রাজকোট, 27 সেপ্টেম্বর: রাজকোটের ব্যাটিং সহায়ক পিচে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া ৷ ভারতের বিরুদ্ধে 50 ওভারে 7 উইকেট হারিয়ে 352 রান তুলেছে অজিরা ৷ তবে রানটা আরও বেশি হতে পারত ৷ হল না ভারতীয় বোলারদের দুরন্ত কামব্যাকে ৷ অস্ট্রেলিয়ার টপ-অর্ডারের দাপট সামলে অনেকটাই ম্যাচে ফিরে আসতে পেরেছে ভারত ৷ এদিন অজিদের হয়ে সর্বোচ্চ 96 রান করেন মিচেল মার্শ ৷ কুলদীপের বলে ক্যাচ-আউট হন তিনি ৷ স্টিভ স্মিথ 74 রান করেছেন ৷ অজিদের টপ-অর্ডারের চার ব্যাটারই আজ হাফ-সেঞ্চুরি করেছেন ৷ ভারতের হয়ে জসপ্রীত বুমরা (3 উইকেট) এবং কুলদীপ যাদব (2 উইকেট) সবচেয়ে সফল বোলার ৷
আজকের ম্যাচে শুরু থেকেই অস্ট্রেলিয়ার দুই ওপেনার আক্রমণে যান ভারতীয় বোলারদের ৷ ডেভিড ওয়ার্নার (56) এবং মিচেল মার্শ প্রথম উইকেটে 78 রানের পার্টনারশিপ করেন ৷ তবে, এ দিন সেঞ্চুরি মাঠেই ফেলে আসেন মিচেল মার্শ ৷ 96 রানের মাথায় কুলদীপের শর্ট-পিচ বল ব্যাকফুটে পাঞ্চ করতে গিয়ে কভারে প্রসিদ্ধ কৃষ্ণার হাতে ক্যাচ তুলে দেন তিনি ৷ এর পর স্টিভ স্মিথ এবং মার্নস লাবুশান (72) পার্টনারশিপ শুরু করলেও স্মিথ সিরাজের বলে লেগ বিফর হন ৷ একে একে অ্যালেক্স কেরি (11), গ্লেন ম্যাক্সওয়েল (8) জসপ্রীত বুমরার শিকার হন ৷
-
Innings break!
— BCCI (@BCCI) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Australia post 352/7 in the first innings!
Over to our batters 💪
Scorecard ▶️ https://t.co/H0AW9UXI5Y#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/FBH2ZdnEF6
">Innings break!
— BCCI (@BCCI) September 27, 2023
Australia post 352/7 in the first innings!
Over to our batters 💪
Scorecard ▶️ https://t.co/H0AW9UXI5Y#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/FBH2ZdnEF6Innings break!
— BCCI (@BCCI) September 27, 2023
Australia post 352/7 in the first innings!
Over to our batters 💪
Scorecard ▶️ https://t.co/H0AW9UXI5Y#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/FBH2ZdnEF6
আরও পড়ুন: মার্শ-স্মিথ-ওয়ার্নারদের দাপটে কোণঠাসা ভারত, 27 ওভারে 200 পেরিয়ে গেল অস্ট্রেলিয়া
প্রথম 25 ওভারে অস্ট্রেলিয়া দাপট দেখালেও শেষ 25 ওভারে ভারতীয় বোলাররা দুরন্ত কামব্যাক করেন ৷ বিশেষত শেষ 10 ওভারে মাত্র 65 রান দিয়ে 2 উইকেট তোলেন সিরাজরা ৷ এ দিন জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর কেবল 10 ওভার বল করেন ৷ অশ্বিনের বদলে নামা ওয়াশিংটন সুন্দর কোনও উইকেট পাননি ৷ তিনি 10 ওভারে 48 রান দিয়েছেন ৷ কুলদীপকে দিয়ে মাত্র 6 ওভার বল করিয়েছেন রোহিত ৷ বাঁ-হাতি চায়নাম্যান 48 রান দিয়ে 2 উইকেট নেন ৷