ETV Bharat / sports

বোলারদের দাপটে তৃতীয় দিনের শেষে ফ্রন্টফুটে ভারত - boxing day test

অস্ট্রেলিয়ার 195 রানের জবাবে প্রথম ইনিংসে 326 রান করল ভারত । প্রথম ইনিংস শেষে ভারত 131 রানে এগিয়ে । তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া 6 উইকেট হারিয়ে 133 রান করেছে ।

ধুঁকছে অস্ট্রেলিয়া
ধুঁকছে অস্ট্রেলিয়া
author img

By

Published : Dec 28, 2020, 7:08 AM IST

Updated : Dec 28, 2020, 1:08 PM IST

মেলবোর্ন, 28 ডিসেম্বর : বক্সিং ডে টেস্টে তৃতীয় দিনে বড় রানের দিকে এগোতে প্রথমেই বাধা ভারতের । গতকালের দুই সেট ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা ফিরে যান আউট হয়ে । রান আউট হয়ে ফেরেন শতরান করা রাহানে । স্টার্ক ফেরান জাদেজাকে ।

মেলবোর্নে আয়োজিত বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে 195 রানে অজ়ি ইনিংস গুটিয়ে দেয় ভারত । দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল 5 উইকেটে 277 রান । ব্যক্তিগত 104 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অজিঙ্ক । জাদেজা অপরাজিত ছিলেন 40 রানে । দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ছিল 82 রানে ।

আজ শুরুতে রান আউট হন রাহানে । হয়ত এভাবে ছাড়া তাঁকে ফেরানো যেত না । 49 রানে ব্যাট করা জাদেজার কার্যত ভুল ডাকে সাড়া দিয়ে রান নিতে গিয়েই সময়ে ক্রিজে পৌঁছাতে পারলেন না ভারতীয় অধিনায়ক । শেষ হয় 112 রানের স্মরণীয় ইনিংস । অধিনায়কোচিত তাঁর এই ইনিংস 12 টি বাউন্ডারি দিয়ে সাজানো । ল্যাবুশানের করা থ্রো থেকে ফিরতে হয় তাঁকে । এরপর জাদেজাকে ফেরান স্টার্ক । ব্যক্তিগত 57 রান করে কামিন্সের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন জাড্ডু ।

আরও পড়ুন : এক নেপথ্য নায়কের হাত ধরে মেলবোর্নে স্বপ্ন সফর বিরাটহীন ভারতের

জাদেজার আউটের পর ধসে যায় লোয়ার অর্ডার । উমেশ যাদব 9 রানে, অশ্বিন 14 রানে এবং বুমরা নিজের খাতা না খুলতে পেরে আউট হন । হ্যাজেলহুডের বলে লায়নের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অশ্বিন । অন্যদিকে উমেশ এবং বুমরা দুজনেই লায়নের শিকার । উমেশ স্মিথের হাতে এবং বুমরা হেডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ।

326 রানে শেষ হয় ভারতীয় ইনিংস । গতকালের পর মাত্র 49 রানে 5 উইকেট হারায় ভারত । অজ়িদের হয়ে 3 টি করে উইকেট নেন স্টার্ক ও লায়ন । প্যাট কামিন্স 2 টি এবং হ্যাজেলহুডের খাতায় আসে একটি উইকেট । ভারতের হয়ে সর্বোচ্চ 112 রান করেন অধিনায়ক রাহানে । এছাড়া জাদেজার 57 রান এবং শুভমনের 45 রান গুরুত্বপূর্ণ । প্রথম ইনিংস শেষে ভারত 131 রানে এগিয়ে ।

উইকেট পেয়ে উচ্ছ্বসিত অশ্বিন
উইকেট পেয়ে উচ্ছ্বসিত অশ্বিন

জবাবে ব্যাটে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া । মাত্র 4 রান করে উমেশ যাদবের বলে পান্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি । এরপর দলের 42 রানের মাথায় ল্যাবুশানেকে প্যাভিলিয়ানে ফেরান অশ্বিন । ব্যক্তিগত 28 রানের মাথায় রাহানের হাতে ক্যাচ দেন তিনি । স্টিভ স্মিথও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি । বুমরার বলে বোল্ড হয়ে 8 রানে ফেরেন তিনি । এরপর ক্রমান্বয়ে উইকেট হারায় অজ়ি বাহিনী । দলের 98 রানের মাথায় 40 রানে খেলতে থাকা ম্যাথু ওয়েডকে প্যাভেলিয়ানের রাস্তা দেখান জাদেজা । দলের একই রানে হেডকে ফেরান অভিষেক করা মহম্মদ সিরাজ় । 17 রান করে ময়াঙ্কের হাতে ক্যাচ দেন তিনি । অস্ট্রেলিয় অধিনায়ক পেইন মাত্র 1 রান করে জাদেজার শিকার হন । পান্থের হাতে ক্যাচ দেন অজ়ি অধিনায়ক ।

তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া 6 উইকেট হারিয়ে 133 রান করেছে । ভারতের থেকে 2 রানে এগিয়ে অজ়ি শিবির । ক্রিজে ক্যামেরুন গ্রিন 17 রানে এবং প্যাট কামিন্স 15 রানে অপরাজিত ।

এর আগে একবারই মাত্র 100 রানের বেশি লিড পেয়ে হেরেছিল ভারত । 2015 সালে । শ্রীলঙ্কার বিরুদ্ধে গল স্টেডিয়ামে 192 রানের লিড নিয়েও হারতে হয়েছিল বিরাটদের । এছাড়াও আর কোনও টেস্টে 100-র বেশি লিড নিয়ে হারেনি ভারত । তাই এই টেস্টে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন রাহানেরা ।

মেলবোর্ন, 28 ডিসেম্বর : বক্সিং ডে টেস্টে তৃতীয় দিনে বড় রানের দিকে এগোতে প্রথমেই বাধা ভারতের । গতকালের দুই সেট ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা ফিরে যান আউট হয়ে । রান আউট হয়ে ফেরেন শতরান করা রাহানে । স্টার্ক ফেরান জাদেজাকে ।

মেলবোর্নে আয়োজিত বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে 195 রানে অজ়ি ইনিংস গুটিয়ে দেয় ভারত । দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল 5 উইকেটে 277 রান । ব্যক্তিগত 104 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অজিঙ্ক । জাদেজা অপরাজিত ছিলেন 40 রানে । দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ছিল 82 রানে ।

আজ শুরুতে রান আউট হন রাহানে । হয়ত এভাবে ছাড়া তাঁকে ফেরানো যেত না । 49 রানে ব্যাট করা জাদেজার কার্যত ভুল ডাকে সাড়া দিয়ে রান নিতে গিয়েই সময়ে ক্রিজে পৌঁছাতে পারলেন না ভারতীয় অধিনায়ক । শেষ হয় 112 রানের স্মরণীয় ইনিংস । অধিনায়কোচিত তাঁর এই ইনিংস 12 টি বাউন্ডারি দিয়ে সাজানো । ল্যাবুশানের করা থ্রো থেকে ফিরতে হয় তাঁকে । এরপর জাদেজাকে ফেরান স্টার্ক । ব্যক্তিগত 57 রান করে কামিন্সের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন জাড্ডু ।

আরও পড়ুন : এক নেপথ্য নায়কের হাত ধরে মেলবোর্নে স্বপ্ন সফর বিরাটহীন ভারতের

জাদেজার আউটের পর ধসে যায় লোয়ার অর্ডার । উমেশ যাদব 9 রানে, অশ্বিন 14 রানে এবং বুমরা নিজের খাতা না খুলতে পেরে আউট হন । হ্যাজেলহুডের বলে লায়নের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অশ্বিন । অন্যদিকে উমেশ এবং বুমরা দুজনেই লায়নের শিকার । উমেশ স্মিথের হাতে এবং বুমরা হেডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ।

326 রানে শেষ হয় ভারতীয় ইনিংস । গতকালের পর মাত্র 49 রানে 5 উইকেট হারায় ভারত । অজ়িদের হয়ে 3 টি করে উইকেট নেন স্টার্ক ও লায়ন । প্যাট কামিন্স 2 টি এবং হ্যাজেলহুডের খাতায় আসে একটি উইকেট । ভারতের হয়ে সর্বোচ্চ 112 রান করেন অধিনায়ক রাহানে । এছাড়া জাদেজার 57 রান এবং শুভমনের 45 রান গুরুত্বপূর্ণ । প্রথম ইনিংস শেষে ভারত 131 রানে এগিয়ে ।

উইকেট পেয়ে উচ্ছ্বসিত অশ্বিন
উইকেট পেয়ে উচ্ছ্বসিত অশ্বিন

জবাবে ব্যাটে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া । মাত্র 4 রান করে উমেশ যাদবের বলে পান্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি । এরপর দলের 42 রানের মাথায় ল্যাবুশানেকে প্যাভিলিয়ানে ফেরান অশ্বিন । ব্যক্তিগত 28 রানের মাথায় রাহানের হাতে ক্যাচ দেন তিনি । স্টিভ স্মিথও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি । বুমরার বলে বোল্ড হয়ে 8 রানে ফেরেন তিনি । এরপর ক্রমান্বয়ে উইকেট হারায় অজ়ি বাহিনী । দলের 98 রানের মাথায় 40 রানে খেলতে থাকা ম্যাথু ওয়েডকে প্যাভেলিয়ানের রাস্তা দেখান জাদেজা । দলের একই রানে হেডকে ফেরান অভিষেক করা মহম্মদ সিরাজ় । 17 রান করে ময়াঙ্কের হাতে ক্যাচ দেন তিনি । অস্ট্রেলিয় অধিনায়ক পেইন মাত্র 1 রান করে জাদেজার শিকার হন । পান্থের হাতে ক্যাচ দেন অজ়ি অধিনায়ক ।

তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া 6 উইকেট হারিয়ে 133 রান করেছে । ভারতের থেকে 2 রানে এগিয়ে অজ়ি শিবির । ক্রিজে ক্যামেরুন গ্রিন 17 রানে এবং প্যাট কামিন্স 15 রানে অপরাজিত ।

এর আগে একবারই মাত্র 100 রানের বেশি লিড পেয়ে হেরেছিল ভারত । 2015 সালে । শ্রীলঙ্কার বিরুদ্ধে গল স্টেডিয়ামে 192 রানের লিড নিয়েও হারতে হয়েছিল বিরাটদের । এছাড়াও আর কোনও টেস্টে 100-র বেশি লিড নিয়ে হারেনি ভারত । তাই এই টেস্টে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন রাহানেরা ।

Last Updated : Dec 28, 2020, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.