ETV Bharat / sports

India-South Africa Boxing-Day Test : ময়াঙ্ক-রাহুলের দাপটে সেঞ্চুরিয়নে একশো পার ভারতের - indian openers make strong statement in first session

অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে একাদশে রেখে পাঁচ বোলার নিয়ে বক্সিং-ডে টেস্টে নেমেছে টিম ইন্ডিয়া (India start Boxing-Day Test with five bowlers) ৷

India-South Africa
সেঞ্চুরিয়নে ভাল শুরু ভারতের
author img

By

Published : Dec 26, 2021, 3:58 PM IST

Updated : Dec 26, 2021, 4:39 PM IST

সেঞ্চুরিয়ন, 26 ডিসেম্বর : টস জিতে দক্ষিণ আফ্রিকা সফরে অভিযান শুরু করেছে বিরাট কোহলিরা (India South Africa Boxing Day Test) ৷ সুপার স্পোর্ট পার্ক স্টেডিয়ামে বক্সিং-ডে টেস্টে টস জিতে প্রথমে ব্য়াটিং করছে ভারত ৷ আরও একবার ওপেনিং জুটিতে সফল ময়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুল ৷ দুই ব্যাটারের দাপটে মধ্যাহ্নভোজের বিরতির পরেই 100 রান তুলে ফেলল ভারত ৷

ইতিমধ্যেই অর্ধ শতরান করে ফেলেছেন ময়াঙ্ক ৷ এই মুহূর্তে 56 রান করে ক্রিজে রয়েছেন তিনি ৷ তাঁকে সঙ্গত দিচ্ছেন রাহুলও ৷ 35 রানে ব্যাট করছেন কর্নাটকি ব্যাটার ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এর আগেও সফল হয়েছিলেন ময়াঙ্ক ৷ 2019 সালে ভারতে সিরিজ খেলতে এসেছিল প্রোটিয়ারা ৷ তিনটি টেস্টে ময়াঙ্কের সংগ্রহ ছিল মোট 340 রান ৷ তাঁর মধ্যে বিশাখাপত্তনম টেস্টে দ্বিশতরান পেয়েছিলেন তিনি, সেঞ্চুরী করেছিলেন পুনে টেস্টেও ৷ ফলে তাঁর হাত থেকে এবারও বড় ইনিংস দেখতে চাইছেন সমর্থকরা ৷

আরও পড়ুন : 10 বছরে 'বিরাট' বিকাশ দেখে আপ্লুত দ্রাবিড়, প্রশংসায় ভাসালেন কোহলিকে

অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে একাদশে রেখে পাঁচ বোলার নিয়ে খেলছে টিম ইন্ডিয়া (India start Boxing-Day Test with five bowlers) ৷ ব্যাটিং-অর্ডারে একটি জায়গা নিয়ে লড়াই চলছিল অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার এবং হনুমা বিহারীর মধ্যে ৷ এদিন দেখা গেল কিউয়িদের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান করা শ্রেয়স, কিংবা অজিদের ডেরায় চোট নিয়ে বিহারীর অকুতোভয় ইনিংসকে ভুলে ফের একবার মুম্বইকর রাহানের দিকে ঝুঁকেছে টিম ম্য়ানেজমেন্ট ৷

সেঞ্চুরিয়ন, 26 ডিসেম্বর : টস জিতে দক্ষিণ আফ্রিকা সফরে অভিযান শুরু করেছে বিরাট কোহলিরা (India South Africa Boxing Day Test) ৷ সুপার স্পোর্ট পার্ক স্টেডিয়ামে বক্সিং-ডে টেস্টে টস জিতে প্রথমে ব্য়াটিং করছে ভারত ৷ আরও একবার ওপেনিং জুটিতে সফল ময়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুল ৷ দুই ব্যাটারের দাপটে মধ্যাহ্নভোজের বিরতির পরেই 100 রান তুলে ফেলল ভারত ৷

ইতিমধ্যেই অর্ধ শতরান করে ফেলেছেন ময়াঙ্ক ৷ এই মুহূর্তে 56 রান করে ক্রিজে রয়েছেন তিনি ৷ তাঁকে সঙ্গত দিচ্ছেন রাহুলও ৷ 35 রানে ব্যাট করছেন কর্নাটকি ব্যাটার ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এর আগেও সফল হয়েছিলেন ময়াঙ্ক ৷ 2019 সালে ভারতে সিরিজ খেলতে এসেছিল প্রোটিয়ারা ৷ তিনটি টেস্টে ময়াঙ্কের সংগ্রহ ছিল মোট 340 রান ৷ তাঁর মধ্যে বিশাখাপত্তনম টেস্টে দ্বিশতরান পেয়েছিলেন তিনি, সেঞ্চুরী করেছিলেন পুনে টেস্টেও ৷ ফলে তাঁর হাত থেকে এবারও বড় ইনিংস দেখতে চাইছেন সমর্থকরা ৷

আরও পড়ুন : 10 বছরে 'বিরাট' বিকাশ দেখে আপ্লুত দ্রাবিড়, প্রশংসায় ভাসালেন কোহলিকে

অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে একাদশে রেখে পাঁচ বোলার নিয়ে খেলছে টিম ইন্ডিয়া (India start Boxing-Day Test with five bowlers) ৷ ব্যাটিং-অর্ডারে একটি জায়গা নিয়ে লড়াই চলছিল অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার এবং হনুমা বিহারীর মধ্যে ৷ এদিন দেখা গেল কিউয়িদের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান করা শ্রেয়স, কিংবা অজিদের ডেরায় চোট নিয়ে বিহারীর অকুতোভয় ইনিংসকে ভুলে ফের একবার মুম্বইকর রাহানের দিকে ঝুঁকেছে টিম ম্য়ানেজমেন্ট ৷

Last Updated : Dec 26, 2021, 4:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.