কলকাতা, 29 অক্টোবর : কলকাতা, 29 অক্টোবর : টি-20 বিশ্বকাপের দামামা শেষ করেই নিউজিল্যান্ড ক্রিকেটে ভারত সফরে আসছে। দুটি টেস্ট এবং তিনটি টি-20 ম্যাচ খেলবে কিউয়িরা। 17, 19, 21 নভেম্বর ম্যাচগুলি হবে যথাক্রমে জয়পুর, রাচি এবং কলকাতায় টি-20 ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। সীমিত ওভারের ক্রিকেটে দেশের অধিনায়ক হিসেবে সম্ভবত রোহিত শর্মার অভিষেক হবে। করোনা পরবর্তী সময়ে প্রথমবার ইডেনে হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট ৷ 21 নভেম্বরে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে সম্ভবত 50 থেকে 70 শতাংশ দর্শক মাঠে ঢোকার অনুমতি পাবেন ৷
দুটি টেস্ট ম্যাচ হবে কানপুর এবং মুম্বইয়ে । 25 নভেম্বর প্রথম টেস্ট ম্যাচ ৷ দ্বিতীয় টেস্টটি হবে 3 ডিসেম্বর। ফলে দেশজুড়ে উৎসবের আবহ শেষ হওয়ার মধ্যে ক্রিকেট নিয়ে মেতে ওঠার সুযোগ পাবেন ক্রিকেট ভক্তরা। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকার পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু করার অনুমতি দিয়েছে ৷ আউটডোর শুটিং করা, 70 শতাংশ লোক নিয়ে বিয়ের উৎসব আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।
নাইট কার্ফু শারোদৎসবের শেষভাগে সামান্য হলে শিথিল করা হবে ৷ ফলে বলাই যায় করোনা গ্রাফের ওঠা নামার মধ্যেও স্বাভাবিকতায় ফেরার চেষ্টা চলছে ৷ জগদ্ধাত্রী পূজো দিয়ে শেষ হচ্ছে শারোদৎসব। কিন্তু বাংলার ক্রীড়ামোদীদের সামনে ক্রিকেট উৎসবে অংশ নেওয়ার সুযোগ। 21 নভেম্বর ভারত- নিউজিল্যান্ডের তৃতীয় টি-20 ম্যাচ ইডেনে। ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের অনুমতি সরকারি তরফে রয়েছে। শুক্রবারের নির্দেশ দেখে সংখ্যাটা বাড়ানোর ব্যাপারে আশাবাদী ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর কর্তারা।
আরও পড়ুন : হারের হ্যাটট্রিক করে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় বাংলাদেশের
তবে পুরোটাই ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে মনে করছে। বর্তমানে বোর্ড কর্তাদের সিংহভাগ মরুশহরে। দেশের মাটিতে নিউজিল্যান্ড সফরে বিধিনিষেধের লক্ষণ রেখা কতটা শিথিল করা হবে তার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে 14 নভেম্বর টি-20 বিশ্বকাপ শেষ হচ্ছে। তারপর বা কয়েকদিন আগে হয়তো এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত কলকাতায় শারোদৎসব শেষ হওয়ার সপ্তাহের মধ্যে আর্ন্তজাতিক ক্রিকেট ফিরছে ইডেনে ৷ যদি রাত্রিকালীন বিধিনিষেধ ওই দিন শিথিল করা হয় এবং করোনাগ্রাফ নিয়ন্ত্রণে থাকে তাহলে ক্রিকেট উন্মাদনার স্বাদ নিতে পারবে তিলোত্তমা।