ETV Bharat / sports

গাভাসকর বললেন, ‘‘দায়িত্বজ্ঞানহীন,’’ অনুশোচনা নেই রোহিতের - গাব্বা টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া

গাব্বায় প্রথম ইনিংসে 369 রান বোর্ডে তোলে অস্ট্রেলিয়া ৷ জবাবে ভারতীয় ব্যাটিংয়ের মুখ হয়ে উঠছিলেন রোহিত ৷ ওপেনার শুভমন গিল শুরুতেই ফিরে গেলেও সাবলীলভাবে খেলছিলেন রোহিত ৷ অন্যপ্রান্তে যোগ্য সংগত দিচ্ছিলেন চেতেশ্বর পূজারা ৷ তখনই নাথন লায়নের বল স্টেপ আউট করে মারতে গিয়ে লং অনে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত ৷

অনুশোচনা নেই রোহিতের
অনুশোচনা নেই রোহিতের
author img

By

Published : Jan 16, 2021, 7:10 PM IST

ব্রিসবেন, 16 জানুয়ারি : সিডনির পর ব্রিসবেন ৷ নিজের হাতে উইকেট ছুড়ে দেওয়ার অ্যাকশন রিপ্লে করলেন রোহিত শর্মা ৷ ক্রিজে সেট হয়ে যাওয়ার পরও অবলীলায় নিজের উইকেট ছুড়ে দিয়ে এলেন তিনি ৷ দেখে মনে হল, কোনও অজ়ি বোলার নয়, রোহিত নিজেই নিজেকে আউট করলেন ৷ তবে তা নিয়ে অনুশোচনা নেই ভারতের সহ অধিনায়কের ৷

তৃতীয় টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডেও একই ছবি দেখা গিয়েছিল ৷ সেট হয়ে যাওয়ার পর ভুল শট নির্বাচন করে অবলীলায় নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন তিনি ৷ আজ ব্রিসবেনেও একই ঘটনার পুনরাবৃত্তি করলেন ভারতের হিটম্যান ৷ তাঁর এই কাণ্ড দেখে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর রোহিতকে দায়িত্বজ্ঞানহীন বলেন ৷ তবে সেসব মন্তব্যে কান দিতে নারাজ রোহিত ৷ দিনের শেষে সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিলেন আউট নিয়ে তিনি অনুশোচনা করতে রাজি নন ৷

গাব্বায় প্রথম ইনিংসে 369 রান বোর্ডে তোলে অস্ট্রেলিয়া ৷ জবাবে ভারতীয় ব্যাটিংয়ের মুখ হয়ে উঠছিলেন রোহিত ৷ ওপেনার শুভমন গিল শুরুতেই ফিরে গেলেও সাবলীলভাবে খেলছিলেন রোহিত ৷ অন্যপ্রান্তে যোগ্য সংগত দিচ্ছিলেন চেতেশ্বর পূজারা ৷ তখনই নাথন লায়নের বল স্টেপ আউট করে মারতে গিয়ে লং অনে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত ৷

আরও পড়ুন :- ক্যাচ না সিরিজ় ফেললেন রাহানে ?

ক্রিজে রোহিতের ব্যাটিং দেখে অনেকেই আশা করেছিলেন লম্বা ইনিংস গড়ার পথেই যাচ্ছেন ৷ কিন্তু সবাইকে অবাক করে খারাপ শট খেলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি ৷ তবে এই প্রসঙ্গে রোহিতের বক্তব্য, ‘‘ আমি ঠিক জায়গাতেই পৌঁছে গিয়েছিলাম ৷ তবে বল ঠিকভাবে ব্যাটের সঙ্গে কানেক্ট হয়নি ৷ পিচে বাউন্স থাকায়, বল ব্যাটে আসছিল ভালোভাবে ৷ আমি তো এমনই ভালোবাসি ৷ ব্যাট করতে নেমে সেট হয়ে যাওয়ার পর এইভাবে আউট হওয়া খুবই দুর্ভাগ্যজনক ৷ তবে এই নিয়ে আমার কোনও অনুশোচনা নেই ৷ বোলারদের উপর চাপ সৃষ্টি করাই আমার লক্ষ্য ছিল ৷’’

আরও পড়ুন :- "দায়িত্বজ্ঞানহীন শট", রোহিতের আউটে ক্ষুব্ধ সানি

ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন বেশ কঠিন পরীক্ষার মুখে ভারতের ব্যাটিং লাইন আপ ৷ চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের থেকে লম্বা ইনিংস প্রয়োজন । কারণ তাঁদের পর ভারতের মিডল অর্ডার সামলাবেন ময়াঙ্ক আগরওয়াল ৷ কিন্তু চলতি সিরিজ়ে একেবারেই ছন্দে নেই তিনি ৷

ব্রিসবেন, 16 জানুয়ারি : সিডনির পর ব্রিসবেন ৷ নিজের হাতে উইকেট ছুড়ে দেওয়ার অ্যাকশন রিপ্লে করলেন রোহিত শর্মা ৷ ক্রিজে সেট হয়ে যাওয়ার পরও অবলীলায় নিজের উইকেট ছুড়ে দিয়ে এলেন তিনি ৷ দেখে মনে হল, কোনও অজ়ি বোলার নয়, রোহিত নিজেই নিজেকে আউট করলেন ৷ তবে তা নিয়ে অনুশোচনা নেই ভারতের সহ অধিনায়কের ৷

তৃতীয় টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডেও একই ছবি দেখা গিয়েছিল ৷ সেট হয়ে যাওয়ার পর ভুল শট নির্বাচন করে অবলীলায় নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন তিনি ৷ আজ ব্রিসবেনেও একই ঘটনার পুনরাবৃত্তি করলেন ভারতের হিটম্যান ৷ তাঁর এই কাণ্ড দেখে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর রোহিতকে দায়িত্বজ্ঞানহীন বলেন ৷ তবে সেসব মন্তব্যে কান দিতে নারাজ রোহিত ৷ দিনের শেষে সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিলেন আউট নিয়ে তিনি অনুশোচনা করতে রাজি নন ৷

গাব্বায় প্রথম ইনিংসে 369 রান বোর্ডে তোলে অস্ট্রেলিয়া ৷ জবাবে ভারতীয় ব্যাটিংয়ের মুখ হয়ে উঠছিলেন রোহিত ৷ ওপেনার শুভমন গিল শুরুতেই ফিরে গেলেও সাবলীলভাবে খেলছিলেন রোহিত ৷ অন্যপ্রান্তে যোগ্য সংগত দিচ্ছিলেন চেতেশ্বর পূজারা ৷ তখনই নাথন লায়নের বল স্টেপ আউট করে মারতে গিয়ে লং অনে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত ৷

আরও পড়ুন :- ক্যাচ না সিরিজ় ফেললেন রাহানে ?

ক্রিজে রোহিতের ব্যাটিং দেখে অনেকেই আশা করেছিলেন লম্বা ইনিংস গড়ার পথেই যাচ্ছেন ৷ কিন্তু সবাইকে অবাক করে খারাপ শট খেলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি ৷ তবে এই প্রসঙ্গে রোহিতের বক্তব্য, ‘‘ আমি ঠিক জায়গাতেই পৌঁছে গিয়েছিলাম ৷ তবে বল ঠিকভাবে ব্যাটের সঙ্গে কানেক্ট হয়নি ৷ পিচে বাউন্স থাকায়, বল ব্যাটে আসছিল ভালোভাবে ৷ আমি তো এমনই ভালোবাসি ৷ ব্যাট করতে নেমে সেট হয়ে যাওয়ার পর এইভাবে আউট হওয়া খুবই দুর্ভাগ্যজনক ৷ তবে এই নিয়ে আমার কোনও অনুশোচনা নেই ৷ বোলারদের উপর চাপ সৃষ্টি করাই আমার লক্ষ্য ছিল ৷’’

আরও পড়ুন :- "দায়িত্বজ্ঞানহীন শট", রোহিতের আউটে ক্ষুব্ধ সানি

ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন বেশ কঠিন পরীক্ষার মুখে ভারতের ব্যাটিং লাইন আপ ৷ চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের থেকে লম্বা ইনিংস প্রয়োজন । কারণ তাঁদের পর ভারতের মিডল অর্ডার সামলাবেন ময়াঙ্ক আগরওয়াল ৷ কিন্তু চলতি সিরিজ়ে একেবারেই ছন্দে নেই তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.