ETV Bharat / sports

পন্থ জানতোই না স্মিথ ওঁর গার্ড মুছে দিয়েছে : রাঠোর

সাংবাদিক বৈঠকে বিক্রম রাঠোরকে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা এই ঘটনা সম্পর্কে জানতামও না । ম্য়াচ শেষে, এমনকি সংবাদমাধ্য়মে বিষয়টি দেখানো হলে আমরা জানতে পারি। এমনকি ব্য়াটসম্য়ান হিসেবে ঋষভও তা বুঝতে পারেননি। আমি এ নিয়ে কোনও মন্তব্য় করবো না । কারণ এটার কোনও গুরুত্ব নেই। এমনকি ঋষভ নিজেও বিষয়টি জানতো না ।"

pant-wasnt-even-aware-smith-removed-his-guard-rathour
পন্থ জানতোই না, যে স্মিথ ওঁর গার্ড মুছে দিয়েছে : বিক্রম রাঠোর
author img

By

Published : Jan 14, 2021, 7:49 PM IST

ব্রিসবেন, 14 জানুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের শেষদিন ঋষভ পন্থের ব্য়াটিং গার্ড জুতোর স্পাইক দিয়ে মুছে দিয়েছিলেন স্টিভ স্মিথ । সেই ছবি সংবাদ মাধ্য়ম থেকে সোশ্য়াল মিডিয়া সর্বত্র ছড়িয়ে পড়েছে। যার জন্য় সমালোচনার মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ান ব্য়াটসম্য়ান। তবে, যাঁর ব্য়াটিং গার্ড স্পাইক দিয়ে স্টিভ মুছে দিয়েছিলেন স্মিথ, সেই ঋষভ কিন্তু তা বুঝতেই পারেননি । আজ ব্রিসবেনে চতুর্থ টেস্টের আগে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ভারতীয় ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর ।

সাংবাদিক বৈঠকে বিক্রম রাঠোরকে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা এই ঘটনা সম্পর্কে জানতামও না । ম্য়াচ শেষে, এমনকি সংবাদমাধ্য়মে বিষয়টি দেখানো হলে আমরা জানতে পারি। এমনকি ব্য়াটসম্য়ান হিসেবে ঋষভও তা বুঝতে পারেননি। আমি এ নিয়ে কোনও মন্তব্য় করবো না । কারণ এটার কোনও গুরুত্ব নেই। এমনকি ঋষভ নিজেও বিষযটি জানতো না ।"

আরও পড়ুন : গাভাসকর নিজের মত পোষণ করেছেন, আমাদের কিছু করার নেই : পেইন

পাশাপাশি তৃতীয় টেস্টে স্টিভ স্মিথের ফর্মে ফেরা নিয়েও এদিন বক্তব্য় রাখেন ভারতীয় ব্য়াটিং কোচ। তিনি বলেন, আমরা সবাই জানি স্মিথ একজন খুব ভালো খেলোয়াড়। আমাদের বোলারা তাঁর বিরুদ্ধে একটি পরিকল্পনা নিয়ে বোলিং করেছিল। এমনকি অন্য়ান্য় সব ব্য়াটসম্য়ানদের বিরুদ্ধেই আলাদা পরিকল্পনা ছিল। তাঁরা সেই মত তাঁদের কাজ করেছে। কিন্তু, শেষ ম্য়াচে স্মিথ খুব ভালো খেলেছে এবং রানও করেছে। তবে, আমাদের বোলাররা নিজেদের পরিকল্পনা মতোই বল করেছ গেছে। এমনকি সেই পরিকল্পনাতে অবিচল থেকে স্মিথকে আউট করার চেষ্টা করবে।

ব্রিসবেন, 14 জানুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের শেষদিন ঋষভ পন্থের ব্য়াটিং গার্ড জুতোর স্পাইক দিয়ে মুছে দিয়েছিলেন স্টিভ স্মিথ । সেই ছবি সংবাদ মাধ্য়ম থেকে সোশ্য়াল মিডিয়া সর্বত্র ছড়িয়ে পড়েছে। যার জন্য় সমালোচনার মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ান ব্য়াটসম্য়ান। তবে, যাঁর ব্য়াটিং গার্ড স্পাইক দিয়ে স্টিভ মুছে দিয়েছিলেন স্মিথ, সেই ঋষভ কিন্তু তা বুঝতেই পারেননি । আজ ব্রিসবেনে চতুর্থ টেস্টের আগে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ভারতীয় ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর ।

সাংবাদিক বৈঠকে বিক্রম রাঠোরকে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা এই ঘটনা সম্পর্কে জানতামও না । ম্য়াচ শেষে, এমনকি সংবাদমাধ্য়মে বিষয়টি দেখানো হলে আমরা জানতে পারি। এমনকি ব্য়াটসম্য়ান হিসেবে ঋষভও তা বুঝতে পারেননি। আমি এ নিয়ে কোনও মন্তব্য় করবো না । কারণ এটার কোনও গুরুত্ব নেই। এমনকি ঋষভ নিজেও বিষযটি জানতো না ।"

আরও পড়ুন : গাভাসকর নিজের মত পোষণ করেছেন, আমাদের কিছু করার নেই : পেইন

পাশাপাশি তৃতীয় টেস্টে স্টিভ স্মিথের ফর্মে ফেরা নিয়েও এদিন বক্তব্য় রাখেন ভারতীয় ব্য়াটিং কোচ। তিনি বলেন, আমরা সবাই জানি স্মিথ একজন খুব ভালো খেলোয়াড়। আমাদের বোলারা তাঁর বিরুদ্ধে একটি পরিকল্পনা নিয়ে বোলিং করেছিল। এমনকি অন্য়ান্য় সব ব্য়াটসম্য়ানদের বিরুদ্ধেই আলাদা পরিকল্পনা ছিল। তাঁরা সেই মত তাঁদের কাজ করেছে। কিন্তু, শেষ ম্য়াচে স্মিথ খুব ভালো খেলেছে এবং রানও করেছে। তবে, আমাদের বোলাররা নিজেদের পরিকল্পনা মতোই বল করেছ গেছে। এমনকি সেই পরিকল্পনাতে অবিচল থেকে স্মিথকে আউট করার চেষ্টা করবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.