সিডনি, 30 নভেম্বর : ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চালাকালীন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব । সিডনির গ্যালারির সেই ভিডিয়ো এখন ভাইরাল । দু'জনের এমন কীর্তি দেখে হাততালিতে ফেটে পড়ল গোটা গ্যালারি । উৎসাহ দিলেন ক্রিকেটাররাও ।
সিডনি গ্রাউন্ডে রবিবার ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ চলছে । দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত । টানটান উত্তেজনা । আচমকা গ্যালারির পাশের বড় স্ক্রিনে ভেসে উঠল দু'জনের ছবি । ম্যাচ ছেড়ে ক্যামেরার ফোকাস তখন নীল জার্সি পরা এক যুবক ও হলুদ জার্সি পরা এক যুবতির দিকে । যুবক ভারতীয়, যুবতি অস্ট্রেলিয়ার বাসিন্দা । দু'জনেই এসেছেন নিজের নিজের দেশের হয়ে গলা ফাটাতে । আচমকা যুবক তাঁর অস্ট্রেলীয় বান্ধবীর সামনে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন । হতচকিত যুবতি কী করবেন ভাবছিলেন । সারা গ্যালারির চোখ তখন মাঠ থেকে তাঁদের দিকে । কমেন্টেটররাও মাইক হাতে বলছেন, "উনি কি হ্যাঁ বলবেন?"
-
India Supporter Proposes To Australia Fan During 2nd ODI. #AUSvsIND pic.twitter.com/yxJax1emQW
— Ashish Sahani (@AshishCupid11) November 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India Supporter Proposes To Australia Fan During 2nd ODI. #AUSvsIND pic.twitter.com/yxJax1emQW
— Ashish Sahani (@AshishCupid11) November 29, 2020India Supporter Proposes To Australia Fan During 2nd ODI. #AUSvsIND pic.twitter.com/yxJax1emQW
— Ashish Sahani (@AshishCupid11) November 29, 2020
কয়েক সেকেন্ড । ভারতীয় প্রেমিকের প্রস্তাবে রাজি হয়ে যান অস্ট্রেলীয় যুবতী । হাততালিতে ফেটে পড়ে গোটা সিডনি গ্রাউন্ড । হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানান অস্ট্রেলীয় ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলও ।