ETV Bharat / sports

Virat Kohli : শাস্ত্রীর উত্তরসূরী দ্রাবিড়, বিরাট বললেন "নো আইডিয়া" - রাহুলের কোচ হওয়া নিয়ে অন্ধকারে বিরাট

প্রিয় রবি ভাইয়ের পরিবর্তে দ্রাবিড় যে কোচ হয়ে আসছেন সে বিষয়ে পুরোপুরি অন্ধকারে কোহলি ৷ বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, "নো আইডিয়া" বলে এড়িয়ে গিয়েছেন ক্যাপ্টেন ৷

Virat Kohli
Virat Kohli
author img

By

Published : Oct 17, 2021, 9:43 AM IST

দুবাই, 17 অক্টোবর : শনিবার সকাল থেকেই একটি খবরে তোলপাড় হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্ব ৷ ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নিয়োগ পাকা ৷ টি-20 বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন দ্রাবিড় ৷ তাঁকে বিরাট কোহলিদের কোচ হতে রাজি করিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷ শুক্রবার আইপিএল ফাইনালের দিন সৌরভ-জয়দের সঙ্গে রাহুলের গভীর রাতের বৈঠকে নাকি এই সিদ্ধান্ত হয়েছে ৷ ক্রিকেটপ্রেমীরা এই খবরে বেজায় খুশি ৷ দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা এই নিয়ে প্রতিক্রিয়াও দিতে শুরু করেছেন ৷ কিন্তু এই বিষয়ে কিছুই নাকি জানেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ! প্রিয় রবি ভাইয়ের পরিবর্তে দ্রাবিড় যে কোচ হয়ে আসছেন সে বিষয়ে পুরোপুরি অন্ধকারে কোহলি ৷ বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, "নো আইডিয়া" বলে এড়িয়ে গিয়েছেন ক্যাপ্টেন ৷

দেশের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় সিনিয়র দলের কোচ হতে খুব একটা ইচ্ছুক ছিলেন না ৷ যদিও সৌরভ গঙ্গেপাধ্যায়, জয় শাহদের প্রস্তাব ফেলতে পারেননি দ্রাবিড় ৷ টি-20 বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রী অ্যান্ড কোম্পানির ৷ শাস্ত্রীর উত্তরসূরী হিসেবে সৌরভরা বেছে নিয়েছেন দ্রাবিড়কে ৷ টি-20 বিশ্বকাপের পর নিউজ়িল্যান্ড সিরিজ দিয়ে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি ৷ তবে আইপিএল ফাইনালের রাতে বিসিসিআই ও দ্রাবিড়ের বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে কোনও ধারণাই নেই দলের অধিনায়ক বিরাট কোহলির ৷ টি-20 বিশ্বকাপ শুরুর আগের দিন সংবাদমাধ্যম কোহলিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "এই বিষয়ে আমার কাছে কোনও খবর নেই ৷ কারও সঙ্গে এই বিষয়ে ডিটেলসে আলোচনা হয়নি ৷"

আরও পড়ুন : T20 WC : টি-20 বিশ্বকাপের পর্দা উঠছে আজ, পাক ম্যাচের আগেই মাঠে নামবেন কোহলিরা

48 বছরের রাহুল দ্রাবিড় বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমির প্রধানের পদে রয়েছেন ৷ তাঁর তত্ত্বাবধানে গত ছয়বছর ধরে ভারতীয় 'এ' দল এবং অনূর্ধ্ব 19 ভারতীয় দল থেকে উঠে এসেছে ঋষভ পন্থ, পৃথ্বী শ, হনুমা বিহারি, আবেশ খান, শুভমন গিলের মতো প্রতিভারা ৷ যাঁরা জুনিয়র দল থেকে উঠে এসে সিনিয়র টিমের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন ৷ এই নিয়ে তৃতীয়বার ভারতীয় দলের সঙ্গে কাজ করবেন দ্রাবিড় ৷ প্রথমবার 2014 সালে টেস্ট সিরিজ়ের জন্য ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ইংল্যান্ডে গিয়েছিলেন ৷ চলতি বছরের জুলাইয়ে সীমিত ওভারের সিরিজ়ে অন্তর্বর্তী কোচ হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন ৷ কারণ তখন টেস্ট সিরিজ়ের জন্য ইংল্যান্ডে ছিলেন শাস্ত্রী ৷

দুবাই, 17 অক্টোবর : শনিবার সকাল থেকেই একটি খবরে তোলপাড় হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্ব ৷ ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নিয়োগ পাকা ৷ টি-20 বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন দ্রাবিড় ৷ তাঁকে বিরাট কোহলিদের কোচ হতে রাজি করিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷ শুক্রবার আইপিএল ফাইনালের দিন সৌরভ-জয়দের সঙ্গে রাহুলের গভীর রাতের বৈঠকে নাকি এই সিদ্ধান্ত হয়েছে ৷ ক্রিকেটপ্রেমীরা এই খবরে বেজায় খুশি ৷ দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা এই নিয়ে প্রতিক্রিয়াও দিতে শুরু করেছেন ৷ কিন্তু এই বিষয়ে কিছুই নাকি জানেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ! প্রিয় রবি ভাইয়ের পরিবর্তে দ্রাবিড় যে কোচ হয়ে আসছেন সে বিষয়ে পুরোপুরি অন্ধকারে কোহলি ৷ বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, "নো আইডিয়া" বলে এড়িয়ে গিয়েছেন ক্যাপ্টেন ৷

দেশের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় সিনিয়র দলের কোচ হতে খুব একটা ইচ্ছুক ছিলেন না ৷ যদিও সৌরভ গঙ্গেপাধ্যায়, জয় শাহদের প্রস্তাব ফেলতে পারেননি দ্রাবিড় ৷ টি-20 বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রী অ্যান্ড কোম্পানির ৷ শাস্ত্রীর উত্তরসূরী হিসেবে সৌরভরা বেছে নিয়েছেন দ্রাবিড়কে ৷ টি-20 বিশ্বকাপের পর নিউজ়িল্যান্ড সিরিজ দিয়ে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি ৷ তবে আইপিএল ফাইনালের রাতে বিসিসিআই ও দ্রাবিড়ের বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে কোনও ধারণাই নেই দলের অধিনায়ক বিরাট কোহলির ৷ টি-20 বিশ্বকাপ শুরুর আগের দিন সংবাদমাধ্যম কোহলিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "এই বিষয়ে আমার কাছে কোনও খবর নেই ৷ কারও সঙ্গে এই বিষয়ে ডিটেলসে আলোচনা হয়নি ৷"

আরও পড়ুন : T20 WC : টি-20 বিশ্বকাপের পর্দা উঠছে আজ, পাক ম্যাচের আগেই মাঠে নামবেন কোহলিরা

48 বছরের রাহুল দ্রাবিড় বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমির প্রধানের পদে রয়েছেন ৷ তাঁর তত্ত্বাবধানে গত ছয়বছর ধরে ভারতীয় 'এ' দল এবং অনূর্ধ্ব 19 ভারতীয় দল থেকে উঠে এসেছে ঋষভ পন্থ, পৃথ্বী শ, হনুমা বিহারি, আবেশ খান, শুভমন গিলের মতো প্রতিভারা ৷ যাঁরা জুনিয়র দল থেকে উঠে এসে সিনিয়র টিমের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন ৷ এই নিয়ে তৃতীয়বার ভারতীয় দলের সঙ্গে কাজ করবেন দ্রাবিড় ৷ প্রথমবার 2014 সালে টেস্ট সিরিজ়ের জন্য ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ইংল্যান্ডে গিয়েছিলেন ৷ চলতি বছরের জুলাইয়ে সীমিত ওভারের সিরিজ়ে অন্তর্বর্তী কোচ হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন ৷ কারণ তখন টেস্ট সিরিজ়ের জন্য ইংল্যান্ডে ছিলেন শাস্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.