ETV Bharat / sports

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ়ে ম্য়াচ না পেয়ে হতাশ WACA কর্তৃপক্ষ - ক্রিস্টিনা ম্য়াথিউজ

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্য়াসোসিয়েশনকে (WACA) কোনও ম্য়াচ দেওয়া হয়নি ৷ যা নিয়ে এবার ক্ষোভপ্রকাশ করলেন WACA-র CEO ক্রিস্টিনা ম্য়াথিউজ় ৷ তিনি জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত খুবই হতাশাজনক৷

extremely-disappointing-waca-responds-to-cricket-fixture-snub
অস্ট্রেলিয়া-ভারত সিরিজ়ে ম্য়াচ না পেয়ে হতাশ WACA কর্তৃপক্ষ
author img

By

Published : Oct 28, 2020, 8:42 PM IST

মেলবোর্ন, 28 অক্টোবর : বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দেশে ভারতের সঙ্গে ওয়ানডে, টি-20 এবং টেস্ট সিরিজ়ের দিন ও স্থান ঘোষণা করেছে ৷ যেখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্য়াসোসিয়েশনকে (WACA) কোনও ম্য়াচ দেওয়া হয়নি ৷ যা নিয়ে এবার ক্ষোভপ্রকাশ করলেন WACA-র CEO ক্রিস্টিনা ম্য়াথিউজ় ৷ তিনি জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত খুবই হতাশাজনক৷

বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষিত তালিকা অনুযায়ী, 3টি ওয়ানডে ম্য়াচের প্রথম দু’টি 27 ও 29 নভেম্বর হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷ শেষ ওয়ানডে হবে ক্য়ানবেরায় 2 ডিসেম্বর ৷ এরপর তিনটি টি-20 ম্য়াচের প্রথমটি 4 ডিসেম্বর হবে ক্য়ানবেরায় ৷ পরের দু’টি টি-20 ম্য়াচ হবে 6 ও 8 ডিসেম্বর ৷ চার ম্য়াচের বর্ডার-গাভাস্কর টেস্ট সিরিজ় খেলা শুরু হবে 17 ডিসেম্বর থেকে অ্য়াডিলেডে ৷ এরপর 26 ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং ডে ক্রিকেট শুরু হবে ৷ 7 জ়ানুয়ারি সিডনিতে হবে তৃতীয় টেস্ট ম্য়াচ এবং 15 জ়ানুয়ারি গাব্বায় হবে শেষ তথা চতুর্থ টেস্ট ৷ এই ক্রীড়া সূচি থেকে বাদ গিয়ে কার্যত ক্ষুব্ধ WACA । এই নিয়ে WACA-র CEO ক্রিস্টিনা ম্য়াথিউজ় বলেন, এবছর গ্রীষ্মে ওয়াকায় ক্রিকেট হচ্ছে না ৷ এটা খুবই হতাশাজনক খবর WACA-র সদস্য় ও সেখানে খেলা দেখতে আসা দর্শকদের জন্য় ৷ সীমান্ত সমস্য়া ও কোভিড-19 এর জন্য় এবার কোনও ম্য়াচ সেখানে হবে না বলে ওয়াকা কর্তৃপক্ষকে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

মেলবোর্ন, 28 অক্টোবর : বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দেশে ভারতের সঙ্গে ওয়ানডে, টি-20 এবং টেস্ট সিরিজ়ের দিন ও স্থান ঘোষণা করেছে ৷ যেখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্য়াসোসিয়েশনকে (WACA) কোনও ম্য়াচ দেওয়া হয়নি ৷ যা নিয়ে এবার ক্ষোভপ্রকাশ করলেন WACA-র CEO ক্রিস্টিনা ম্য়াথিউজ় ৷ তিনি জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত খুবই হতাশাজনক৷

বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষিত তালিকা অনুযায়ী, 3টি ওয়ানডে ম্য়াচের প্রথম দু’টি 27 ও 29 নভেম্বর হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷ শেষ ওয়ানডে হবে ক্য়ানবেরায় 2 ডিসেম্বর ৷ এরপর তিনটি টি-20 ম্য়াচের প্রথমটি 4 ডিসেম্বর হবে ক্য়ানবেরায় ৷ পরের দু’টি টি-20 ম্য়াচ হবে 6 ও 8 ডিসেম্বর ৷ চার ম্য়াচের বর্ডার-গাভাস্কর টেস্ট সিরিজ় খেলা শুরু হবে 17 ডিসেম্বর থেকে অ্য়াডিলেডে ৷ এরপর 26 ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং ডে ক্রিকেট শুরু হবে ৷ 7 জ়ানুয়ারি সিডনিতে হবে তৃতীয় টেস্ট ম্য়াচ এবং 15 জ়ানুয়ারি গাব্বায় হবে শেষ তথা চতুর্থ টেস্ট ৷ এই ক্রীড়া সূচি থেকে বাদ গিয়ে কার্যত ক্ষুব্ধ WACA । এই নিয়ে WACA-র CEO ক্রিস্টিনা ম্য়াথিউজ় বলেন, এবছর গ্রীষ্মে ওয়াকায় ক্রিকেট হচ্ছে না ৷ এটা খুবই হতাশাজনক খবর WACA-র সদস্য় ও সেখানে খেলা দেখতে আসা দর্শকদের জন্য় ৷ সীমান্ত সমস্য়া ও কোভিড-19 এর জন্য় এবার কোনও ম্য়াচ সেখানে হবে না বলে ওয়াকা কর্তৃপক্ষকে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.