ETV Bharat / sports

সিডনি টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং ব্যর্থতায় ডুবল ভারত - সিডনি টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং ব্যর্থতায় ডুবল ভারত

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে 338 রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 94 রানে এগিয়ে গেল। তৃতীয় দিনের শেষ অস্ট্রেলিয়ার স্কোর 103/2। তারা এখন 197 রানে এগিয়ে রয়েছে।

India all out for 244 on Day 3 of third Test against Australia
সিডনি টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং ব্যর্থতায় ডুবল ভারত
author img

By

Published : Jan 9, 2021, 4:14 PM IST

সিডনি, 9 জানুয়ারি: তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে 244 রানে আউট হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। শনিবার সিডনিতে গোলাপি টেস্টের তৃতীয় দিন ছিল। সেই দিনের চা-বিরতির আগেই অল আউট হয়ে গেলেন রাহানেরা। এর ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 94 রানে এগিয়ে গেল।

যদিও এদিন লাঞ্চের সময় ভারতীয় দলকে দেখে মনে হচ্ছিল যে বড় ইনিংস খেলতে পারে তারা। লাঞ্চের সময় ভারতের স্কোর ছিল 180/4। কিন্তু তার পর কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ইনিংস। লাঞ্চের সময় চেতেশ্বর পূজারা 42 রানে নট আউট ছিলেন। তিনি 50 রান করে আউট হন। অন্যদিকে লাঞ্চের সময় 29 রানে ক্রিজে ছিলেন উইকেট কিপার ঋষভ পন্থ। তিনি 36 রান করে আউট হয়ে যান। লাঞ্চের পর ঋষভই প্রথম আউট হন। তার পরই একের পর এক উইকেট পড়তে শুরু করে। ভারতের শেষ পাঁচটি উইকেট পড়েছে মাত্র 37 রানের মধ্যে।

আরও পড়ুন: কোচ বদলের ধাক্কা সরিয়ে জয়ের খোঁজে সুনীলরা

অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নেন প্যাট কামিন্স। জোশ হ্যাজেলউড আউট করেছেন দুই ভারতীয় ব্যাটসম্যান। ভারতীয়দের মধ্যে পুজারা ছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার শুভমান গিল। তিনিও 50 করে আউট হন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে 338 রান। ম্যাচের দুদিন এখনও বাকি। তৃতীয় দিনের শেষ অস্ট্রেলিয়ার স্কোর 103/2। তারা এখন 197 রানে এগিয়ে রয়েছে।

সিডনি, 9 জানুয়ারি: তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে 244 রানে আউট হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। শনিবার সিডনিতে গোলাপি টেস্টের তৃতীয় দিন ছিল। সেই দিনের চা-বিরতির আগেই অল আউট হয়ে গেলেন রাহানেরা। এর ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 94 রানে এগিয়ে গেল।

যদিও এদিন লাঞ্চের সময় ভারতীয় দলকে দেখে মনে হচ্ছিল যে বড় ইনিংস খেলতে পারে তারা। লাঞ্চের সময় ভারতের স্কোর ছিল 180/4। কিন্তু তার পর কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ইনিংস। লাঞ্চের সময় চেতেশ্বর পূজারা 42 রানে নট আউট ছিলেন। তিনি 50 রান করে আউট হন। অন্যদিকে লাঞ্চের সময় 29 রানে ক্রিজে ছিলেন উইকেট কিপার ঋষভ পন্থ। তিনি 36 রান করে আউট হয়ে যান। লাঞ্চের পর ঋষভই প্রথম আউট হন। তার পরই একের পর এক উইকেট পড়তে শুরু করে। ভারতের শেষ পাঁচটি উইকেট পড়েছে মাত্র 37 রানের মধ্যে।

আরও পড়ুন: কোচ বদলের ধাক্কা সরিয়ে জয়ের খোঁজে সুনীলরা

অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নেন প্যাট কামিন্স। জোশ হ্যাজেলউড আউট করেছেন দুই ভারতীয় ব্যাটসম্যান। ভারতীয়দের মধ্যে পুজারা ছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার শুভমান গিল। তিনিও 50 করে আউট হন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে 338 রান। ম্যাচের দুদিন এখনও বাকি। তৃতীয় দিনের শেষ অস্ট্রেলিয়ার স্কোর 103/2। তারা এখন 197 রানে এগিয়ে রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.