ETV Bharat / sports

এক নেপথ্য নায়কের হাত ধরে মেলবোর্নে স্বপ্ন সফর বিরাটহীন ভারতের - অধিনায়ক হিসাবে সফল রাহানে

নামের পাশে সি লেখা । দায়িত্ব ছিল অনেক । পরিস্থিতি ছিল না তাঁর অনুকূলে । তবু যেন ঘুরে দাঁড়ানোর নাম অজিঙ্ক রাহানে ।

rahane
rahane
author img

By

Published : Dec 27, 2020, 2:22 PM IST

Updated : Dec 27, 2020, 4:33 PM IST

মেলবোর্ন, 27 ডিসেম্বর : পুরোনো ছন্দে, পুরোনো ফর্মে, পুরনো মেজাজে মেলবোর্নে অজিঙ্ক রাহানে । যে রাহানেকে দেখতে সমর্থকরা উৎসুক হয়ে ছিল, লজ্জার হারের পর যে রাহানের উপর অনেক ভরসা করে অধিনায়কত্বের ব্যাটন ধরিয়ে কোহলি দেশে ফিরেছেন- কঠিন পরিস্থিতিতে এবার নিজের জাত চেনালেন সেই রাহানে । বহু অসফল ইনিংস, দলে জায়গা করা নিয়ে বহু প্রশ্ন, রান না পাওয়া সত্ত্বেও কতদিন আর সুযোগ দেওয়া হবে তাঁকে । সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য যেন অপেক্ষা করেছিল আজকের ইনিংসটা ।

প্রথম ম্যাচে লজ্জার হার, টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর । চোটে জর্জরিত দল। দ্বিতীয় ম্যাচ থেকে অধিনায়ক কোহলি অনুপস্থিত । সব দায়িত্ব এসে পড়ল, 3 নম্বর সাদা জার্সির উপর । যখনই দলের হয়ে ডাক পড়েছে, যে কোনও চ্যলেঞ্জ নিতে প্রস্তুত তিনি । অভিষেক করা দুই তরুণ খেলোয়াড়কে নিয়ে মাঠে নামলেন । শুরুতেই হারলেন টস । ফিল্ডিং-এ যেন রূপকথার ক্যাপ্টেনসি করলেন । সব বোলিং পরিবর্তনই যেন সফল । বেছে বেছে মাঠের এমন জায়গায় ফিল্ডিং সাজালেন, যেখান থেকে এল ক্যাচ । মাত্র 195 রানে প্রথম দিনে গুটিয়ে গেল অজ়ি ইনিংস । শিরোনামে ভারতীয় বোলিং । শিরোনামে অধিনায়কত্বের জন্য শান্ত স্বভাবের ছেলেটা । প্রথম ইনিংস শেষে মাঠ ছাড়ার সময় এগিয়ে দিলেন অভিষেকে দুই উইকেট নেওয়া সিরাজ়কে ।

দ্বিতীয় দিনে মাঠে নামল ভারত । অভিষেকে ভালো ব্যাটিং করা গিল ফিরলেন । স্কোর বোর্ডে 61 রান এবং উইকেটের কলামে সংখ্যা 2 । নিজের পরিচিত 5 নম্বর ছেড়ে 4-এ নামলেন জিঙ্কস । আশা ছিল ব্যাটিং স্তম্ভ পূজারার সঙ্গ লম্বা পার্টনারশিপের । গিলের আউটের কিছু বলের মধ্যে ফিরে গেলেন পূজারাও । সমর্থকদের সামনে যেন ঘনিয়ে আসছিল অ্যাডিলেডের দুঃস্বপ্নময় ব্যাটিং বিপর্যয় । একে একে প্যাভিলিয়নে ফিরে গেলেন বিহারি-পান্থ । তবু অপর দিকে মাঠ ছাড়তে নারাজ আই পি এলের বহু ম্যাচ বসে থাকা রাহানে । হ্যাজ়েলহুড, স্টার্ক, কামিন্সের দুরন্ত বোলিং, শান্তভাবে নিজের ছন্দে খেলে গেলেন তিনি । অনেক কিছু যেন প্রমাণ করার ছিল তাঁর । একে একে অর্ধশতরান, তারপর শতরান । হেলমেট খুলে ব্যাট তুললেন ভারতীয় অধিনায়ক । নেই কোনও উল্লাস । এখনও অনেকটা পথ চলা বাকি । দলকে বড় রানে পৌছানোর দায়িত্ব যে তাঁরই কাঁধে, সেটা তার কাছে অজানা নয় । দিনের শেষে অপরাজিত থাকলেন 104 রানে ।

আরও পড়ুন : রাহানের শতরান, মেলবোর্নে বড় রানের দিকে ভারত

2003-04 সালের অস্ট্রেলিয়া দলকে বুক চিতিয়ে যোগ্য জবাব দিয়ে এসেছিল সৌরভ ব্রিগেড । তৎকালীন অস্ট্রেলিয়ার বিজয়রথ থামিয়ে সৌরভ দেখাতে শুরু করেছিলেন এক স্বপ্ন । তবে সেই সিরিজ়ে ক্যাপ্টেন 'দাদা' পেয়েছিলেন সচিন, লক্ষ্মণ, দ্রাবিড়, সহবাগদের। আজ কোহলি-রোহিত-শামি-ইশান্ত-বিহীন ভারত যেন বড় অসহায় । পূজারা-রাহানে ছাড়া নেই কোনও বড় মুখ । তার উপর গত ম্যাচে ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসের লজ্জাজনক ব্যাটিং নিদর্শন । রাহানের শতরান যেন আবারও নতুন করে স্বপ্নের উড়ানে পা রাখা । গত ম্যাচে মুষড়ে পড়েও তরুণ দলের চোখে একরাশ স্বপ্ন । সেই দলকে হয়তো এইভাবেই ঘুরে দাঁড়ানোর রসদ জোগালেন, এমন একজন, যিনি নেপথ্য নায়ক হিসেবেই থাকতে অভ্যস্ত ।

মেলবোর্ন, 27 ডিসেম্বর : পুরোনো ছন্দে, পুরোনো ফর্মে, পুরনো মেজাজে মেলবোর্নে অজিঙ্ক রাহানে । যে রাহানেকে দেখতে সমর্থকরা উৎসুক হয়ে ছিল, লজ্জার হারের পর যে রাহানের উপর অনেক ভরসা করে অধিনায়কত্বের ব্যাটন ধরিয়ে কোহলি দেশে ফিরেছেন- কঠিন পরিস্থিতিতে এবার নিজের জাত চেনালেন সেই রাহানে । বহু অসফল ইনিংস, দলে জায়গা করা নিয়ে বহু প্রশ্ন, রান না পাওয়া সত্ত্বেও কতদিন আর সুযোগ দেওয়া হবে তাঁকে । সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য যেন অপেক্ষা করেছিল আজকের ইনিংসটা ।

প্রথম ম্যাচে লজ্জার হার, টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর । চোটে জর্জরিত দল। দ্বিতীয় ম্যাচ থেকে অধিনায়ক কোহলি অনুপস্থিত । সব দায়িত্ব এসে পড়ল, 3 নম্বর সাদা জার্সির উপর । যখনই দলের হয়ে ডাক পড়েছে, যে কোনও চ্যলেঞ্জ নিতে প্রস্তুত তিনি । অভিষেক করা দুই তরুণ খেলোয়াড়কে নিয়ে মাঠে নামলেন । শুরুতেই হারলেন টস । ফিল্ডিং-এ যেন রূপকথার ক্যাপ্টেনসি করলেন । সব বোলিং পরিবর্তনই যেন সফল । বেছে বেছে মাঠের এমন জায়গায় ফিল্ডিং সাজালেন, যেখান থেকে এল ক্যাচ । মাত্র 195 রানে প্রথম দিনে গুটিয়ে গেল অজ়ি ইনিংস । শিরোনামে ভারতীয় বোলিং । শিরোনামে অধিনায়কত্বের জন্য শান্ত স্বভাবের ছেলেটা । প্রথম ইনিংস শেষে মাঠ ছাড়ার সময় এগিয়ে দিলেন অভিষেকে দুই উইকেট নেওয়া সিরাজ়কে ।

দ্বিতীয় দিনে মাঠে নামল ভারত । অভিষেকে ভালো ব্যাটিং করা গিল ফিরলেন । স্কোর বোর্ডে 61 রান এবং উইকেটের কলামে সংখ্যা 2 । নিজের পরিচিত 5 নম্বর ছেড়ে 4-এ নামলেন জিঙ্কস । আশা ছিল ব্যাটিং স্তম্ভ পূজারার সঙ্গ লম্বা পার্টনারশিপের । গিলের আউটের কিছু বলের মধ্যে ফিরে গেলেন পূজারাও । সমর্থকদের সামনে যেন ঘনিয়ে আসছিল অ্যাডিলেডের দুঃস্বপ্নময় ব্যাটিং বিপর্যয় । একে একে প্যাভিলিয়নে ফিরে গেলেন বিহারি-পান্থ । তবু অপর দিকে মাঠ ছাড়তে নারাজ আই পি এলের বহু ম্যাচ বসে থাকা রাহানে । হ্যাজ়েলহুড, স্টার্ক, কামিন্সের দুরন্ত বোলিং, শান্তভাবে নিজের ছন্দে খেলে গেলেন তিনি । অনেক কিছু যেন প্রমাণ করার ছিল তাঁর । একে একে অর্ধশতরান, তারপর শতরান । হেলমেট খুলে ব্যাট তুললেন ভারতীয় অধিনায়ক । নেই কোনও উল্লাস । এখনও অনেকটা পথ চলা বাকি । দলকে বড় রানে পৌছানোর দায়িত্ব যে তাঁরই কাঁধে, সেটা তার কাছে অজানা নয় । দিনের শেষে অপরাজিত থাকলেন 104 রানে ।

আরও পড়ুন : রাহানের শতরান, মেলবোর্নে বড় রানের দিকে ভারত

2003-04 সালের অস্ট্রেলিয়া দলকে বুক চিতিয়ে যোগ্য জবাব দিয়ে এসেছিল সৌরভ ব্রিগেড । তৎকালীন অস্ট্রেলিয়ার বিজয়রথ থামিয়ে সৌরভ দেখাতে শুরু করেছিলেন এক স্বপ্ন । তবে সেই সিরিজ়ে ক্যাপ্টেন 'দাদা' পেয়েছিলেন সচিন, লক্ষ্মণ, দ্রাবিড়, সহবাগদের। আজ কোহলি-রোহিত-শামি-ইশান্ত-বিহীন ভারত যেন বড় অসহায় । পূজারা-রাহানে ছাড়া নেই কোনও বড় মুখ । তার উপর গত ম্যাচে ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসের লজ্জাজনক ব্যাটিং নিদর্শন । রাহানের শতরান যেন আবারও নতুন করে স্বপ্নের উড়ানে পা রাখা । গত ম্যাচে মুষড়ে পড়েও তরুণ দলের চোখে একরাশ স্বপ্ন । সেই দলকে হয়তো এইভাবেই ঘুরে দাঁড়ানোর রসদ জোগালেন, এমন একজন, যিনি নেপথ্য নায়ক হিসেবেই থাকতে অভ্যস্ত ।

Last Updated : Dec 27, 2020, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.