ETV Bharat / sports

7 বছর পর, কোনও ভারতীয় হিসেবে অভিষেকে 5 উইকেট সিরাজের - team india

দ্বিতীয় টেস্টের দুই ইনিংস শেষে সিরাজের ঝুলিতে মোট 5 টি উইকেট । 7 বছর পর তৈরি হল রেকর্ড । অভিষেকে 5 উইকেট নেওয়া বোলারের তালিকায় যোগ হল তাঁর নাম ।

siraj
siraj
author img

By

Published : Dec 29, 2020, 12:32 PM IST

Updated : Dec 29, 2020, 12:42 PM IST

মেলবোর্ন,29 ডিসেম্বর : বর্ডার-গাভাসকর টেস্ট থেকে ছিটকে যান ইশান্ত শর্মা । তাঁর বদলে আইপিএলে ভাল বোলিং-এর জন্য দলে ডাক পান মহম্মদ সিরাজ । দিনটা 21 নভেম্বর । সিডনিতে অনুশীলন ছেড়ে মাঠ ছাড়ছে দল । এর আগে ভারতীয় টেস্ট দলের হয়ে অনুশীলনের সুযোগ হয়নি হায়দরাবাদের ছেলেটার । অনুশীলন শেষে খবর এল বাবা মারা যাওয়ার । ছোটবেলায় দাদাকে হারানোর ফলে সেই অবস্থায় মা একা । মায়ের কথাতেই বাবার শেষকৃত্যে দেশে ফেরেননি ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ৷ বলেন,বাবা তাঁর সব থেকে বড় সমর্থক ছিলেন । দলে সুযোগ আসবে কি না, না জেনেও অস্ট্রেলিয়ায় থেকে বাবার স্বপ্ন পূরণ করার কথা বলেন তিনি ।

প্রথম টেস্টে লজ্জার হার । তার সঙ্গে ভারতীয় শিবিরে শামির চোটের ধাক্কা । দলে এলেন মহম্মদ সিরাজ । অশ্বিনের হাত থেকে পেলেন ভারতীয় দলের টুপি । বাবার স্বপ্নপূরণের একটি ধাপ, দলে সুযোগ হল । এরপর বাবার স্বপ্ন অনুযায়ী দেশের নাম উজ্জ্বল করার পালা । সেই মূহূর্তও এল । দ্বিতীয় টেস্টের দুই ইনিংস শেষে সিরাজের ঝুলিতে মোট 5 টি উইকেট । 7 বছর পর তৈরি হল রেকর্ড । অভিষেকে 5 উইকেট নেওয়া বোলারের তালিকায় যোগ হল তাঁর নাম ।

আরও পড়ুন : বক্সিং ডে টেস্টে জয় ভারতের

কাকতালীয়ভাবে যে শামির জায়গায় তিনি এলেন তাঁর নামও আছে এই তালিকায় । 2013 সালের নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকে শামি 9 টি উইকেট নেন । এর 7 বছর পর কোনও ভারতীয় বোলার হিসাবে অভিষেকে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব রাখলেন সিরাজ । অভিষেকে 5 উইকেট তোলার কৃতিত্ব রয়েছে অশ্বিনেরও । 2011 সালের নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকে অশ্বিন 9 টি উইকেট নেন ।

বুমরার থেকে যথেষ্ট সাহায্য পেয়েছেন বলে জানান সিরাজ । তিনি বলেন, প্রত্যেক বলের পর বুমরার আত্মবিশ্বাস জোগানো এবং প্রতি বলের উপর ফোকাস করার উপদেশ যথেষ্ট সাহায্য করেছে তাঁকে ।

মেলবোর্ন,29 ডিসেম্বর : বর্ডার-গাভাসকর টেস্ট থেকে ছিটকে যান ইশান্ত শর্মা । তাঁর বদলে আইপিএলে ভাল বোলিং-এর জন্য দলে ডাক পান মহম্মদ সিরাজ । দিনটা 21 নভেম্বর । সিডনিতে অনুশীলন ছেড়ে মাঠ ছাড়ছে দল । এর আগে ভারতীয় টেস্ট দলের হয়ে অনুশীলনের সুযোগ হয়নি হায়দরাবাদের ছেলেটার । অনুশীলন শেষে খবর এল বাবা মারা যাওয়ার । ছোটবেলায় দাদাকে হারানোর ফলে সেই অবস্থায় মা একা । মায়ের কথাতেই বাবার শেষকৃত্যে দেশে ফেরেননি ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ৷ বলেন,বাবা তাঁর সব থেকে বড় সমর্থক ছিলেন । দলে সুযোগ আসবে কি না, না জেনেও অস্ট্রেলিয়ায় থেকে বাবার স্বপ্ন পূরণ করার কথা বলেন তিনি ।

প্রথম টেস্টে লজ্জার হার । তার সঙ্গে ভারতীয় শিবিরে শামির চোটের ধাক্কা । দলে এলেন মহম্মদ সিরাজ । অশ্বিনের হাত থেকে পেলেন ভারতীয় দলের টুপি । বাবার স্বপ্নপূরণের একটি ধাপ, দলে সুযোগ হল । এরপর বাবার স্বপ্ন অনুযায়ী দেশের নাম উজ্জ্বল করার পালা । সেই মূহূর্তও এল । দ্বিতীয় টেস্টের দুই ইনিংস শেষে সিরাজের ঝুলিতে মোট 5 টি উইকেট । 7 বছর পর তৈরি হল রেকর্ড । অভিষেকে 5 উইকেট নেওয়া বোলারের তালিকায় যোগ হল তাঁর নাম ।

আরও পড়ুন : বক্সিং ডে টেস্টে জয় ভারতের

কাকতালীয়ভাবে যে শামির জায়গায় তিনি এলেন তাঁর নামও আছে এই তালিকায় । 2013 সালের নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকে শামি 9 টি উইকেট নেন । এর 7 বছর পর কোনও ভারতীয় বোলার হিসাবে অভিষেকে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব রাখলেন সিরাজ । অভিষেকে 5 উইকেট তোলার কৃতিত্ব রয়েছে অশ্বিনেরও । 2011 সালের নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকে অশ্বিন 9 টি উইকেট নেন ।

বুমরার থেকে যথেষ্ট সাহায্য পেয়েছেন বলে জানান সিরাজ । তিনি বলেন, প্রত্যেক বলের পর বুমরার আত্মবিশ্বাস জোগানো এবং প্রতি বলের উপর ফোকাস করার উপদেশ যথেষ্ট সাহায্য করেছে তাঁকে ।

Last Updated : Dec 29, 2020, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.