মেলবোর্ন, 30 ডিসেম্বর : অস্ট্রেলিয়ান তারকারা রাহানের অধিনায়কত্বের প্রসংশায় পঞ্চমুখ । যা শুনে আপ্লুত ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর ।
প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর নির্ধারিত সূচি অনুযায়ী পিতৃত্বকালীন ছুটিতে ভারতে ফিরে আসেন বিরাট কোহলি । সেই অবস্থায় চোট সম্বলিত দলের দায়িত্ব এসে পড়ে অজিঙ্কা রাহানের উপর । দলে একাধিক পরিবর্তনের পর, লজ্জাজনক হার থেকে টিমকে তুলে আনা সহজ ছিল না রাহানের জন্য । সেখান থেকে দ্বিতীয় টেস্টে আট উইকেটে জিতে সিরিজ়ে ফিরে আসা, দলের কৃতিত্বের সাথে বহু জায়গায় প্রশংসিত রাহানের অধিনায়কত্ব এবং অধিনায়কোচিত শতরান ।
এই নিয়ে গাভাসকর বলেন, রাহানে দ্বিতীয় টেস্টে দলকে যে ভাবে নেতৃত্ব দিয়েছেন কমেন্ট্রি বক্সে থাকা অস্ট্রেলিয়ান তারকারা তার খুবই প্রশংসা করেছেন । তিনি বলেন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, মাইক হাসি, শেন ওয়ার্নের মতো লেজেন্ডদের রাহানের অধিনায়কত্বের প্রসংশা করা এটা প্রমাণ করে কতটা ভালো অধিনায়ত্ব তিনি করেছেন । এই প্রশংসা শুনে আপ্লুত এবং গর্বিত লিটল মাস্টার ।
তবে বিরাট ফিরে এলে তাঁর জন্য রাহানের জায়গা ছেড়ে দেওয়া উচিত । এই ব্যাপারে তিনি বলেন, যে কোনও সময়ই কারোর পরিবর্ত হিসাবে অন্য কেউ দলে দায়িত্ব পেলে তার অনেক কিছু প্রমাণ করার থাকে এবং সে নিজের সেরাটা দেয় । কিন্ত দলে স্বাভাবিক ছন্দে পুরানো খেলোয়াড় ফিরে এলে তাঁর জন্য জায়গা করে দেওয়া উচিত পরিবর্তে আসা খেলোয়াড়ের ।
এই হারের পর অস্ট্রেলিয়া দল চাপে থাকবে বলে মনে করেন সানি । তিনি বলেন, অজ়ি দল একবার জয় দিয়ে শুরু করলে সিরিজ় জেতে ফেরে । সেই ব্যাপারে চাপ থাকবে তাদের । প্রথম ম্যাচের পর অনেক অজ়ি তারকা 4-0 তে অস্ট্রেলিয়ার জেতার কথা বলেছিলেন । কিন্তু ভারত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় বলে মনে করেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক ।
আরও পড়ুন : অভিষেকেই জাত চিনিয়েছে গিল, সিরাজ : রাহানে
ভারতীয় বোলারদের প্রশংসা করে তিনি বলেন, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সেভাবে হাত খোলার সুযোগ দেয়নি ভারতীয় বোলাররা । অন্যদিকে অজ়ি দলের পঞ্চম বোলারের খামতি পূরণের কথা বলেন তিনি । ভারতীয়দের ওপেনিং সমস্যার দিকে আলোকপাত করতে বলেন গাভাসকর ।
অ্যাডিলেডের এক ঘণ্টা ব্যাটিং বিপর্যয় বাদ দিয়ে দল ভালো খেলেছে বলে মনে করেন তিনি । অভিষেকে শুভমন গিল নজর কেড়েছেন সবার । এই বিষয়ে তাঁর মন্তব্য, যে ধৈর্য এবং মানসিকতা গিল দেখিয়েছে তাতে প্রমাণ হয় ভারতীয় দল ভবিষ্যতে এক উজ্জ্বল ক্রিকেটার পেতে চলেছে । এবং অনেকদিন দলে সুযোগ পাবে । তবে তাঁর মতে, গিল আগেও 3 নম্বর বা 4 নম্বরে খেলেছে, সেই হিসাবে ওপেনিং না হলেও তাঁর স্বাচ্ছন্দ্যের জায়গায় তিনি খেলতেই পারেন ।
জাদেজার দলে আসাতে খুশি গাভাসকর । বলেন, জাদেজা দলে বাড়তি ভারসাম্য আনেন ।