সিডনি, 24 নভেম্বর : রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতি ভারতীয় দলে বিশাল বড় ফাঁক তৈরি করবে ৷ তবে তাঁদের জায়গায় চাপের মুহূর্তে ম্য়াচ সামলানোর মত খেলোয়াড় ভারতীয় দলে রয়েছেন ৷ এমনটাই মত স্টিভ স্মিথের ৷ রোহিত শর্মা বর্তমানে তাঁর হ্য়ামস্ট্রিংয়ে চোটের জন্য় দলের বাইরে ৷ তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান’ডে ও টি-20 সিরিজ়ে দলের বাইরে রাখা হয়েছে ৷ তবে প্রথম টেস্টের আগে তিনি সুস্থ হবেন কি না তা নিয়েও সংশয় রয়েছে ৷ অন্য়দিকে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি অ্য়াডিলেডে প্রথম টেস্ট খেলার পর দেশে ফিরে আসবেন ৷
এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্মিথ বলেন, রোহিত শর্মা যে সাদা বলের ক্রিকেটে একজন সেরা ক্রিকেটার তা তিনি গত কয়েক বছরে বহুবার প্রমাণ করেছেন ৷ ফলে তাঁর অনুপস্থিতি ভারতীয় দলে বড় ফাঁক তৈরি করবে সেটা স্বাভাবিক ৷ তবে স্মিথের মতে, ভারতীয় দলের একটা বৈশিষ্ট্য হল তাদের দলের রোহিতের বিকল্প হিসেবে একাধিক উচ্চমানের ব্য়াটসম্য়ান রয়েছেন, যাঁরা প্রয়োজনে ম্য়াচ বের করে নিয়ে যেতে পারে ৷ সেই প্রসঙ্গেই ময়ঙ্ক আগরওয়াল এবং কে এল রাহুলের IPL-এ ফর্মের কথা তুলে ধরেন স্মিথ ৷ তিনি বলেন, IPL-এ ময়ঙ্ক আগরওয়াল এবং কে এল রাহুল টপ অর্ডারে বিধ্বংসী ব্য়াটিং করেছিলেন ৷ ফলে ভারতীয় দলে বড় কোনও ফাঁক তৈরি হলেও তা পূরণের জন্য় অনেক খেলোয়াড় এগিয়ে আসবে ৷ এমনকী টেস্ট সিরিজ়ের শেষ তিন ম্য়াচে কোহলির অনুপস্থিতির ক্ষেত্রেও একই সুবিধা ভারতীয় দলে রয়েছে ৷ তিনি বলেন, কোহলি শেষ তিন টেস্টে না থাকলেও অনেক বড় ক্রিকেটার রয়েছেন যাঁরা সেই জায়গায় খেলার যোগ্য়তা রাখেন ৷ বিরাট গত কয়েক বছরে সব ধরনের ক্রিকেটে যে প্রদর্শন করেছে, তাতেই প্রমাণিত তিনি কত বড় মাপের একজন ক্রিকেটার ৷ তবে, তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলে এমন অনেকে রয়েছেন যাঁরা সেই অভাবটা পূরণ করতে সক্ষম ৷
অন্য়দিকে ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরের সময় স্টিভ স্মিথ বল বিকৃতির অভিযোগে মাঠের বাইরে ছিলেন ৷ সেই সিরিজ়ে না খেলতে পারায় এবার তিনি অতিরিক্ত খিদে নিয়ে মাঠে নামবেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ এ নিয়ে স্টিভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা তাঁকে কতটা ক্ষুধার্ত করে তুলবে রান করার জন্য় ৷ তবে সব প্রতিপক্ষের বিরুদ্ধেই তিনি মাঠে নেমে ভালো খেলতে পছন্দ করেন এবং মাঠের বাইরে থেকে প্রতিপক্ষের কাছে নিজেদের হার দেখাটা সবচেয়ে কঠিন বলে মনে করেন স্মিথ ৷ বিশেষ করে সেই দলের বিরুদ্ধে যাঁদের বিরুদ্ধে তিনি ভালো খেলে এসেছেন ৷ তিনি স্বীকার করেছেন, অধিনায়ক টিম পেইনের দলের 1-2 এ সিরিজ় হার দেখাটা খুবই কষ্টকর ছিল তাঁর কাছে ৷ ফলে আসন্ন অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ় অনেক বেশি উত্তেজক হতে চলেছে তা বলাইবাহুল্য় ৷