ো ব্যাটিং ৷ মাত্র 32 বলে 61 রানের ইনিংস আসে বাঁ-হাতি ওপেনারের ব্যাটে (Smriti Mandhana scores 61 runs from just 32 balls) ৷ এরপর অধিনায়িকা হরমনপ্রীত 20 রানে দ্রুত ফিরে গেলেও চতুর্থ উইকেটে দীপ্তি শর্মার সঙ্গে জুটিতে দলের রান দেড়শো পার করে দেন জেমিমা রডরিগেজ ৷ টতুর্থ উইকেটে যোগ হয় মূল্যবান 53 রান ৷

আরও পড়ুন: রেস-ওয়াকে দেশকে ঐতিহাসিক রুপো এনে দিলেন প্রিয়াঙ্কা, স্টেপল চেজে ইতিহাস অবিনাশের

দীপ্তি 22 রানে আউট হলেও 31 বলে 44 রানে অপরাজিত থেকে যান জেমিমা (Jemimah Rodrigues scores unbeaten 44 runs) ৷ 20 ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 164 রান তোলে ভারতীয় দল ৷ জবাবে দীপ্তি শর্মা, স্নেহা রানা, পূজা বস্ত্রকারদের আঁটোসাটো বোলিং ড্যানি ওয়েট (27 বলে 35), ন্যাট স্কিভারদের (43 বলে 41) লড়াই ব্যর্থ করে ৷ শেষদিকে অ্যামি জোনসের 24 বলে 31 রানও কাজে আসেনি ৷ শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল 13 রান ৷ স্নেহা রানা 8 রানের বেশি খরচ করেননি ৷ 28 রানে 2 উইকেট নেন তিনি ৷ 18 রানে একটি উইকেট নেন দীপ্তি ৷ সোনা জিততে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিজয়ীর বিরুদ্ধে খেলবেন হরমনপ্রীতরা ৷

Last Updated : Aug 6, 2022, 7:53 PM IST

For All Latest Updates

TAGGED:

CWG 2022
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.