ETV Bharat / sports

IND vs AUS 1st ODI: ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতিতে আজ অজিদের মুখোমুখি ভারত - India vs Australia

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ (IND vs AUS 1st ODI) ৷ এই সিরিজে ভারত বিশ্বকাপের তাঁদের প্রাথমিক দলের চূড়ান্ত খসড়া সেরে ফেলতে চাইবে ৷

IND vs AUS 1st ODI ETV BHARAT
IND vs AUS 1st ODI
author img

By

Published : Mar 17, 2023, 11:16 AM IST

মুম্বই, 17 মার্চ: টেস্ট সিরিজে ক্যাঙারুদের ধরাশায়ী করার পর এবার পঞ্চাশ ওভারের দ্বৈরথে নামছে ভারত ৷ আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ (India vs Australia 1st ODI Match in Wankhede) ৷ নেতৃত্বে হার্দিক পান্ডিয়া ৷ পারিবারিক কারণে প্রথম ম্যাচে নেই অধিনায়ক রোহিত শর্মা ৷ এরপরের বিশানাপত্তনম এবং চেন্নাইয়ের ম্যাচে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ৷ তবে, এটা শুধু আর পাঁচটা একদিনের সিরিজের মতো নয় ৷ আগামী অক্টোবর মাসে ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতিও বটে ৷ অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ, বিশ্বকাপের প্রস্তুতিকে আরও ভালো করবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট ৷

বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত পৌঁছে গিয়েছে ৷ আগামী জুন মাসে ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবেন রোহিত শর্মারা ৷ কিন্তু, তার আগে ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে এই তিন ম্যাচের একদিনের সিরিজ সমান গুরুত্বপূর্ণ বিশ্বকাপের দৃষ্টিভঙ্গিতে ৷ এই সিরিজ থেকেই মোটামুটি ঠিক হয়ে যাবে অক্টোবরের বিশ্বকাপে ভারতের প্রথম 15 জন ক্রিকেটার কারা হতে পারেন ! সেই তালিকায় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের জায়গা পাকা ৷ শুভমন গিলের জায়গাও 90 শতাংশ পাকা ধরে নেওয়া যায় ৷

কিন্তু, বাকি 6 ক্রিকেটার কারা হবেন ? তা এই সিরিজে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে ৷ আজ মুম্বইয়ের পিচে রানের বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে ৷ বিশেষত, প্রথমে ব্যাট করা দল সেই চেষ্টাই করবেন ৷ কারণ, গত কয়েকদিনে রাতের মুম্বইয়ে শিশির বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ ব্রের্বোন স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচে তা দেখা গিয়েছে ৷ তাই টস এই ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

আরও পড়ুন: টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের 1 নম্বর স্থান পুনরুদ্ধার অশ্বিনের, ব্যাটারদের তালিকায় উঠলেন বিরাট

তবে, টেস্টের থেকে একদিনের সিরিজের অস্ট্রেলিয়া দল অনেক বেশি শক্তিশালী ৷ অজিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ ৷ পাশাপাশি, ডেভিড ওয়ার্নার, মার্কস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েলরা অস্ট্রেলিয়া দলে ফিরছেন ৷ রয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও ৷ ফলে এই ম্যাচে অজিদের ব্যাটিং ও বোলিংয়ে গভীরতা অনেকটাই বেড়েছে ৷

শামি এবং সিরাজ ভারতীয় বোলিং আক্রমণের প্রধান স্তম্ভ ৷ তবে, এই সিরিজে বড় পরীক্ষা হতে চলেছে উমরান মালিকের ৷ পেস তাঁর শক্তি হলেও, ওয়াংখেড়ের ছোট বাউন্ডারিতে তা অজিদের সুবিধাও করে দিতে পারে ৷ তাই উমরানের বোলিংয়ের গতির সঙ্গে লাইন ও লেন্থ ঠিক রাখা বড় চ্যালেঞ্জ ৷ অন্যদিকে, এই ম্যাচে ভারত কুলচা জুটিকে খেলায় কিনা, সেটাও দেখার ৷ আর একজন স্পিনার খেলালে, কুলদীপ বা চাহালের মধ্যে কে সুযোগ পাবেন ? সেটাও বড় প্রশ্ন ৷

মুম্বই, 17 মার্চ: টেস্ট সিরিজে ক্যাঙারুদের ধরাশায়ী করার পর এবার পঞ্চাশ ওভারের দ্বৈরথে নামছে ভারত ৷ আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ (India vs Australia 1st ODI Match in Wankhede) ৷ নেতৃত্বে হার্দিক পান্ডিয়া ৷ পারিবারিক কারণে প্রথম ম্যাচে নেই অধিনায়ক রোহিত শর্মা ৷ এরপরের বিশানাপত্তনম এবং চেন্নাইয়ের ম্যাচে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ৷ তবে, এটা শুধু আর পাঁচটা একদিনের সিরিজের মতো নয় ৷ আগামী অক্টোবর মাসে ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতিও বটে ৷ অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ, বিশ্বকাপের প্রস্তুতিকে আরও ভালো করবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট ৷

বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত পৌঁছে গিয়েছে ৷ আগামী জুন মাসে ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবেন রোহিত শর্মারা ৷ কিন্তু, তার আগে ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে এই তিন ম্যাচের একদিনের সিরিজ সমান গুরুত্বপূর্ণ বিশ্বকাপের দৃষ্টিভঙ্গিতে ৷ এই সিরিজ থেকেই মোটামুটি ঠিক হয়ে যাবে অক্টোবরের বিশ্বকাপে ভারতের প্রথম 15 জন ক্রিকেটার কারা হতে পারেন ! সেই তালিকায় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের জায়গা পাকা ৷ শুভমন গিলের জায়গাও 90 শতাংশ পাকা ধরে নেওয়া যায় ৷

কিন্তু, বাকি 6 ক্রিকেটার কারা হবেন ? তা এই সিরিজে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে ৷ আজ মুম্বইয়ের পিচে রানের বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে ৷ বিশেষত, প্রথমে ব্যাট করা দল সেই চেষ্টাই করবেন ৷ কারণ, গত কয়েকদিনে রাতের মুম্বইয়ে শিশির বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ ব্রের্বোন স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচে তা দেখা গিয়েছে ৷ তাই টস এই ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷

আরও পড়ুন: টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের 1 নম্বর স্থান পুনরুদ্ধার অশ্বিনের, ব্যাটারদের তালিকায় উঠলেন বিরাট

তবে, টেস্টের থেকে একদিনের সিরিজের অস্ট্রেলিয়া দল অনেক বেশি শক্তিশালী ৷ অজিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ ৷ পাশাপাশি, ডেভিড ওয়ার্নার, মার্কস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েলরা অস্ট্রেলিয়া দলে ফিরছেন ৷ রয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও ৷ ফলে এই ম্যাচে অজিদের ব্যাটিং ও বোলিংয়ে গভীরতা অনেকটাই বেড়েছে ৷

শামি এবং সিরাজ ভারতীয় বোলিং আক্রমণের প্রধান স্তম্ভ ৷ তবে, এই সিরিজে বড় পরীক্ষা হতে চলেছে উমরান মালিকের ৷ পেস তাঁর শক্তি হলেও, ওয়াংখেড়ের ছোট বাউন্ডারিতে তা অজিদের সুবিধাও করে দিতে পারে ৷ তাই উমরানের বোলিংয়ের গতির সঙ্গে লাইন ও লেন্থ ঠিক রাখা বড় চ্যালেঞ্জ ৷ অন্যদিকে, এই ম্যাচে ভারত কুলচা জুটিকে খেলায় কিনা, সেটাও দেখার ৷ আর একজন স্পিনার খেলালে, কুলদীপ বা চাহালের মধ্যে কে সুযোগ পাবেন ? সেটাও বড় প্রশ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.