ETV Bharat / sports

ICC World Cup 2023: প্রাথমিক ধাক্কা সামলে মূল্যবান পার্টনারশিপ, যদিও হাফসেঞ্চুরি ফেলে এলেন ওয়ার্নার-স্মিথ - Ravichandran Ashwin

India vs Australia Toss in ICC Cricket World Cup: বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি বিশ্ব ক্রিকেটের এক ও দুই নম্বর দল ৷ চেন্নাইয়ের গরমের থেকেও অনেক বেশি এই ম্যাচের উত্তাপ ৷ টুর্নামেন্টের সব দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে ৷ এবার পালা রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 1:35 PM IST

Updated : Oct 8, 2023, 4:25 PM IST

চেন্নাই, 8 অক্টোবর: মিচেল মার্শের উইকেট তুলে শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে শূন্যতেই ফিরে যান বিধ্বংসী অজি ব্যাটার ৷ তবে, সেই ধাক্কা সামলে হাফসেঞ্চুরি পার্টনারশিপ করলেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ ৷ 69 রানের জুটি গড়লেন দু'জনে ৷ যদিও অর্ধশতরান মাঠেই রেখে এলেন দু'জনে ৷ ওয়ার্নার করলেন 41 রান, জাদেজার ঘূর্ণিতে ঠকে গিয়ে স্মিথ ফিরলেন 46 রানে ৷

এদিন বুমরা এবং সিরাজ নিয়ন্ত্রিত বোলিং করলেও, হার্দিক পান্ডিয়া প্রথম স্পেলে 2 ওভারে 21 রান দিয়েছেন ৷ তার পরেই তাঁকে সরিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে আনেন রোহিত ৷ তিনি রান আটকালেও অভিজ্ঞ দুই অস্ট্রেলিয়ান ব্যাটারকে কোনও সমস্যায় ফেলতে পারেননি ৷ চেন্নাইয়ের মন্থর পিচে অনায়াসে ওভার প্রতি সাড়ে চার রানের উপরে তুলছেন ওয়ার্নার এবং স্মিথ ৷ দ্রুত উইকেট নিতে না পারলে সহজেই অস্ট্রেলিয়া আড়াইশো রানের গণ্ডি পেরিয়ে যাবে ৷ যা চিপকের উইকেটে তোলা কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

অধিনায়ক রোহিত শর্মা গতকালই জানিয়েছিলেন, তাঁরা তিন স্পিনার নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন ৷ সেখানে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ প্রধান পেসার হিসেবে খেলবেন ৷ আর তিন নম্বর পেসার সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ রোহিত আগেই জানিয়েছেন হার্দিককে তিনি পার্ট-টাইম বোলার হিসেবে দেখছেন না ৷ ওয়ান-চেঞ্জ হিসেবে এবং মাঝের ওভারে হার্দিক ভারতের অন্যতম বোলার ৷ সেখানেই চিপক রবিচন্দ্রন অশ্বিনের ঘরের মাঠ ৷ তাই তার থেকে বাড়তি প্রত্যাশা থাকছে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের ৷

আর অসুস্থতার কারণে শুভমন গিল বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই ৷ তাঁর বদলে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ব্যাট হাতে ঈশান কিষাণকে দেখা যাবে ৷ রোহিত টসে জানান, তিনিও টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন ৷ তবে, চেন্নাইয়ের পিচে ভারতের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বলে, রান তাড়া করতে সমস্যা হবে না বলে মনে করছেন রোহিত ৷

আরও পড়ুন: স্পিনের ত্রিফলা আক্রমণে অজিদের বিরুদ্ধে বিশ্বকাপ পরিকল্পনা ভারতের

অন্যদিকে, অস্ট্রেলিয়া তাদের একমাত্র স্পিন অস্ত্র অ্যাডাম জ্যাম্পাকে নিয়েই নামছে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ৷ তাঁর সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্নস লাবুশানকে বোলিং করাতে পারেন কামিন্স ৷ অজিরা এই ম্যাচ তিন পেসার এবং 2 মিডিয়াম পেস অল-রাউন্ডার খেলিয়েছে ৷ অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড নতুন বলে ইনিংস শুরু করবেন ৷ সঙ্গে থাকছেন ক্যামরন গ্রিন এবং মিচেল মার্শ ৷ তবে, মার্শ এবং ডেভিড ওয়ার্নার ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করবেন ৷

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেট-কিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ ৷

চেন্নাই, 8 অক্টোবর: মিচেল মার্শের উইকেট তুলে শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে শূন্যতেই ফিরে যান বিধ্বংসী অজি ব্যাটার ৷ তবে, সেই ধাক্কা সামলে হাফসেঞ্চুরি পার্টনারশিপ করলেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ ৷ 69 রানের জুটি গড়লেন দু'জনে ৷ যদিও অর্ধশতরান মাঠেই রেখে এলেন দু'জনে ৷ ওয়ার্নার করলেন 41 রান, জাদেজার ঘূর্ণিতে ঠকে গিয়ে স্মিথ ফিরলেন 46 রানে ৷

এদিন বুমরা এবং সিরাজ নিয়ন্ত্রিত বোলিং করলেও, হার্দিক পান্ডিয়া প্রথম স্পেলে 2 ওভারে 21 রান দিয়েছেন ৷ তার পরেই তাঁকে সরিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে আনেন রোহিত ৷ তিনি রান আটকালেও অভিজ্ঞ দুই অস্ট্রেলিয়ান ব্যাটারকে কোনও সমস্যায় ফেলতে পারেননি ৷ চেন্নাইয়ের মন্থর পিচে অনায়াসে ওভার প্রতি সাড়ে চার রানের উপরে তুলছেন ওয়ার্নার এবং স্মিথ ৷ দ্রুত উইকেট নিতে না পারলে সহজেই অস্ট্রেলিয়া আড়াইশো রানের গণ্ডি পেরিয়ে যাবে ৷ যা চিপকের উইকেটে তোলা কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

অধিনায়ক রোহিত শর্মা গতকালই জানিয়েছিলেন, তাঁরা তিন স্পিনার নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন ৷ সেখানে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ প্রধান পেসার হিসেবে খেলবেন ৷ আর তিন নম্বর পেসার সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ রোহিত আগেই জানিয়েছেন হার্দিককে তিনি পার্ট-টাইম বোলার হিসেবে দেখছেন না ৷ ওয়ান-চেঞ্জ হিসেবে এবং মাঝের ওভারে হার্দিক ভারতের অন্যতম বোলার ৷ সেখানেই চিপক রবিচন্দ্রন অশ্বিনের ঘরের মাঠ ৷ তাই তার থেকে বাড়তি প্রত্যাশা থাকছে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের ৷

আর অসুস্থতার কারণে শুভমন গিল বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই ৷ তাঁর বদলে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ব্যাট হাতে ঈশান কিষাণকে দেখা যাবে ৷ রোহিত টসে জানান, তিনিও টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন ৷ তবে, চেন্নাইয়ের পিচে ভারতের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বলে, রান তাড়া করতে সমস্যা হবে না বলে মনে করছেন রোহিত ৷

আরও পড়ুন: স্পিনের ত্রিফলা আক্রমণে অজিদের বিরুদ্ধে বিশ্বকাপ পরিকল্পনা ভারতের

অন্যদিকে, অস্ট্রেলিয়া তাদের একমাত্র স্পিন অস্ত্র অ্যাডাম জ্যাম্পাকে নিয়েই নামছে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ৷ তাঁর সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্নস লাবুশানকে বোলিং করাতে পারেন কামিন্স ৷ অজিরা এই ম্যাচ তিন পেসার এবং 2 মিডিয়াম পেস অল-রাউন্ডার খেলিয়েছে ৷ অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড নতুন বলে ইনিংস শুরু করবেন ৷ সঙ্গে থাকছেন ক্যামরন গ্রিন এবং মিচেল মার্শ ৷ তবে, মার্শ এবং ডেভিড ওয়ার্নার ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করবেন ৷

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেট-কিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ ৷

Last Updated : Oct 8, 2023, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.