ETV Bharat / sports

আইসিসি’র ব্য়াটসম্যানদের তালিকায় 2 নম্বরে উঠে এলেন স্মিথ - কেন উইলিয়ামসন

সিডনি টেস্টে নিজের ফর্মে ফিরে প্রথম ইনিংসে 131 রান করেন স্মিথ ৷ দ্বিতীয় ইনিংসেও সেই ছন্দ বজায় রেখে 81 রান করেন তিনি ৷ তবে, উল্লেখযোগ্য়ভাবে কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে উঠে এসেছেন নিউজ়িল্য়ান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ 919 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন তিনি ৷

আইসিসি’র ব্য়াটিং তালিকায় 2নং উঠে এলেন স্টিভ স্মিথ
author img

By

Published : Jan 12, 2021, 1:50 PM IST

দুবাই, 12 জানুয়ারি : সিডনি টেস্টের দুই ইনিংসেই রান করার সুবাদে আইসিসি’র টেস্ট ব্য়াটসম্য়ানদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন স্টিভ স্মিথ ৷ আজ ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে সেরা টেস্ট ব্য়াটসম্য়ান ও বোলারদের তালিকা প্রকাশ করা হয় ৷ সেই তালিকায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলে একধাপ উঠে দু’নম্বরে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার ৷ বর্তমানে তাঁর পয়েন্ট সংখ্য়া 900 এবং বিরাট কোহলির পয়েন্ট সংখ্য়া 870৷

সিডনি টেস্টে নিজের ফর্মে ফিরে প্রথম ইনিংসে 131 রান করেন স্মিথ ৷ দ্বিতীয় ইনিংসেও সেই ছন্দ বজায় রেখে 81 রান করেন তিনি ৷ তবে উল্লেখযোগ্য়ভাবে কেরিয়ারের সেরা টেস্ট ব়্য়াঙ্কিংয়ে উঠে এসেছেন নিউজ়িল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ 919 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে 238 রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে নিজের এক নম্বর স্থান ধরে রেখেছেন কিউই অধিনায়ক ৷

আরও পড়ুন : হ্যামস্ট্রিংয়ে চোট, ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন হনুমা বিহারী

অন্য়দিকে, ভারতীয় ব্য়াটসম্য়ানদের মধ্য়ে টেস্ট তালিকায় দশ নম্বর থেকে আট নম্বর স্থানে উঠে এসেছেন চেতেশ্বর পূজারা ৷ সিডনি টেস্টের প্রথম ইনিংসে 50 ও দ্বিতীয় ইনিংসে 77 রানের ম্য়াচ বাঁচানো ইনিংসের দৌলতেই এই উন্নতি হয়েছে ভারতীয় এই টপ অর্ডার ব্য়াটসম্য়ানের ৷ একই সঙ্গে 19 ধাপ উঠে 26 নম্বর স্থানে উঠে এসেছেন ঋষভ পন্থ ৷ আইসিসি টেস্ট ব্য়াটসম্যানের তালিকায় হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিনও অনেকটাই উপরের দিকে উঠে এসেছেন ৷ পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে ডেবিউ করা শুভমান গিল আইসিসি টেস্ট ব্য়াটম্য়ানদের তালিকায় জায়গা করে নিয়েছেন ৷

দুবাই, 12 জানুয়ারি : সিডনি টেস্টের দুই ইনিংসেই রান করার সুবাদে আইসিসি’র টেস্ট ব্য়াটসম্য়ানদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন স্টিভ স্মিথ ৷ আজ ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে সেরা টেস্ট ব্য়াটসম্য়ান ও বোলারদের তালিকা প্রকাশ করা হয় ৷ সেই তালিকায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলে একধাপ উঠে দু’নম্বরে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার ৷ বর্তমানে তাঁর পয়েন্ট সংখ্য়া 900 এবং বিরাট কোহলির পয়েন্ট সংখ্য়া 870৷

সিডনি টেস্টে নিজের ফর্মে ফিরে প্রথম ইনিংসে 131 রান করেন স্মিথ ৷ দ্বিতীয় ইনিংসেও সেই ছন্দ বজায় রেখে 81 রান করেন তিনি ৷ তবে উল্লেখযোগ্য়ভাবে কেরিয়ারের সেরা টেস্ট ব়্য়াঙ্কিংয়ে উঠে এসেছেন নিউজ়িল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ 919 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে 238 রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে নিজের এক নম্বর স্থান ধরে রেখেছেন কিউই অধিনায়ক ৷

আরও পড়ুন : হ্যামস্ট্রিংয়ে চোট, ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন হনুমা বিহারী

অন্য়দিকে, ভারতীয় ব্য়াটসম্য়ানদের মধ্য়ে টেস্ট তালিকায় দশ নম্বর থেকে আট নম্বর স্থানে উঠে এসেছেন চেতেশ্বর পূজারা ৷ সিডনি টেস্টের প্রথম ইনিংসে 50 ও দ্বিতীয় ইনিংসে 77 রানের ম্য়াচ বাঁচানো ইনিংসের দৌলতেই এই উন্নতি হয়েছে ভারতীয় এই টপ অর্ডার ব্য়াটসম্য়ানের ৷ একই সঙ্গে 19 ধাপ উঠে 26 নম্বর স্থানে উঠে এসেছেন ঋষভ পন্থ ৷ আইসিসি টেস্ট ব্য়াটসম্যানের তালিকায় হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিনও অনেকটাই উপরের দিকে উঠে এসেছেন ৷ পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে ডেবিউ করা শুভমান গিল আইসিসি টেস্ট ব্য়াটম্য়ানদের তালিকায় জায়গা করে নিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.