ETV Bharat / sports

WTC Final 2023 Live: রাহানে-শার্দূলের হাফ সেঞ্চুরিতে বাঁচল ফলো-অন, প্রথম ইনিংসে ভারত 296 - বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ

তৃতীয়দিনের শুরুতেই প্রতি আক্রমণে গেলেন অজিঙ্ক রাহানে ৷ আর তার জেরেই টেস্ট কেরিয়ারের 26তম হাফ সেঞ্চুরি করলেন জিঙ্কস ৷ ভারত প্রথম ইনিংসে 173 রানে পিছিয়ে ৷

WTC Final 2023 Live ETV BHARAT
WTC Final 2023 Live
author img

By

Published : Jun 9, 2023, 4:27 PM IST

Updated : Jun 9, 2023, 6:39 PM IST

লন্ডন, 9 জুন: ভারতের ফলো-অন বাঁচানোর কঠিন লড়াই জিতলেন অজিঙ্ক রাহানে ৷ সঙ্গে পেলেন শার্দূল ঠাকুরকে ৷ সপ্তম উইকেটে দু’জনের 109 রানের পার্টনারশিপে ভারত কিছুটা হলেও সম্মানজনক জায়গায় পৌঁছেছে ৷ অজি পেসারদের কাউন্টার অ্যাটাকে গিয়ে রাহানে এবং শার্দূল (51) হাফ সেঞ্চুরি করলেন আজকে ৷ তবে, 89 রানে রাহানে আউট হন ৷ দু’জনের ইনিংসে ভর করে ভারত প্রথম ইনিংসে স্কোর 296 রান ৷ ভারত প্রথম ইনিংসে 173 রানে পিছিয়ে ৷

বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের দ্বিতীয় অধ্যায়ের ফাইনাল ম্যাচেও হারের মুখে ভারত ৷ অন্তত পরিস্থিত তাই বলছে ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 469 রানে জবাবে ব্যর্থ টপ-অর্ডার ৷ কার্যত ব্যাটিং সহায়ক উইকেটে অজি পেসারদের সামলাতে ব্যর্থ হয়েছেন রোহিত, শুভমন, পূজারা এবং কোহলিরা ৷ গতকালই ব্যাটিং হেভি ভারতীয় টপ-অর্ডার প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল ৷ আজ সকালে ইনিংসের শুরুটাও তেমনই হল ৷ দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত 5 রানে স্কট বোল্যান্ডের শিকার হয়েছেন কেএস ভরত ৷

অজিঙ্ক রাহানে এবং শার্দূল ঠাকুরের লড়াইয়ে সম্মানজনক স্কোরে পৌঁছেছে ভারত ৷ তৃতীয়দিনের প্রথম 1 ঘণ্টার মধ্যেই নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন রাহানে ৷ এ দিন প্রথম আধ ঘণ্টা অজিদের পেস সামলে নেন রাহানে ৷ তারপর শুরু হয় তাঁর প্রতি আক্রমণে যাওয়া ৷ মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত কার্যত ছন্নছাড়া দেখায় অজি বোলারদের ৷ সে এরপর প্রতি আক্রমণে গিয়ে অজি বোলারদের রিমান্ডে নেন রাহানে এবং শার্দূল ৷ তাঁর সঙ্গে এখনও পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে খেলার মানসিকতা দেখিয়েছেন শার্দূল ঠাকুর ৷ তিনিও হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছেন ৷

আরও পড়ুন: ব্যর্থ রোহিত-বিরাট, মিরাকেল না-হলে ওভালেও কাটছে না ট্রফিখরা

দ্বিতীয় দিনে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং ক্যামেরন গ্রিনরা রান দিলেও, নিয়মিত ব্যবধানে উইকেট তুলে ভারতকে চাপে রেখেছিল ৷ তবে, তৃতীয়দিনের সকালের প্রথম আধঘণ্টা পার করে রাহানে এবং শার্দূল ভারতের ব্যাটিংকে এগিয়ে নিয়ে যায় ৷ তাঁদের লক্ষ্য ছিল অজিদের 469 রানের যত কাছাকাছি প্রথম ইনিংসে রান নিয়ে যাওয়া যায় ৷ তবে, মধ্যাহ্নভোজের পর রাহানে ফিরতেই ফ্লাড গেট ওপেন হয়ে যায় ৷

লন্ডন, 9 জুন: ভারতের ফলো-অন বাঁচানোর কঠিন লড়াই জিতলেন অজিঙ্ক রাহানে ৷ সঙ্গে পেলেন শার্দূল ঠাকুরকে ৷ সপ্তম উইকেটে দু’জনের 109 রানের পার্টনারশিপে ভারত কিছুটা হলেও সম্মানজনক জায়গায় পৌঁছেছে ৷ অজি পেসারদের কাউন্টার অ্যাটাকে গিয়ে রাহানে এবং শার্দূল (51) হাফ সেঞ্চুরি করলেন আজকে ৷ তবে, 89 রানে রাহানে আউট হন ৷ দু’জনের ইনিংসে ভর করে ভারত প্রথম ইনিংসে স্কোর 296 রান ৷ ভারত প্রথম ইনিংসে 173 রানে পিছিয়ে ৷

বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের দ্বিতীয় অধ্যায়ের ফাইনাল ম্যাচেও হারের মুখে ভারত ৷ অন্তত পরিস্থিত তাই বলছে ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 469 রানে জবাবে ব্যর্থ টপ-অর্ডার ৷ কার্যত ব্যাটিং সহায়ক উইকেটে অজি পেসারদের সামলাতে ব্যর্থ হয়েছেন রোহিত, শুভমন, পূজারা এবং কোহলিরা ৷ গতকালই ব্যাটিং হেভি ভারতীয় টপ-অর্ডার প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল ৷ আজ সকালে ইনিংসের শুরুটাও তেমনই হল ৷ দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত 5 রানে স্কট বোল্যান্ডের শিকার হয়েছেন কেএস ভরত ৷

অজিঙ্ক রাহানে এবং শার্দূল ঠাকুরের লড়াইয়ে সম্মানজনক স্কোরে পৌঁছেছে ভারত ৷ তৃতীয়দিনের প্রথম 1 ঘণ্টার মধ্যেই নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন রাহানে ৷ এ দিন প্রথম আধ ঘণ্টা অজিদের পেস সামলে নেন রাহানে ৷ তারপর শুরু হয় তাঁর প্রতি আক্রমণে যাওয়া ৷ মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত কার্যত ছন্নছাড়া দেখায় অজি বোলারদের ৷ সে এরপর প্রতি আক্রমণে গিয়ে অজি বোলারদের রিমান্ডে নেন রাহানে এবং শার্দূল ৷ তাঁর সঙ্গে এখনও পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে খেলার মানসিকতা দেখিয়েছেন শার্দূল ঠাকুর ৷ তিনিও হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছেন ৷

আরও পড়ুন: ব্যর্থ রোহিত-বিরাট, মিরাকেল না-হলে ওভালেও কাটছে না ট্রফিখরা

দ্বিতীয় দিনে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং ক্যামেরন গ্রিনরা রান দিলেও, নিয়মিত ব্যবধানে উইকেট তুলে ভারতকে চাপে রেখেছিল ৷ তবে, তৃতীয়দিনের সকালের প্রথম আধঘণ্টা পার করে রাহানে এবং শার্দূল ভারতের ব্যাটিংকে এগিয়ে নিয়ে যায় ৷ তাঁদের লক্ষ্য ছিল অজিদের 469 রানের যত কাছাকাছি প্রথম ইনিংসে রান নিয়ে যাওয়া যায় ৷ তবে, মধ্যাহ্নভোজের পর রাহানে ফিরতেই ফ্লাড গেট ওপেন হয়ে যায় ৷

Last Updated : Jun 9, 2023, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.