দিল্লি, 14 ডিসেম্বর : অধিনায়কত্বের চাপের মুখে ভেঙে পড়বেন না অজিঙ্কা রাহানে ৷ এমনটাই মত ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাভাসকরের ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরবেন বিরাট কোহলি ৷ তাই অজ়িদের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টের অধিনায়কত্বের দায়িত্ব বর্তাবে অজিঙ্কা রাহানের কাঁধে ৷
আজ গাভাসকর বলেন, ‘‘অজিঙ্কা রাহানের উপর কোনও চাপ থাকবে না ৷ কারণ যে দু’বার অজিঙ্কা টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন, ভারত সেই দুটি টেস্টেই জিতেছে ৷ প্রথমবার ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও দ্বিতীয়বার আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জেতে ৷ সুতারাং যতদূর তাঁর অধিনায়কত্বের ব্যাপার, আমার মনে হয় না তাঁর উপর কোনও চাপ থাকবে ৷ কারণ অজিঙ্কা জানেন বর্তমানে সে শুধুমাত্র তিনটি টেস্ট ম্যাচের জন্য স্ট্যান্ড ইন অধিনায়ক ৷’’
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি ওয়ার্ম আপ ম্যাচে দলের নেতৃত্বভার সামলেছেন রাহানে ৷ দুটি ম্যাচই ড্র দিয়ে শেষ হয় ৷ গাভাসকর বলেন, ‘‘রাহানে ক্রিকেটটা যতটা সততার সঙ্গে খেলেন ও এই কাজটিও ততটা সততার সঙ্গে করবে ৷ ও ক্রিজ়ে যাবে নিজে খেলবে ও পূজারাকে খেলতে সাহায্য করবে ৷’’
আরও পড়ুন :- প্রস্তুতি ম্যাচে শতরান, আত্মবিশ্বাসী ঋষভ
2018-19 বর্ডার গাভাসকর সিরিজ়ে 521 রান করে ক্রিকেটার অফ দা সিরিজ় হয়েছিলেন চেতেশ্বর পূজারা ৷ সেই সিরিজ় ভারত 2-1 ব্যবধানে জেতে ৷ গাভাসকর মনে করেন, আসন্ন সিরিজ়ে ভারতের ভালো ফল করার জন্য পূজারাকে রানে থাকতে হবে ৷
পূজারার প্রশংসা করেছেন ম্য়াথু হেডেনও । বলেন, ‘‘আসন্ন টেস্ট ক্রিকেটের যে 20 দিন আমরা খেলা দেখব আমরা পূজারাকে 15 দিন ব্যাট করতে দেখতে চাইব ৷ এবং এই বিষয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না ৷ ও অনেকদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি ৷ তবে আমার মনে হয় না এটা কোনও প্রভাব ফেলবে ৷ কারণ ও মানসিকভাবে খুব শক্তিশালী ৷’’