ETV Bharat / sports

শিবমের ঝোড়ো ব্যাটে আফগানদের বিরুদ্ধে জয়, মোহালিতে জিতে সিরিজে এগোলেন রোহিতরা - IND vs AFG 1st T20I

IND vs AFG 1st T20I: রানমেশিন কোহলিকে ছাড়াই প্রথম ম্যাচে ঘুঁটি সাজিয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি ৷ অন্যদিকে, রশিদ খান চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে যাওয়ায় আফগানরাও বেশ কমজোরি ৷ মোহালিতে প্রথম টি-20 ম্যাচে প্রথমে ব্য়াট করে ভারতকে 159 রানের লক্ষ্যমাত্রা দিল আফগানিস্তান ৷

IND vs AFG 1st T20I
মোহালিতে রোহিতদের চ্য়ালেঞ্জিং লক্ষ্যমাত্রা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 7:11 PM IST

Updated : Jan 12, 2024, 9:34 AM IST

মোহালি, 11 জানুয়ারি: শিবম দুবের ঝোড়ো ব্যাটে ভর করে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 ম্যাচ সহজেই জিতে নিল ভারত ৷ 159 রান তাড়া করতে নেমে মাত্র 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল টিম ইন্ডিয়া ৷ তাও আবার 15 বল বাকি থাকতেই ৷ আফগানদের 158 রানের জবাবে এদিন শূন্য রানে ফেরেন অধিনায়ক রোহিত ৷ তবে তরুণ তুর্কীদের দাপটে ভারতের জয় আটকায়নি ৷ এদিন 5টি চার, 2টি ছয়ে 40 বলে 60 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শিবম ৷ 9 বলে 16 রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং ৷

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে মহম্মদ নবির 27 বলে 42 রানের ক্যামিও ইনিংসে ভর করে প্রথম টি-20 ম্যাচে দেড়শো পেরোয় আফগানিস্তান ৷ মোহালিতে 5 উইকেট হারিয়ে 158 রান তোলে সফরকারী দল ৷ ভারতের হয়ে জোড়া উইকেট মুকেশ কুমার ও অক্ষর প্যাটেলের ৷ একটি উইকেট নেন শিবম দুবে ৷ শেষদিকে 11 বলে 19 রানে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জাদরান ৷ রহমানুল্লাহ গুরবাজ এবং অধিনায়ক ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটিতে 50 রান তোলে আফগানিস্তান ৷

জুনে কুড়ি-বিশের বিশ্বকাপের আগে শেষ সিরিজে দলের শক্তি দেখে নিতে মরিয়া ভারতের টিম ম্যানেজমেন্ট ৷ সেদিক থেকে দেখতে গেলে ঘরের মাঠে আফগান সিরিজের গুরুত্ব অপরিসীম ৷ মোহালিতে গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আফগান দলকে প্রথমে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা ৷

বহুদিন বাদে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রত্য়াবর্তন ঘটেছে রোহিত শর্মা-বিরাট কোহলির ৷ যদিও ব্য়ক্তিগত কারণ দেখিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 থেকে ছুটি চেয়ে নিয়েছেন কোহলি ৷ 'রানমেশিন'কে ছাড়াই প্রথম ম্যাচে ঘুঁটি সাজিয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি ৷ আবার চোটের কারণে রশিদ খান সিরিজ থেকে ছিটকে যাওয়ায় বেকায়দায় আফগানরাও ৷ প্রথম ম্যাচে আফগানরা তাঁর অভাব টের পেলেও কোহলির অভাবে ভুগতে হল না ভারতকে ৷ আগামী রবিবার ইন্দোরে সিরিজের দ্বিতীয় ম্য়াচ ৷

একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), শুভমন, তিলক, শিবম, জীতেশ (উইকেটরক্ষক), রিঙ্কু, অক্ষর, ওয়াশিংটন, রবি, আর্শদীপ, মুকেশ ৷

আরও পড়ুন:

  1. আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বিরাটহীন ভারত
  2. জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি খেলা বাধ্যতামূলক করতে চলেছে বিসিসিআই
  3. ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম, তবু সময়েই শুরু হবে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ; জানাল পিসিএ

মোহালি, 11 জানুয়ারি: শিবম দুবের ঝোড়ো ব্যাটে ভর করে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 ম্যাচ সহজেই জিতে নিল ভারত ৷ 159 রান তাড়া করতে নেমে মাত্র 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল টিম ইন্ডিয়া ৷ তাও আবার 15 বল বাকি থাকতেই ৷ আফগানদের 158 রানের জবাবে এদিন শূন্য রানে ফেরেন অধিনায়ক রোহিত ৷ তবে তরুণ তুর্কীদের দাপটে ভারতের জয় আটকায়নি ৷ এদিন 5টি চার, 2টি ছয়ে 40 বলে 60 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শিবম ৷ 9 বলে 16 রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং ৷

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে মহম্মদ নবির 27 বলে 42 রানের ক্যামিও ইনিংসে ভর করে প্রথম টি-20 ম্যাচে দেড়শো পেরোয় আফগানিস্তান ৷ মোহালিতে 5 উইকেট হারিয়ে 158 রান তোলে সফরকারী দল ৷ ভারতের হয়ে জোড়া উইকেট মুকেশ কুমার ও অক্ষর প্যাটেলের ৷ একটি উইকেট নেন শিবম দুবে ৷ শেষদিকে 11 বলে 19 রানে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জাদরান ৷ রহমানুল্লাহ গুরবাজ এবং অধিনায়ক ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটিতে 50 রান তোলে আফগানিস্তান ৷

জুনে কুড়ি-বিশের বিশ্বকাপের আগে শেষ সিরিজে দলের শক্তি দেখে নিতে মরিয়া ভারতের টিম ম্যানেজমেন্ট ৷ সেদিক থেকে দেখতে গেলে ঘরের মাঠে আফগান সিরিজের গুরুত্ব অপরিসীম ৷ মোহালিতে গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আফগান দলকে প্রথমে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা ৷

বহুদিন বাদে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রত্য়াবর্তন ঘটেছে রোহিত শর্মা-বিরাট কোহলির ৷ যদিও ব্য়ক্তিগত কারণ দেখিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 থেকে ছুটি চেয়ে নিয়েছেন কোহলি ৷ 'রানমেশিন'কে ছাড়াই প্রথম ম্যাচে ঘুঁটি সাজিয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি ৷ আবার চোটের কারণে রশিদ খান সিরিজ থেকে ছিটকে যাওয়ায় বেকায়দায় আফগানরাও ৷ প্রথম ম্যাচে আফগানরা তাঁর অভাব টের পেলেও কোহলির অভাবে ভুগতে হল না ভারতকে ৷ আগামী রবিবার ইন্দোরে সিরিজের দ্বিতীয় ম্য়াচ ৷

একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), শুভমন, তিলক, শিবম, জীতেশ (উইকেটরক্ষক), রিঙ্কু, অক্ষর, ওয়াশিংটন, রবি, আর্শদীপ, মুকেশ ৷

আরও পড়ুন:

  1. আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বিরাটহীন ভারত
  2. জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি খেলা বাধ্যতামূলক করতে চলেছে বিসিসিআই
  3. ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম, তবু সময়েই শুরু হবে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ; জানাল পিসিএ
Last Updated : Jan 12, 2024, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.