ETV Bharat / sports

WTC Final : আলো আধাঁরির সাউদাম্পটনে ফের বন্ধ খেলা, দিনের শেষে ভারতের স্কোর 3 উইকেটে 146 - India vs new Zeland in World Test Championship Final

ভারত ও নিউজ়িল্যান্ড
ভারত ও নিউজ়িল্যান্ড
author img

By

Published : Jun 19, 2021, 2:43 PM IST

Updated : Jun 19, 2021, 10:51 PM IST

22:45 June 19

  • কম আলোর জন্য নির্ধাতরিত সময়ের আগেই শেষ হল দ্বিতীয় দিনের খেলা ৷ 
  • দিনের শেষে ভারতের স্কোর 3 উইকেটে 146 ৷ 
  • ক্রিজে আছেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে ৷ 

21:26 June 19

  • সাউদাম্পটনে কম আলোর জন্য ফের বন্ধ হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলা

20:57 June 19

  • স্বাভাবিক আলো ৷ ফের শুরু খেলা ৷

20:35 June 19

  • ফের বৃষ্টির ভ্রুকুটি, কম আলোর জন্য আপাতত বন্ধ খেলা

19:43 June 19

  • চা পানের বিরতিতে ভারতের স্কোর 3 উইকেটে 120 ৷ ক্রিজে আছেন বিরাট ও রাহানে ৷

19:05 June 19

  • একশো রান পূর্ণ ভারতের ৷ ক্রিজে আছেন রাহানে ও কোহলি

18:32 June 19

  • ফিরলেন পূজারা ৷ ট্রেন্ট বোল্টের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরলেন ডিপেন্ডবল পূজারা ৷
  • 91 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকছে ভারত ৷

18:20 June 19

  • লাঞ্চের পর ফের শুরু ভারতীয় ইনিংস ৷ ক্রিজে আছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা ৷

17:13 June 19

  • লাঞ্চের বিরতিতে ভারতের স্কোর 2 উইকেটে 69 রান ৷ ক্রিজে আছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা ৷

16:47 June 19

  • আউট শুভমন গিল (28) ৷ নেল ওয়াগনারের বলে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভারতীয় ওপেনার ৷

16:28 June 19

  • আউট রোহিত শর্মা ৷ কাইল জেমিসনের বলে থার্ড স্লিপে দুরন্ত ক্যাচ টিম সাউদির ৷ 34 রান করে ফিরলেন রোহিত ৷

16:09 June 19

  • ভাল শুরু ওপেনারদের ৷ জুটিতে 50 পার ভারতের ৷

15:15 June 19

  • প্রথমেই ভুল বোঝাবুঝি, অল্পের জন্য রান আউটের হাত থেকে বাঁচলেন শুভমন গিল ৷

14:34 June 19

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড

  • টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের । 

22:45 June 19

  • কম আলোর জন্য নির্ধাতরিত সময়ের আগেই শেষ হল দ্বিতীয় দিনের খেলা ৷ 
  • দিনের শেষে ভারতের স্কোর 3 উইকেটে 146 ৷ 
  • ক্রিজে আছেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে ৷ 

21:26 June 19

  • সাউদাম্পটনে কম আলোর জন্য ফের বন্ধ হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলা

20:57 June 19

  • স্বাভাবিক আলো ৷ ফের শুরু খেলা ৷

20:35 June 19

  • ফের বৃষ্টির ভ্রুকুটি, কম আলোর জন্য আপাতত বন্ধ খেলা

19:43 June 19

  • চা পানের বিরতিতে ভারতের স্কোর 3 উইকেটে 120 ৷ ক্রিজে আছেন বিরাট ও রাহানে ৷

19:05 June 19

  • একশো রান পূর্ণ ভারতের ৷ ক্রিজে আছেন রাহানে ও কোহলি

18:32 June 19

  • ফিরলেন পূজারা ৷ ট্রেন্ট বোল্টের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরলেন ডিপেন্ডবল পূজারা ৷
  • 91 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকছে ভারত ৷

18:20 June 19

  • লাঞ্চের পর ফের শুরু ভারতীয় ইনিংস ৷ ক্রিজে আছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা ৷

17:13 June 19

  • লাঞ্চের বিরতিতে ভারতের স্কোর 2 উইকেটে 69 রান ৷ ক্রিজে আছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা ৷

16:47 June 19

  • আউট শুভমন গিল (28) ৷ নেল ওয়াগনারের বলে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভারতীয় ওপেনার ৷

16:28 June 19

  • আউট রোহিত শর্মা ৷ কাইল জেমিসনের বলে থার্ড স্লিপে দুরন্ত ক্যাচ টিম সাউদির ৷ 34 রান করে ফিরলেন রোহিত ৷

16:09 June 19

  • ভাল শুরু ওপেনারদের ৷ জুটিতে 50 পার ভারতের ৷

15:15 June 19

  • প্রথমেই ভুল বোঝাবুঝি, অল্পের জন্য রান আউটের হাত থেকে বাঁচলেন শুভমন গিল ৷

14:34 June 19

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড

  • টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের । 
Last Updated : Jun 19, 2021, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.