তিরুঅনন্তপুরম, 26 নভেম্বর: বিশাখাপত্তনমে ভারত-অস্ট্রেলিয়া টি-20 সিরিজের প্রথম পকেটে পুরে নিয়েছিল ভারত ৷ সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের স্বপ্নভঙ্গ হওয়ার পর কুড়ি-বিশে ভারতীয় তরুণ দলের অজি 'বধ' অভিযানটা শুরু হয়েছিল দুর্দান্তভাবে ৷ এই সিরিজে অধিনায়কত্ব সামলাচ্ছেন সূর্যকুমার যাদব ৷ রবিবার তিরুঅনন্তপুরমে দ্বিতীয় টি-20 ম্যাচে যদিও টস হারলেন ভারত অধিনায়ক ৷ দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন অজি-অধিনায়ক ম্যাথু ওয়েড ৷ ভারতীয় দলে এদিন কোনও পরিবর্তন না-হলেও অস্ট্রেলিয়া দলে দু'টি পরিবর্তন করা হয়েছে ৷ দলে এসেছেন জাম্পা ও ম্যক্সওয়েল ৷
টস জিতে এদিন অজি অধিনায়ক বলেন,"আমরা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি পরের দিকে শিশির পড়বে, উইকেট ঠিকই থাকবে। আমরা গত ম্যাচে সত্যিই ভালো খেলেছি, তবে ভারত আমাদের থেকে আরও ভালো খেলেছে। দু'টি পরিবর্ত হয়েছে আমাদের দলে ৷ অ্যাডাম জাম্পা এসেছেন বেহরেনড্রফের বদলে ৷ অন্যদিকে, অ্যারন হার্ডির বদলে আমরা ম্যাক্সওয়েলকে দলে এনেছি ৷
অন্যদিকে, টস হেরে ভারত-অধিনায়ক সূর্যকুমার বলেন, "আমরাও গত রাতে শিশিরের পরিমাণ দেখে প্রথমে বল করব ভেবেছিলাম ৷ তবে তা হল না ৷ তাই আমাদের কাছে পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং ৷ গত ম্যাচে জয়ের পর আমাদের আত্মবিশ্বাস রয়েছে ৷ পারব আশা করছি ৷ দলের প্রত্য়েকেই দুর্দান্ত খেলেছিল সেদিন ৷ আমরা জয়ের ধারা বজায় রাখব ৷ অধিনায়কত্ব একটা নতুন চ্যালেঞ্জ এবং দায়িত্ব, আমি এটা উপভোগ করছি। আমাদের দলে কোনও পরিবর্তন নেই, আমরা একই দল নিয়ে নামছি।"
- ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিংকু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ ৷
- অস্ট্রেলিয়ার একাদশ- স্টিভ স্মিথ, ম্যাথু শর্ট, জশ ইংলিস, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (অধিনায়ক/উইকেট কিপার), শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তনভীর সাংঘা ৷
আরও পড়ুন: