ETV Bharat / sports

ব্যক্তিগত পরিকল্পনা দরকার, টিমমেটদের বার্তা বিরাটের

বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টে লজ্জার হার । তৃতীয় দিনেই শেষ ম্যাচ । লজ্জার এই হার থেকে দলকে চাঙ্গা করতে কী বলছেন বিরাট ?

বিরাট কোহলি
বিরাট কোহলি
author img

By

Published : Dec 20, 2020, 3:18 PM IST

অ্যাডিলেড, 20 ডিসেম্বর : অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জার হার ভারতের । 36 রানেই গুটিয়ে যায় ভারতীয় ব্যাটিং । উঠছে সমালোচনার ঝড় । এরই মধ্যে দলের মনোবল চাঙ্গা করতে উদ্যোগী ক্যাপ্টেন বিরাট । এই ধরনের ব্যাটিং ধস যাতে আগামীদিনে আর না হয়, সেজন্য দলগত লক্ষ্যের পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের ব্যক্তিগত লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা নিয়েও এগিয়ে আসার জন্য বলেন তিনি ।

গতকালের এই লজ্জাজনক ব্যাটিং প্রদর্শনের জন্য বিরাট কোনও একজনকে দায়ি করছেন না । বরং তিনি দায়ি করছেন দলের সকলের অভিপ্রায়ের অভাবকে । ক্রিকেট একটি দলগত খেলা । তবে চাপের মুখে প্রত্যেক ব্যাটসম্যানের ব্যক্তিগত মানসিকতা, তাঁর উপর থেকে চাপ কমাতে অনেকটাই সাহায্য করে বলে মনে করছেন বিরাট ।

আরও পড়ুন : লজ্জার 36, জয় দিয়ে সিরিজ় শুরু অস্ট্রেলিয়ার

বিরাট বলেন, "দেশের বাইরে খেলতে গিয়ে আপনি টিম প্ল্যান করতেই পারেন । কিন্তু যখন কেউ আউট হয়ে যাচ্ছে, তখন খেলোয়াড়দের মানসিকতা কী থাকছে, সেটা খুব গুরুত্বপূর্ণ ।" বিরাট আরও বলেন, "ব্যক্তিগত স্তরে গিয়ে ক্রিকেটারদের ভাবতে হবে , যখন আমি মাঠে নামব, তখন আমি কীভাবে খেলব ।"

অ্যাডিলেড, 20 ডিসেম্বর : অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জার হার ভারতের । 36 রানেই গুটিয়ে যায় ভারতীয় ব্যাটিং । উঠছে সমালোচনার ঝড় । এরই মধ্যে দলের মনোবল চাঙ্গা করতে উদ্যোগী ক্যাপ্টেন বিরাট । এই ধরনের ব্যাটিং ধস যাতে আগামীদিনে আর না হয়, সেজন্য দলগত লক্ষ্যের পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের ব্যক্তিগত লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা নিয়েও এগিয়ে আসার জন্য বলেন তিনি ।

গতকালের এই লজ্জাজনক ব্যাটিং প্রদর্শনের জন্য বিরাট কোনও একজনকে দায়ি করছেন না । বরং তিনি দায়ি করছেন দলের সকলের অভিপ্রায়ের অভাবকে । ক্রিকেট একটি দলগত খেলা । তবে চাপের মুখে প্রত্যেক ব্যাটসম্যানের ব্যক্তিগত মানসিকতা, তাঁর উপর থেকে চাপ কমাতে অনেকটাই সাহায্য করে বলে মনে করছেন বিরাট ।

আরও পড়ুন : লজ্জার 36, জয় দিয়ে সিরিজ় শুরু অস্ট্রেলিয়ার

বিরাট বলেন, "দেশের বাইরে খেলতে গিয়ে আপনি টিম প্ল্যান করতেই পারেন । কিন্তু যখন কেউ আউট হয়ে যাচ্ছে, তখন খেলোয়াড়দের মানসিকতা কী থাকছে, সেটা খুব গুরুত্বপূর্ণ ।" বিরাট আরও বলেন, "ব্যক্তিগত স্তরে গিয়ে ক্রিকেটারদের ভাবতে হবে , যখন আমি মাঠে নামব, তখন আমি কীভাবে খেলব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.