ETV Bharat / sports

"আম্পায়ার্স কল" নিয়ে নতুন করে ভাবুন, আইসিসি-কে পরামর্শ সচিনের - "আম্পেয়ার্স কল" নিয়ে নতুন করে ভাবুন

সচিনের বক্তব্য, খেলোয়াড়রা রিভিউ নিয়ে থাকে যেহেতু তাঁরা মাঠের আম্পায়ারের সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ৷ এই অবস্থায় ডিআরএস পদ্ধতি নিয়ে আইসিসি-র নতুন করে ভাবনাচিন্তা করা উচিত ৷

sachin-tendulkar-asks-icc-to-reassess-umpires-call-in-drs
sachin-tendulkar-asks-icc-to-reassess-umpires-call-in-drs
author img

By

Published : Dec 28, 2020, 2:13 PM IST

দিল্লি, 28 ডিসেম্বর : ক্রিকেটের রিভিউ পদ্ধতি ডিআরএস-এর "আম্পায়ার্স কল" নিয়ে প্রশ্ন তুললেন সচিন তেন্ডুলকর ৷ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে তাঁর পরামর্শ, এই নিয়মটিকে নতুন করে খতিয়ে দেখার সময় হয়েছে ৷

সচিন টুইট করেন, "খেলোয়াড়রা রিভিউ নিয়ে থাকে যেহেতু তাঁরা মাঠের আম্পায়ারের ওই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ৷ এই অবস্থায় ডিআরএস পদ্ধতি নিয়ে আইসিসি-র নতুন করে ভাবনাচিন্তা করা উচিত ৷ বিশেষ করে "আম্পায়ার্স কল" সিদ্ধান্তটিকে আগাগোড়া খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে ৷"

আরও পড়ুন: কোরোনা মোকাবিলায় 50 লাখ টাকা অনুদান সচিনের

"আম্পায়ার্স কল" আইন লাগু হয় তখনই, যখন বল ট্র্যাকিং টেকনোলজিতেও স্পষ্ট হয় না খোলোয়াড় আউট ছিলেন কি-না ৷ যাকে বলা যায় "ক্লোজ় কল" ৷ এই অবস্থায় আম্পায়ারের সিদ্ধান্তই (আম্পায়ার্স কল) চূড়ান্ত হয় ৷

আরও পড়ুন: "মাঠ ও জীবনে সোজা খেলতে শিখিয়েছেন", আচরেকরকে শ্রদ্ধার্ঘ্য সচিনের

উল্লেখ্য, চলতি অস্ট্রেলিয়া সফরে তৃতীয় দিনে দু'-দু'বার আম্পায়ার্স কল আইনের সুবিধা পেয়ে গুরুত্বপূর্ণ উইকেট বাঁচিয়েছে অস্ট্রেলিয়া ৷ জশপ্রিত বুমরার তৃতীয় ওভারে এলবিডব্লু হয়েও বেঁচে যান জো বার্নস ৷ পরে মহম্মদ সিরাজ়ের বলে ক্যাচ আউট হয়েও আম্পায়ার্সে কল সিদ্ধান্তে মাঠে থেকে যান মার্নাস ল্যাবুশানে ৷

দিল্লি, 28 ডিসেম্বর : ক্রিকেটের রিভিউ পদ্ধতি ডিআরএস-এর "আম্পায়ার্স কল" নিয়ে প্রশ্ন তুললেন সচিন তেন্ডুলকর ৷ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে তাঁর পরামর্শ, এই নিয়মটিকে নতুন করে খতিয়ে দেখার সময় হয়েছে ৷

সচিন টুইট করেন, "খেলোয়াড়রা রিভিউ নিয়ে থাকে যেহেতু তাঁরা মাঠের আম্পায়ারের ওই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ৷ এই অবস্থায় ডিআরএস পদ্ধতি নিয়ে আইসিসি-র নতুন করে ভাবনাচিন্তা করা উচিত ৷ বিশেষ করে "আম্পায়ার্স কল" সিদ্ধান্তটিকে আগাগোড়া খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে ৷"

আরও পড়ুন: কোরোনা মোকাবিলায় 50 লাখ টাকা অনুদান সচিনের

"আম্পায়ার্স কল" আইন লাগু হয় তখনই, যখন বল ট্র্যাকিং টেকনোলজিতেও স্পষ্ট হয় না খোলোয়াড় আউট ছিলেন কি-না ৷ যাকে বলা যায় "ক্লোজ় কল" ৷ এই অবস্থায় আম্পায়ারের সিদ্ধান্তই (আম্পায়ার্স কল) চূড়ান্ত হয় ৷

আরও পড়ুন: "মাঠ ও জীবনে সোজা খেলতে শিখিয়েছেন", আচরেকরকে শ্রদ্ধার্ঘ্য সচিনের

উল্লেখ্য, চলতি অস্ট্রেলিয়া সফরে তৃতীয় দিনে দু'-দু'বার আম্পায়ার্স কল আইনের সুবিধা পেয়ে গুরুত্বপূর্ণ উইকেট বাঁচিয়েছে অস্ট্রেলিয়া ৷ জশপ্রিত বুমরার তৃতীয় ওভারে এলবিডব্লু হয়েও বেঁচে যান জো বার্নস ৷ পরে মহম্মদ সিরাজ়ের বলে ক্যাচ আউট হয়েও আম্পায়ার্সে কল সিদ্ধান্তে মাঠে থেকে যান মার্নাস ল্যাবুশানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.