ETV Bharat / sports

Rahul on World Cup Squad: বিশ্বকাপের জন্য 17-18 জন ক্রিকেটার তালিকা চূড়ান্ত, জানালেন দ্রাবিড় - ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়

50 ওভারের বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য ক্রিকেটারদের তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Rahul on World Cup Squad) ৷ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচের আগে একথা জানিয়েছেন প্রশিক্ষক রাহুল দ্রাবিড় ৷

Rahul Dravid ETV BHARAT
Rahul Dravid
author img

By

Published : Mar 22, 2023, 10:28 AM IST

চেন্নাই, 22 মার্চ: অক্টোবর-নভেম্বর মাসে ঘরের মাঠে 50 ওভারের বিশ্বকাপের জন্য 17-18 জন ক্রিকেটারকে বাছাই করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট (Narrow Down 17-18 Players for 50 Over World Cup) ৷ চেন্নাইয়ে তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (India Coach Rahul Dravid) ৷ বিশ্বকাপের আগে আজই ঘরের মাঠে ভারতীয় দল শেষ ওয়ান ডেয়ার খেলবে ৷ এর পর আগামী অগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ সেখানে 3টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলবে ভারত ৷ ফলে বিশ্বকাপের দল নির্বাচনের প্রাথমিক খসড়া (50 Over World Cup Squad of Team India) এখনই সেরে ফেলতে চাইছে টিম ম্যানেজমেন্ট ৷

সংবাদ সংস্থা এএনআই তাদের প্রতিবেদনে রাহুল দ্রাবিড়ের বক্তব্যকে তুলে ধরেছে ৷ রাহুল জানিয়েছেন, বৃহত্তর লক্ষ্যের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের স্কোয়াড কী হবে তা নিয়ে স্পষ্ট ধারণা তৈরি করে ফেলেছে ৷ আর তাঁরা জানে কোন কোন ক্রিকেটারকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হবে ৷ তাঁর কথায়, "আমরা প্রায় 17-18 জন ক্রিকেটারকে বাছাই করে ফেলেছি ৷ আমাদের কয়েকজন প্লেয়ার চোটের কারণে রিকভারি প্রসেসে রয়েছে এবং তাঁরা চূড়ান্ত তালিকায় ঢুকে পড়তে পারেন ৷ তবে, সেটা নির্ভর করছে তাঁদের সুস্থ হয়ে ওঠার সময়ের উপর ৷ তাঁদের ফিরতে ঠিক কতদিন সময় লাগবে তার উপর ভিত্তি করেই দল চূড়ান্ত হবে ।"

রাহুলের দাবি, পুরো দল এই মুহূর্তে মানসিকভাবে স্থিতিশীল রয়েছে ৷ বাছাই করা ক্রিকেটারদের বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব ম্যাচ প্র্যাকটিস দিতে চায় টিম ম্যানেজমেন্ট ৷ আর সেটা ভারতে হলে খুবই ভালো ৷ বিদেশ সফরের ক্ষেত্রেও সেটা ক্রিকেটারদের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে বলে জানিয়েছেন ভারতীয় কোচ ৷

আরও পড়ুন: স্টার্ককে সামলাতে নেটে বাড়তি ঘাম ঝড়াচ্ছে টপ-অর্ডার, নজরে স্কাই

রাহুল দ্রাবিড় মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে আরও জানিয়েছেন, দল হিসেবে আলাদা কম্বিনেশন তৈরি করে খেলানো হচ্ছে ৷ যাতে সময় ও পরিবেশ বুঝে তুরুপের তাস হিসেবে সেই সব ক্রিকেটারদের ব্যবহার করা যায় ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের শেষ ওয়ান ডে নিয়েও টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা স্পষ্ট ধারণা দিয়েছেন রাহুল ৷ তিনি জানিয়েছেন, চেন্নাইয়ের পিচ মূলত স্পিন সহায়ক হয় ৷ তাই আজকের ম্যাচেও ভারত তিন স্পিনারই খেলাতে পারে ৷ বিশেষত, কুলদীপ, জাদেজা, অক্ষর এবং যুজবেন্দ্র চহালকে নিয়ে সাংবাদিক বৈঠকে কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসার পর সেরকমই ধারণা করা হচ্ছে ৷

চেন্নাই, 22 মার্চ: অক্টোবর-নভেম্বর মাসে ঘরের মাঠে 50 ওভারের বিশ্বকাপের জন্য 17-18 জন ক্রিকেটারকে বাছাই করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট (Narrow Down 17-18 Players for 50 Over World Cup) ৷ চেন্নাইয়ে তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (India Coach Rahul Dravid) ৷ বিশ্বকাপের আগে আজই ঘরের মাঠে ভারতীয় দল শেষ ওয়ান ডেয়ার খেলবে ৷ এর পর আগামী অগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ সেখানে 3টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলবে ভারত ৷ ফলে বিশ্বকাপের দল নির্বাচনের প্রাথমিক খসড়া (50 Over World Cup Squad of Team India) এখনই সেরে ফেলতে চাইছে টিম ম্যানেজমেন্ট ৷

সংবাদ সংস্থা এএনআই তাদের প্রতিবেদনে রাহুল দ্রাবিড়ের বক্তব্যকে তুলে ধরেছে ৷ রাহুল জানিয়েছেন, বৃহত্তর লক্ষ্যের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের স্কোয়াড কী হবে তা নিয়ে স্পষ্ট ধারণা তৈরি করে ফেলেছে ৷ আর তাঁরা জানে কোন কোন ক্রিকেটারকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হবে ৷ তাঁর কথায়, "আমরা প্রায় 17-18 জন ক্রিকেটারকে বাছাই করে ফেলেছি ৷ আমাদের কয়েকজন প্লেয়ার চোটের কারণে রিকভারি প্রসেসে রয়েছে এবং তাঁরা চূড়ান্ত তালিকায় ঢুকে পড়তে পারেন ৷ তবে, সেটা নির্ভর করছে তাঁদের সুস্থ হয়ে ওঠার সময়ের উপর ৷ তাঁদের ফিরতে ঠিক কতদিন সময় লাগবে তার উপর ভিত্তি করেই দল চূড়ান্ত হবে ।"

রাহুলের দাবি, পুরো দল এই মুহূর্তে মানসিকভাবে স্থিতিশীল রয়েছে ৷ বাছাই করা ক্রিকেটারদের বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব ম্যাচ প্র্যাকটিস দিতে চায় টিম ম্যানেজমেন্ট ৷ আর সেটা ভারতে হলে খুবই ভালো ৷ বিদেশ সফরের ক্ষেত্রেও সেটা ক্রিকেটারদের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে বলে জানিয়েছেন ভারতীয় কোচ ৷

আরও পড়ুন: স্টার্ককে সামলাতে নেটে বাড়তি ঘাম ঝড়াচ্ছে টপ-অর্ডার, নজরে স্কাই

রাহুল দ্রাবিড় মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে আরও জানিয়েছেন, দল হিসেবে আলাদা কম্বিনেশন তৈরি করে খেলানো হচ্ছে ৷ যাতে সময় ও পরিবেশ বুঝে তুরুপের তাস হিসেবে সেই সব ক্রিকেটারদের ব্যবহার করা যায় ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের শেষ ওয়ান ডে নিয়েও টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা স্পষ্ট ধারণা দিয়েছেন রাহুল ৷ তিনি জানিয়েছেন, চেন্নাইয়ের পিচ মূলত স্পিন সহায়ক হয় ৷ তাই আজকের ম্যাচেও ভারত তিন স্পিনারই খেলাতে পারে ৷ বিশেষত, কুলদীপ, জাদেজা, অক্ষর এবং যুজবেন্দ্র চহালকে নিয়ে সাংবাদিক বৈঠকে কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসার পর সেরকমই ধারণা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.