মোহালি, 11 জানুয়ারি: শিবম দুবের ঝোড়ো ব্যাটে ভর করে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 ম্যাচ সহজেই জিতে নিল ভারত ৷ 159 রান তাড়া করতে নেমে মাত্র 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল টিম ইন্ডিয়া ৷ তাও আবার 15 বল বাকি থাকতেই ৷ আফগানদের 158 রানের জবাবে এদিন শূন্য রানে ফেরেন অধিনায়ক রোহিত ৷ তবে তরুণ তুর্কীদের দাপটে ভারতের জয় আটকায়নি ৷ এদিন 5টি চার, 2টি ছয়ে 40 বলে 60 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শিবম ৷ 9 বলে 16 রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং ৷
এদিন টস হেরে প্রথমে ব্যাট করে মহম্মদ নবির 27 বলে 42 রানের ক্যামিও ইনিংসে ভর করে প্রথম টি-20 ম্যাচে দেড়শো পেরোয় আফগানিস্তান ৷ মোহালিতে 5 উইকেট হারিয়ে 158 রান তোলে সফরকারী দল ৷ ভারতের হয়ে জোড়া উইকেট মুকেশ কুমার ও অক্ষর প্যাটেলের ৷ একটি উইকেট নেন শিবম দুবে ৷ শেষদিকে 11 বলে 19 রানে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জাদরান ৷ রহমানুল্লাহ গুরবাজ এবং অধিনায়ক ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটিতে 50 রান তোলে আফগানিস্তান ৷
জুনে কুড়ি-বিশের বিশ্বকাপের আগে শেষ সিরিজে দলের শক্তি দেখে নিতে মরিয়া ভারতের টিম ম্যানেজমেন্ট ৷ সেদিক থেকে দেখতে গেলে ঘরের মাঠে আফগান সিরিজের গুরুত্ব অপরিসীম ৷ মোহালিতে গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আফগান দলকে প্রথমে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা ৷
-
6⃣,4⃣ and Shivam Dube wraps the chase in style 🙌#TeamIndia win by 6 wickets and take a 1-0 lead in the T20I series 👏👏
— BCCI (@BCCI) January 11, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard ▶️ https://t.co/BkCq71Zm6G#INDvAFG | @IDFCFIRSTBank | @IamShivamDube pic.twitter.com/4giZma4f1u
">6⃣,4⃣ and Shivam Dube wraps the chase in style 🙌#TeamIndia win by 6 wickets and take a 1-0 lead in the T20I series 👏👏
— BCCI (@BCCI) January 11, 2024
Scorecard ▶️ https://t.co/BkCq71Zm6G#INDvAFG | @IDFCFIRSTBank | @IamShivamDube pic.twitter.com/4giZma4f1u6⃣,4⃣ and Shivam Dube wraps the chase in style 🙌#TeamIndia win by 6 wickets and take a 1-0 lead in the T20I series 👏👏
— BCCI (@BCCI) January 11, 2024
Scorecard ▶️ https://t.co/BkCq71Zm6G#INDvAFG | @IDFCFIRSTBank | @IamShivamDube pic.twitter.com/4giZma4f1u
বহুদিন বাদে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রত্য়াবর্তন ঘটেছে রোহিত শর্মা-বিরাট কোহলির ৷ যদিও ব্য়ক্তিগত কারণ দেখিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 থেকে ছুটি চেয়ে নিয়েছেন কোহলি ৷ 'রানমেশিন'কে ছাড়াই প্রথম ম্যাচে ঘুঁটি সাজিয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি ৷ আবার চোটের কারণে রশিদ খান সিরিজ থেকে ছিটকে যাওয়ায় বেকায়দায় আফগানরাও ৷ প্রথম ম্যাচে আফগানরা তাঁর অভাব টের পেলেও কোহলির অভাবে ভুগতে হল না ভারতকে ৷ আগামী রবিবার ইন্দোরে সিরিজের দ্বিতীয় ম্য়াচ ৷
একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), শুভমন, তিলক, শিবম, জীতেশ (উইকেটরক্ষক), রিঙ্কু, অক্ষর, ওয়াশিংটন, রবি, আর্শদীপ, মুকেশ ৷
আরও পড়ুন: