ETV Bharat / sports

"টেস্ট ক্রিকেট অ্যাট ইটস বেস্ট", রাহানের ইনিংসে মুগ্ধ বিরাট - অজিঙ্কা রাহানের দুরন্ত প্রশংসা কোহলির

দলের স্টপগ্যাপ অধিনায়ক রাহানের ব্যাটে অপরাজিত শতরানের ইনিংস ৷ এরপর তাঁর দরাজ প্রশংসা করলেন অধিনায়ক বিরাট কোহলি ৷

রাহানের দরাজ প্রশংসা কোহলির
রাহানের দরাজ প্রশংসা কোহলির
author img

By

Published : Dec 27, 2020, 5:22 PM IST

Updated : Dec 27, 2020, 5:54 PM IST

মেলবোর্ন, 27 ডিসেম্বর : সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য অজ়ি সফরের মাঝপথেই দেশে ফিরেছেন বিরাট কোহলি ৷ প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভারত ৷ প্রথম দিনে বোলারদের দাপটে মাত্র 195 রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস ৷ দ্বিতীয় দিনে শতরান করেন অজিঙ্কা রাহানে ৷

দলের স্টপগ্যাপ অধিনায়কের ব্যাট থেকে এল অপরাজিত শতরানের ইনিংস ৷ আর তাঁর দরাজ প্রশংসা করলেন বিরাট কোহলি ৷ টুইট করে রাহানেকে শুভেচ্ছা জানান তিনি ৷ লেখেন,‘‘ আমাদের জন্য আরও একটি দারুণ দিন ৷ টেস্ট ক্রিকেট অ্যাট ইটস বেস্ট ৷ দুরন্ত ব্যাটিং জিঙ্কস ৷’’

প্রথম ম্যাচে লজ্জার হার ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর ৷ তারপরও ঘুরে আসা যায় আজ তা দেখালেন অজিঙ্কা ৷ প্রথম ম্যাচেই দুই তরুণ ক্রিকেটারের অভিষেক ৷ তাতেও দমে যাননি ৷ অজ়িদের দুরন্ত বোলিং লাইন আপের সামনে যখন অন্য ব্যাটসম্যানদের অসহায় দেখাচ্ছে, তখনই অন্যদিকে ঠান্ডা মাথায় খেলে গেলেন ৷ নিজে শতরান যেমন করলেন, জাদেজা, শুভমন গিলদের দিয়েও খেলালেন ৷ দিনের শেষে প্রথম ইনিংসে 82 রানে এগিয়ে ভারত ৷

আরও পড়ুন :-এক নেপথ্য নায়কের হাত ধরে মেলবোর্নে স্বপ্ন সফর বিরাটহীন ভারতের

রবিবার 1 উইকেটে 36 রান নিয়ে দিন শুরু করে ভারত ৷ গতকালই ভালো ছন্দে দেখিয়েছে শুভমন গিলকে ৷ তবে আর মাত্র 17 রান যোগ করেই ফেরেন তিনি ৷ পরের ওভারেই ফেরেন পূজারা ৷ এক সময় 64 রানে 3 উইকেট হারায় ভারত ৷ তবে তারপর হনুমা বিহারী, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার সঙ্গে পার্টনারশিপ গড়েন ৷ বিশেষ করে জাদেজার সঙ্গে অপরাজিত 104 রানের পার্টনারশিপ ভারতকে চালকের আসনে নিয়ে আসে ৷

মেলবোর্ন, 27 ডিসেম্বর : সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য অজ়ি সফরের মাঝপথেই দেশে ফিরেছেন বিরাট কোহলি ৷ প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভারত ৷ প্রথম দিনে বোলারদের দাপটে মাত্র 195 রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস ৷ দ্বিতীয় দিনে শতরান করেন অজিঙ্কা রাহানে ৷

দলের স্টপগ্যাপ অধিনায়কের ব্যাট থেকে এল অপরাজিত শতরানের ইনিংস ৷ আর তাঁর দরাজ প্রশংসা করলেন বিরাট কোহলি ৷ টুইট করে রাহানেকে শুভেচ্ছা জানান তিনি ৷ লেখেন,‘‘ আমাদের জন্য আরও একটি দারুণ দিন ৷ টেস্ট ক্রিকেট অ্যাট ইটস বেস্ট ৷ দুরন্ত ব্যাটিং জিঙ্কস ৷’’

প্রথম ম্যাচে লজ্জার হার ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর ৷ তারপরও ঘুরে আসা যায় আজ তা দেখালেন অজিঙ্কা ৷ প্রথম ম্যাচেই দুই তরুণ ক্রিকেটারের অভিষেক ৷ তাতেও দমে যাননি ৷ অজ়িদের দুরন্ত বোলিং লাইন আপের সামনে যখন অন্য ব্যাটসম্যানদের অসহায় দেখাচ্ছে, তখনই অন্যদিকে ঠান্ডা মাথায় খেলে গেলেন ৷ নিজে শতরান যেমন করলেন, জাদেজা, শুভমন গিলদের দিয়েও খেলালেন ৷ দিনের শেষে প্রথম ইনিংসে 82 রানে এগিয়ে ভারত ৷

আরও পড়ুন :-এক নেপথ্য নায়কের হাত ধরে মেলবোর্নে স্বপ্ন সফর বিরাটহীন ভারতের

রবিবার 1 উইকেটে 36 রান নিয়ে দিন শুরু করে ভারত ৷ গতকালই ভালো ছন্দে দেখিয়েছে শুভমন গিলকে ৷ তবে আর মাত্র 17 রান যোগ করেই ফেরেন তিনি ৷ পরের ওভারেই ফেরেন পূজারা ৷ এক সময় 64 রানে 3 উইকেট হারায় ভারত ৷ তবে তারপর হনুমা বিহারী, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার সঙ্গে পার্টনারশিপ গড়েন ৷ বিশেষ করে জাদেজার সঙ্গে অপরাজিত 104 রানের পার্টনারশিপ ভারতকে চালকের আসনে নিয়ে আসে ৷

Last Updated : Dec 27, 2020, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.