ETV Bharat / sports

Harmanpreet Kaur likely to receive Ban: কড়া শাস্তির মুখে হরমন, দু'ম্যাচ নির্বাসিত হতে পারেন ভারত অধিনায়ক

ব্যাটে ঘুষি মারেন, ভেঙে দেন উইকেটও ৷ বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে বিতর্কে জড়ান হরমনপ্রীত কৌর ৷ তার জেরেই এবার করা শাস্তির মুখে পড়তে পারেন তিনি ৷

Harmanpreet Kaur
কড়া শাস্তির মুখে হরমন
author img

By

Published : Jul 25, 2023, 8:24 AM IST

Updated : Jul 25, 2023, 8:54 AM IST

হায়দরাবাদ, 25 জুলাই: আম্পায়ারের সিদ্ধান্তে না-খুশ হরমনপ্রীত কৌর এবার কড়া শাস্তির মুখে ৷ অশোভন আচরণ করায় ইতিমধ্যেই ভারত অধিনায়ককে 3 ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি ৷ এবার টানা দু'ম্যাচ ব্যান করা হতে পারে তাঁকে ৷ নির্বাসিত হলে এশিয়ান কাপের কাপের দু'টি ম্যাচে ক্যাপ্টেনকে ছাড়াই মাঠে নামতে হবে ‘উইমেন ইন ব্লু’কে ৷

বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচে মাঠেই মেজাজ হারান হরমন ৷ সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন ভারতের অন্যতম ভরসা ৷ যদিও আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ৷ ব্যাটে ঘুষি মারেন, ভেঙে দেন উইকেটও ৷ আম্পায়ার তানভির আহমেদের সঙ্গে উত্তপ্ত বাক্য-বিনিময়েও জড়িয়ে পড়েন ৷ এখানেই শেষ নয়, ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন চলাকালীনও আম্পায়ারিং নিয়ে ক্ষোভ উগরে দেন ৷ ম্যাচ ড্র হওয়ায় বাংলাদেশ অধিনায়ক সুলতানা জ্যোতিকেও কটাক্ষ করতে ছাড়েননি ৷ ফলত দল নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান জ্যোতি ৷

আরও পড়ুন: প্রথম টেস্ট উইকেটের পর 'বিরাট আলিঙ্গন' স্বর্গীয় অনুভূতি, জানালেন মুকেশ

ইতিমধ্যেই নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছেন ভারত অধিনায়ক ৷ কাটা গিয়েছে ম্যাচ ফি'র 75 শতাংশ, 3 ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি ৷ আগামী এক ক্যালেন্ডার বর্ষে হরমনকে কড়া নজরে রাখবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ৷ পাশাপাশি প্রাক্তনীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ তারমধ্যেই আইসিসিকে ঘটনার কড়া রিপোর্ট পাঠিয়েছে ম্যাচ রেফারি আখতার আহমেদ ৷ সেই রিপোর্টে শাস্তি বাড়তে পারে ৷

আরও পড়ুন: প্রথম টেস্ট উইকেটের পর 'বিরাট আলিঙ্গন' স্বর্গীয় অনুভূতি, জানালেন মুকেশ

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম বলছে, কোনও খেলোয়াড় যদি এক ক্যালেন্ডার বর্ষের মধ্যে 4 ডিমেরিট পয়েন্ট পান তা হলে তাঁকে একটি টেস্ট, দু’টি ওডিআই ম্যাচ বা দু’টি টি-20 ম্যাচে নির্বাসিত করা হবে । সেই শাস্তির আওতাতেই আসতে পারেন হরমনপ্রীত । এশিয়ান কাপে সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবে ভারত ৷ সেক্ষেত্রে শাস্তি বাড়লে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাবে না দল ৷

হায়দরাবাদ, 25 জুলাই: আম্পায়ারের সিদ্ধান্তে না-খুশ হরমনপ্রীত কৌর এবার কড়া শাস্তির মুখে ৷ অশোভন আচরণ করায় ইতিমধ্যেই ভারত অধিনায়ককে 3 ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি ৷ এবার টানা দু'ম্যাচ ব্যান করা হতে পারে তাঁকে ৷ নির্বাসিত হলে এশিয়ান কাপের কাপের দু'টি ম্যাচে ক্যাপ্টেনকে ছাড়াই মাঠে নামতে হবে ‘উইমেন ইন ব্লু’কে ৷

বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচে মাঠেই মেজাজ হারান হরমন ৷ সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন ভারতের অন্যতম ভরসা ৷ যদিও আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ৷ ব্যাটে ঘুষি মারেন, ভেঙে দেন উইকেটও ৷ আম্পায়ার তানভির আহমেদের সঙ্গে উত্তপ্ত বাক্য-বিনিময়েও জড়িয়ে পড়েন ৷ এখানেই শেষ নয়, ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন চলাকালীনও আম্পায়ারিং নিয়ে ক্ষোভ উগরে দেন ৷ ম্যাচ ড্র হওয়ায় বাংলাদেশ অধিনায়ক সুলতানা জ্যোতিকেও কটাক্ষ করতে ছাড়েননি ৷ ফলত দল নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান জ্যোতি ৷

আরও পড়ুন: প্রথম টেস্ট উইকেটের পর 'বিরাট আলিঙ্গন' স্বর্গীয় অনুভূতি, জানালেন মুকেশ

ইতিমধ্যেই নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছেন ভারত অধিনায়ক ৷ কাটা গিয়েছে ম্যাচ ফি'র 75 শতাংশ, 3 ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি ৷ আগামী এক ক্যালেন্ডার বর্ষে হরমনকে কড়া নজরে রাখবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ৷ পাশাপাশি প্রাক্তনীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ তারমধ্যেই আইসিসিকে ঘটনার কড়া রিপোর্ট পাঠিয়েছে ম্যাচ রেফারি আখতার আহমেদ ৷ সেই রিপোর্টে শাস্তি বাড়তে পারে ৷

আরও পড়ুন: প্রথম টেস্ট উইকেটের পর 'বিরাট আলিঙ্গন' স্বর্গীয় অনুভূতি, জানালেন মুকেশ

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম বলছে, কোনও খেলোয়াড় যদি এক ক্যালেন্ডার বর্ষের মধ্যে 4 ডিমেরিট পয়েন্ট পান তা হলে তাঁকে একটি টেস্ট, দু’টি ওডিআই ম্যাচ বা দু’টি টি-20 ম্যাচে নির্বাসিত করা হবে । সেই শাস্তির আওতাতেই আসতে পারেন হরমনপ্রীত । এশিয়ান কাপে সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবে ভারত ৷ সেক্ষেত্রে শাস্তি বাড়লে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাবে না দল ৷

Last Updated : Jul 25, 2023, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.