মুম্বই, 16 ডিসেম্বর : প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট কোহলি ৷ তার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্টে ভারতীয় দলের নেতৃত্বে দেখা যাবে অজিঙ্কা রাহানেকে ৷ আর সিরিজ় শুরুর আগে সেই রাহানের প্রশংসা শোনা গেল সচিন তেন্ডুলকরের গলায় ৷ সচিনের কথায়, রাহানের ক্রিকেট মস্তিষ্ক অসাধারণ ৷ তাঁর নিজের আগ্রাসনের উপর ভালো দখল আছে রাহানের ৷
ধরমশালায় স্টপগ্য়াপ অধিনায়ক হিসেবে রাহানেকে দেখেছিলেন মাস্টার ব্লাস্টার ৷ এবং তা দেখেই আশাবাদী তিনি ৷ একটি ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘‘এটা একটু আলাদা হতে চলেছে ৷ অজিঙ্কা রাহানের সঙ্গে কথা বলে যা বুঝেছি ও খুব বুদ্ধিমান ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন ৷
আরও পড়ুন :- দিন-রাতের টেস্টের আগে বিরাটদের পরামর্শ সচিনের
তবে সচিনের যেটা সবথেকে বেশি পছন্দ তা হল বড় ম্যাচের আগে রাহানের মানসিক প্রস্তুতি ৷ তিনি বলেন, ‘‘রাহানের আগ্রাসন আছে এবং ওর আগ্রাসনের উপর দখল আছে ৷ আমি যতটা সময় ওর সঙ্গে কাটিয়েছি আমি জানি ও খুব কঠিন পরিশ্রমী ক্রিকেটার ৷ ও কোনও কিছুই অনিবার্য বলে ধরে নেয় না ৷ তুমি যদি কঠিন পরিশ্রম কর, তুমি যদি তোমার প্রস্তুতির উপর ভরসা রাখ তাহলে সাফল্য তোমাকে অনুসরণ করবে ৷ ’’
সচিন আরও বলেন, ‘‘আমি নিশ্চিত দল যথাযথ প্রস্তুতি নিয়েছে ৷ শুধুমাত্র ফলাফলের দিকে নজর রেখো না ৷ কাজের দিকে মন দাও ৷ ফলাফল তোমার পক্ষে যাবে ৷’’