ETV Bharat / sports

জয়ের কৃতিত্ব সবার : রাহানে - ভারতীয় দলের স্টপগ্যাপ অধিনায়ক অজিঙ্কা রাহানে

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে কোহলির ডেপুটির দায়িত্বে ফিরবেন রাহানে ৷ তবে এখনই সে সব নিয়ে ভাবতে নারাজ তিনি ৷ এখন শুধুমাত্র অজ়িদের বিরুদ্ধে সিরিজ় জয় উপভোগ করতে চান ৷

অজিঙ্কা রাহানে
অজিঙ্কা রাহানে
author img

By

Published : Jan 20, 2021, 11:09 AM IST

ব্রিসবেন, 20 জানুয়ারি : তাঁর নেতৃত্বেই অজ়ি দুর্গে ক্যাঙারু বধ সেরেছে ভারত ৷ সেই অজিঙ্কে রাহানে সিরিজ় জয়ের কৃতিত্ব দিলেন গোটা দলকে ৷ নির্লিপ্তভাবে বলে দিলেন অধিনায়ক হিসেবে সিরিজ়ে তিনি ভালো কাজ করেছেন। কারণ, সবাই একটা দল হিসেবে খেলেছে ৷ এবং সিরিজ় জয়ে নিজেদের অবদান রেখেছে ৷

অজিঙ্কে রাহানে ও বিরাট কোহলি ৷ দু’জনে দুই বিপরীত ব্যক্তিত্বের অধিকারী ৷ তবে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফেরার পর দারুনভাবে দলকে সামলেছেন রাহানে ৷ বিশেষ করে অ্যাডিলেডে 36 রানের বিপর্যয় সামলে মেলবোর্নেই ঘুরে দাঁড়ায় ভারত ৷

ম্যাচ শেষের সাংবাদিক বৈঠকে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে নির্লিপ্তভাবে কৃতিত্ব সবার মধ্যে ভাগ করে দেন ৷ বলেন, ‘‘ দেশকে নেতৃত্ব দেওয়া সম্মানের ৷ তবে এটা আমাকে নিয়ে নয়, পুরো দলের জন্য ৷ আমার ভালো লেগেছে, কারণ সবাই অবদান রেখেছে ৷ আমাদের কাছে মাঠে নিজেদের কঠিন মানসিকতার পরিচয় দেওয়া, লড়াকু মনোভাবটা ধরে রাখা চ্যালেঞ্জ ছিল ৷’’

রাহানের শান্ত স্বভাব অ্যাডিলেডের বিপর্যয় কাটাতে দলকে সাহায্য করেছে ৷ এবং তিনি নিশ্চিত করেন, দলের মধ্যে ওই হার নিয়ে যেন কোনও আলোচনা না হয় ৷ মেলবোর্নে ম্যাচ জেতানো শতরান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ এবং সিরিজ়ে সমতা ফেরান ৷

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রাহানে ও শাস্ত্রী

প্রত্যেকটা ম্যাচের পর চোট আঘাতে দলের সদস্যদের ছিটকে যাওয়া তো ছিলই ৷ তবে রাহানের কথায়, যতটুকু আছে তা দিয়েই লড়তে হবে ৷ তিনি বলেন, ‘‘ অ্যাডিলেড টেস্টের পর এটা সত্যিই কঠিন ছিল ৷ কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল লড়াকু মানসিকতা ধরে রাখার ৷ আমরা ফলাফল নিয়ে বেশি ভাবছিলাম না ৷ আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চেয়েছিলাম ৷ তাই এই জয়ের কৃতিত্ব সবার এমনকী সার্পোট স্টাফেদেরও ৷ ’’

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে কোহলির ডেপুটির দায়িত্বে ফিরবেন রাহানে ৷ তবে এখনই সে সব নিয়ে ভাবতে নারাজ তিনি ৷ এখন শুধুমাত্র অজ়িদের বিরুদ্ধে সিরিজ় জয় উপভোগ করতে চান ৷

রাহানে আরও বলেন, ‘‘আমাদের সবার এই সিরিজ় জয়টা উপভোগ করা উচিত ৷ আমরা যেটা করেছি সেটা ঐতিহাসিক ৷ আমরা এখন শুধু আনন্দ করতে চাই ৷ ভারতে পৌঁছে আমরা ইংল্যান্ড সিরিজ় নিয়ে ভাবব ৷’’

আরও পড়ুন :- সৌরভ, সচিন থেকে সেওয়াগ, তরুণ ভারতীয় দলের প্রশংসায় প্রাক্তনীরা

তবে রাহানের কাজ সহজ করে দিয়েছিল দলের তরুণ ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলা ৷ ঋষভ পন্থের ইনিংস নিয়ে অনেক আলোচনা হয়েছে ৷ তবে মনে রাখতে হবে জয়ের ভিত গড়তে শুভমনের 91 রানের ইনিংসের অবদান অনস্বীকার্য ৷

দলের তরুণ ক্রিকেটারদের প্রশংসা শোনা গেল অধিনায়কের গলাতেও ৷ রাহানে বলেন, ‘‘ যেভাবে শেষ তিনটি টেস্টে শুভমন ব্যাটিং করল তা অসাধারণ ৷ চাপের মুখেও ও খুব ধীর স্থির ৷ ব্রিসবেনে আমরা দেখেছি ও কী করতে পারে ৷ আমরা ওয়াশিংটন সুন্দরের বোলিং সম্পর্কে জানতাম ৷ ব্রিসবেনের অভিষেক টেস্টে আমরা ওর ব্যাটিংও দেখলাম ৷ আমি নিশ্চিত ওরা এখান থেকে আরও উন্নতি করবে ৷’’

ব্রিসবেন, 20 জানুয়ারি : তাঁর নেতৃত্বেই অজ়ি দুর্গে ক্যাঙারু বধ সেরেছে ভারত ৷ সেই অজিঙ্কে রাহানে সিরিজ় জয়ের কৃতিত্ব দিলেন গোটা দলকে ৷ নির্লিপ্তভাবে বলে দিলেন অধিনায়ক হিসেবে সিরিজ়ে তিনি ভালো কাজ করেছেন। কারণ, সবাই একটা দল হিসেবে খেলেছে ৷ এবং সিরিজ় জয়ে নিজেদের অবদান রেখেছে ৷

অজিঙ্কে রাহানে ও বিরাট কোহলি ৷ দু’জনে দুই বিপরীত ব্যক্তিত্বের অধিকারী ৷ তবে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফেরার পর দারুনভাবে দলকে সামলেছেন রাহানে ৷ বিশেষ করে অ্যাডিলেডে 36 রানের বিপর্যয় সামলে মেলবোর্নেই ঘুরে দাঁড়ায় ভারত ৷

ম্যাচ শেষের সাংবাদিক বৈঠকে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে নির্লিপ্তভাবে কৃতিত্ব সবার মধ্যে ভাগ করে দেন ৷ বলেন, ‘‘ দেশকে নেতৃত্ব দেওয়া সম্মানের ৷ তবে এটা আমাকে নিয়ে নয়, পুরো দলের জন্য ৷ আমার ভালো লেগেছে, কারণ সবাই অবদান রেখেছে ৷ আমাদের কাছে মাঠে নিজেদের কঠিন মানসিকতার পরিচয় দেওয়া, লড়াকু মনোভাবটা ধরে রাখা চ্যালেঞ্জ ছিল ৷’’

রাহানের শান্ত স্বভাব অ্যাডিলেডের বিপর্যয় কাটাতে দলকে সাহায্য করেছে ৷ এবং তিনি নিশ্চিত করেন, দলের মধ্যে ওই হার নিয়ে যেন কোনও আলোচনা না হয় ৷ মেলবোর্নে ম্যাচ জেতানো শতরান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ এবং সিরিজ়ে সমতা ফেরান ৷

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রাহানে ও শাস্ত্রী

প্রত্যেকটা ম্যাচের পর চোট আঘাতে দলের সদস্যদের ছিটকে যাওয়া তো ছিলই ৷ তবে রাহানের কথায়, যতটুকু আছে তা দিয়েই লড়তে হবে ৷ তিনি বলেন, ‘‘ অ্যাডিলেড টেস্টের পর এটা সত্যিই কঠিন ছিল ৷ কিন্তু আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল লড়াকু মানসিকতা ধরে রাখার ৷ আমরা ফলাফল নিয়ে বেশি ভাবছিলাম না ৷ আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চেয়েছিলাম ৷ তাই এই জয়ের কৃতিত্ব সবার এমনকী সার্পোট স্টাফেদেরও ৷ ’’

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে কোহলির ডেপুটির দায়িত্বে ফিরবেন রাহানে ৷ তবে এখনই সে সব নিয়ে ভাবতে নারাজ তিনি ৷ এখন শুধুমাত্র অজ়িদের বিরুদ্ধে সিরিজ় জয় উপভোগ করতে চান ৷

রাহানে আরও বলেন, ‘‘আমাদের সবার এই সিরিজ় জয়টা উপভোগ করা উচিত ৷ আমরা যেটা করেছি সেটা ঐতিহাসিক ৷ আমরা এখন শুধু আনন্দ করতে চাই ৷ ভারতে পৌঁছে আমরা ইংল্যান্ড সিরিজ় নিয়ে ভাবব ৷’’

আরও পড়ুন :- সৌরভ, সচিন থেকে সেওয়াগ, তরুণ ভারতীয় দলের প্রশংসায় প্রাক্তনীরা

তবে রাহানের কাজ সহজ করে দিয়েছিল দলের তরুণ ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলা ৷ ঋষভ পন্থের ইনিংস নিয়ে অনেক আলোচনা হয়েছে ৷ তবে মনে রাখতে হবে জয়ের ভিত গড়তে শুভমনের 91 রানের ইনিংসের অবদান অনস্বীকার্য ৷

দলের তরুণ ক্রিকেটারদের প্রশংসা শোনা গেল অধিনায়কের গলাতেও ৷ রাহানে বলেন, ‘‘ যেভাবে শেষ তিনটি টেস্টে শুভমন ব্যাটিং করল তা অসাধারণ ৷ চাপের মুখেও ও খুব ধীর স্থির ৷ ব্রিসবেনে আমরা দেখেছি ও কী করতে পারে ৷ আমরা ওয়াশিংটন সুন্দরের বোলিং সম্পর্কে জানতাম ৷ ব্রিসবেনের অভিষেক টেস্টে আমরা ওর ব্যাটিংও দেখলাম ৷ আমি নিশ্চিত ওরা এখান থেকে আরও উন্নতি করবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.