ETV Bharat / sports

200 রানে শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস, জিততে ভারতের চাই 70 - boxing day test

200 রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস । ফলে ভারতকে জিততে হলে করতে হবে 70 রান ।

india
india
author img

By

Published : Dec 29, 2020, 7:47 AM IST

মেলবোর্ন, 29 ডিসেম্বর : বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে বুমরার হাত ধরে গ্রিন ও কামিন্সের পার্টনারশিপ ভাঙে ভারত । তারপর আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি । 200 রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস । ফলে জিততে ভারতের চাই 70 রান ।

বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া 6 উইকেট হারিয়ে 133 রান করে মাঠ ছাড়ে । ভারতের থেকে 2 রানে এগিয়ে ছিল তারা । ক্রিজ়ে ক্যামেরুন গ্রিন 17 রানে এবং প্যাট কামিন্স 15 রানে অপরাজিত ছিলেন ।

প্রথম ইনিংসে 195 রানে অজ়ি ব্রিগেডকে অলআউট করে ভারত । এরপর অধিনায়ক রাহানের 112 রানের দৌলতে 10 উইকেটে 326 রান তোলে তারা ।

চতুর্থ দিনের শুরুতে বুমরার হাত ধরে আসে সাফল্য । প্যাট কামিন্স ও গ্রিনের 57 রানের পার্টনারশিপ ভাঙেন তিনি । ব্যক্তিগত 22 রানের মাথায় ময়াঙ্কের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি । এরপর অজ়িদের সম্মানজনক লিডে পৌঁছানোর চেষ্টা করা গ্রিনের উইকেট নেন সিরাজ । জাদেজার হাতে ক্যাচ দেন তিনি । এরপর 185 রানের মাথায় সিরাজের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ডাগআউটের রাস্তা দেখেন লায়ন ।

অস্ট্রেলিয়ার ইনিংস 200 রানে শেষ হয়ে যায়। 45 রান করেন গ্রিন । ওয়েড 40 এবং লাবুশানে 28 রান করেন । ভারতের হয়ে সিরাজ় 3টি উইকেট, জাদেজা, অশ্বিন ও বুমরা 2টি করে উইকেট নেন । উমেশ নেন একটি উইকেট ।

মেলবোর্ন, 29 ডিসেম্বর : বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে বুমরার হাত ধরে গ্রিন ও কামিন্সের পার্টনারশিপ ভাঙে ভারত । তারপর আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি । 200 রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস । ফলে জিততে ভারতের চাই 70 রান ।

বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া 6 উইকেট হারিয়ে 133 রান করে মাঠ ছাড়ে । ভারতের থেকে 2 রানে এগিয়ে ছিল তারা । ক্রিজ়ে ক্যামেরুন গ্রিন 17 রানে এবং প্যাট কামিন্স 15 রানে অপরাজিত ছিলেন ।

প্রথম ইনিংসে 195 রানে অজ়ি ব্রিগেডকে অলআউট করে ভারত । এরপর অধিনায়ক রাহানের 112 রানের দৌলতে 10 উইকেটে 326 রান তোলে তারা ।

চতুর্থ দিনের শুরুতে বুমরার হাত ধরে আসে সাফল্য । প্যাট কামিন্স ও গ্রিনের 57 রানের পার্টনারশিপ ভাঙেন তিনি । ব্যক্তিগত 22 রানের মাথায় ময়াঙ্কের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি । এরপর অজ়িদের সম্মানজনক লিডে পৌঁছানোর চেষ্টা করা গ্রিনের উইকেট নেন সিরাজ । জাদেজার হাতে ক্যাচ দেন তিনি । এরপর 185 রানের মাথায় সিরাজের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ডাগআউটের রাস্তা দেখেন লায়ন ।

অস্ট্রেলিয়ার ইনিংস 200 রানে শেষ হয়ে যায়। 45 রান করেন গ্রিন । ওয়েড 40 এবং লাবুশানে 28 রান করেন । ভারতের হয়ে সিরাজ় 3টি উইকেট, জাদেজা, অশ্বিন ও বুমরা 2টি করে উইকেট নেন । উমেশ নেন একটি উইকেট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.