ডাবলিন, 18 অগস্ট: চোট সারিয়ে মাঠে ফিরেই দুরন্ত জসপ্রীত বুমরা ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওভার থেকেই পুরনো ছন্দে ফিরেছেন ভারতের বোলিং সেনসেশন ৷ ক্যাপ্টেন বুমরাকে যোগ্য সঙ্গত দেন প্রসিদ্ধ কৃষ্ণা ৷ ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাটে এদিন অভিষেক হয় তাঁর ৷ গ্রেট ব্রিটেনের ঠান্ডা আবহাওয়ায় দুই পেস ব্যাটারির জোড়া ফলায় ইনিংসের শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল কেভিন ও’ব্রায়েনের দেশের ব্যাটিং লাইন-আপ ৷ তবে প্রাথমিক ধাক্কা সামলে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন ব্যারি ম্যাককার্থি ও কার্টিস ক্যাম্পার ৷ এই দুই ব্যাটারের লড়াইয়ে 7 উইকেটে 139 রান তোলে আয়ারল্যান্ড ৷
শুরুতেই দু'উইকেট তুলে নিয়ে আইরিশদের ধাক্কা দেন পিছের অস্ত্রোপচারের পর কামব্যাক করা বুমরা ৷ তাঁকে সঙ্গ দেন প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণোই ৷ মাত্র 31 রানে পাঁচ উইকেট হারায় আয়ারল্যান্ড ৷ কিন্তু এখান থেকে ক্যাম্পার ও ম্যাককার্থির লড়াকু ব্যাটিং আইরিশদের ম্যাচে ফেরায় ৷ ম্যাককার্থি 33 বলে চার ছক্কা ও চারটি বাউন্ডারির সাহায্যে 51 রানের ইনিংস খেলেন ৷ আর 33 বলে 39 রান করেন ক্যাম্পার ৷
-
Double-success in the very first over!
— BCCI (@BCCI) August 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
And it's the #TeamIndia Captain @Jaspritbumrah93 who strikes twice with the new ball ⚡️⚡️
Ireland 13/2 after 3 overs.
Follow the match ▶️ https://t.co/cv6nsnJY3m… #IREvIND pic.twitter.com/afkP2NcnI5
">Double-success in the very first over!
— BCCI (@BCCI) August 18, 2023
And it's the #TeamIndia Captain @Jaspritbumrah93 who strikes twice with the new ball ⚡️⚡️
Ireland 13/2 after 3 overs.
Follow the match ▶️ https://t.co/cv6nsnJY3m… #IREvIND pic.twitter.com/afkP2NcnI5Double-success in the very first over!
— BCCI (@BCCI) August 18, 2023
And it's the #TeamIndia Captain @Jaspritbumrah93 who strikes twice with the new ball ⚡️⚡️
Ireland 13/2 after 3 overs.
Follow the match ▶️ https://t.co/cv6nsnJY3m… #IREvIND pic.twitter.com/afkP2NcnI5
রান তাড়া করতে নেমে ভারত 6.5 ওভারে 2 উইকেটে 47 রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় ৷ এদিন ভারতীয় ইনিংস শুরু করেন যশস্বী জসওয়াল ও রুতুরাজ গায়কোয়াড ৷ ব্যক্তিগত 24 রানে আউট হন যশস্বী ৷ প্রথম বলেই ডাগ-আউটে ফেরেন তিলক বর্মা ৷ গায়কোয়াডের (19) সঙ্গে ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন (1) ৷
আয়ারল্যান্ডে এদিন কেকেআর প্রাক্তনীর সঙ্গেই ডেবিউ করেছেন কেকেআর-এর বর্তমান ব্যাটিং ভরসাও ৷ নীল জার্সি গায়ে চড়িয়েছেন রিংকু সিং ৷ আইপিএলে দুরন্ত খেলার সুবাদে জাতীয় দলের দরজা খুলেছে ৷ তা কাজে লাগাতে বদ্ধপরিকর উত্তরপ্রদেশের অল-রাউন্ডার ৷
আরও পড়ুন: এনসিএ-তে অতিরিক্ত সময় ব্যাটিং বিশ্বকাপে দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হল রাহুলের