ETV Bharat / sports

সিডনিতে অস্ট্রেলিয়া দল আমার ও বিহারীর পরিকল্পনা বুঝতে পারেনি : অশ্বিন - রবিচন্দ্রন অশ্বিন

অশ্বিন, শ্রীধরের সঙ্গে আলোচনায় জানান, ‘‘সিডনিতে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার পরিকল্পনা আমাকে খুবই উৎসাহী করে তুলেছিল ৷ তাঁদের দেখে মনে হয়েছিল, যে অস্ট্রেলিয়া বুঝতেই পারেনি আমরা কী করতে চলেছি ৷ তাঁরা ভেবেছিল চোটের কারণে আমরা স্ট্রাইক রোটেট করব না ৷ এর আসল কারণ ছিল, একজন খেলোয়াড়ের পা নড়ছিল না ৷’’

australias-tactics-at-scg-seemed-like-they-didnt-realise-what-vihari-and-me-were-doing-says-ashwin
সিডনিতে অস্ট্রেলিয়া দল আমার ও বিহারীর পরিকল্পনা বুঝতে পারেনি : অশ্বিন
author img

By

Published : Jan 23, 2021, 8:47 PM IST

মুম্বই, 23 জানুয়ারি : সিডনি টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারী ঠিক কী পরিকল্পনা করে নেমেছিল তা অস্ট্রেলিয়া দল বুঝে উঠতে পারেনি ৷ ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে একটি ডিজিটাল প্ল্য়াটফর্মে সাক্ষাৎকারের সময় একথা জানান ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রসঙ্গত, আগুনে অজ়ি পেস বোলিং অ্য়াটাকের সামনে 258 বলে ম্য়াচ বাঁচানো ইনিংস খেলে সবার প্রশংসা কুড়িয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ যেখানে হনুমা বিহারীও তাঁর সঙ্গে যোগ্য় সঙ্গত দিয়েছিলনে ৷

অশ্বিন, শ্রীধরের সঙ্গে আলোচনায় জানান, ‘‘সিডনিতে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার পরিকল্পনা আমাকে খুবই উৎসাহী করে তুলেছিল ৷ তাঁদের দেখে মনে হয়েছিল, যে অস্ট্রেলিয়া বুঝতেই পারেনি আমরা কী করতে চলেছি ৷ তাঁরা ভেবেছিল চোটের কারণে আমরা স্ট্রাইক রোটেট করব না ৷ এর আসল কারণ ছিল, একজন খেলোয়াড়ের পা নড়ছিল না ৷ অন্য়জনের শরীর নাড়াতে কষ্ট হচ্ছিল ৷ ফলে এটাকেই আমরা আমাদের পরিকল্পনার অংশ করে নিয়েছিলাম ৷’’

অশ্বিন আরও বলেন, ‘‘এমন একটা সময় এসেছিল যখন আমার পীঠ আটকে গিয়েছিল, আমি নড়তে পারছিলাম না ৷ সেই সময় তাঁরা একটা ভুল করে বসে ৷ সেই সময় যদি তাঁরা সামনের দিকে আমাকে বল করত, তাহলে হয়তো আমার ব্য়াটের এজ় লেগে আউট হলেও হয়ে যেতে পারতাম ৷ তবে, অস্ট্রেলিয়া দল তা করেনি ৷ উল্টে আমাকে ভয় দেখাতে শরীর লক্ষ্য় করে বাউন্সার দিতে শুরু করেছিল ৷ এটা বিপরীতভাবে আমাদের সাহায্য় করেছিল ৷’’ সাক্ষাৎকারে এমনটাই জানান ভারতীয় অফস্পিনার ৷

আরও পড়ুন : অজ়ি দুর্গে সিরিজ় জয় সম্পন্ন, ঘরে ফিরলেন অশ্বিন-ওয়াশিংটনরা

এমনকি অশ্বিনকে স্লেজ়িংয়ের মাধ্য়মে মনোসংযোগ নষ্ট করে আউট করানোর চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন ৷ স্টাম্প মাইকে সেই কথপোকথনও শোনা যায় ৷ যেখানে টিম পেইনকে বলতে শোনা যায়, ‘‘অ্য়াশ, তোমার গাব্বায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারছি না ৷’’ যার প্রতি উত্তরে অশ্বিন বলেন, ‘‘আমিও তোমার ভারতে আসার জন্য় অপেক্ষা করছি, সেই সফরটা হয়তো অস্ট্রেলিয়ান ক্য়াপ্টেন হিসেবে তোমার শেষ সফর হবে ৷’’

মুম্বই, 23 জানুয়ারি : সিডনি টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারী ঠিক কী পরিকল্পনা করে নেমেছিল তা অস্ট্রেলিয়া দল বুঝে উঠতে পারেনি ৷ ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে একটি ডিজিটাল প্ল্য়াটফর্মে সাক্ষাৎকারের সময় একথা জানান ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রসঙ্গত, আগুনে অজ়ি পেস বোলিং অ্য়াটাকের সামনে 258 বলে ম্য়াচ বাঁচানো ইনিংস খেলে সবার প্রশংসা কুড়িয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ যেখানে হনুমা বিহারীও তাঁর সঙ্গে যোগ্য় সঙ্গত দিয়েছিলনে ৷

অশ্বিন, শ্রীধরের সঙ্গে আলোচনায় জানান, ‘‘সিডনিতে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার পরিকল্পনা আমাকে খুবই উৎসাহী করে তুলেছিল ৷ তাঁদের দেখে মনে হয়েছিল, যে অস্ট্রেলিয়া বুঝতেই পারেনি আমরা কী করতে চলেছি ৷ তাঁরা ভেবেছিল চোটের কারণে আমরা স্ট্রাইক রোটেট করব না ৷ এর আসল কারণ ছিল, একজন খেলোয়াড়ের পা নড়ছিল না ৷ অন্য়জনের শরীর নাড়াতে কষ্ট হচ্ছিল ৷ ফলে এটাকেই আমরা আমাদের পরিকল্পনার অংশ করে নিয়েছিলাম ৷’’

অশ্বিন আরও বলেন, ‘‘এমন একটা সময় এসেছিল যখন আমার পীঠ আটকে গিয়েছিল, আমি নড়তে পারছিলাম না ৷ সেই সময় তাঁরা একটা ভুল করে বসে ৷ সেই সময় যদি তাঁরা সামনের দিকে আমাকে বল করত, তাহলে হয়তো আমার ব্য়াটের এজ় লেগে আউট হলেও হয়ে যেতে পারতাম ৷ তবে, অস্ট্রেলিয়া দল তা করেনি ৷ উল্টে আমাকে ভয় দেখাতে শরীর লক্ষ্য় করে বাউন্সার দিতে শুরু করেছিল ৷ এটা বিপরীতভাবে আমাদের সাহায্য় করেছিল ৷’’ সাক্ষাৎকারে এমনটাই জানান ভারতীয় অফস্পিনার ৷

আরও পড়ুন : অজ়ি দুর্গে সিরিজ় জয় সম্পন্ন, ঘরে ফিরলেন অশ্বিন-ওয়াশিংটনরা

এমনকি অশ্বিনকে স্লেজ়িংয়ের মাধ্য়মে মনোসংযোগ নষ্ট করে আউট করানোর চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন ৷ স্টাম্প মাইকে সেই কথপোকথনও শোনা যায় ৷ যেখানে টিম পেইনকে বলতে শোনা যায়, ‘‘অ্য়াশ, তোমার গাব্বায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারছি না ৷’’ যার প্রতি উত্তরে অশ্বিন বলেন, ‘‘আমিও তোমার ভারতে আসার জন্য় অপেক্ষা করছি, সেই সফরটা হয়তো অস্ট্রেলিয়ান ক্য়াপ্টেন হিসেবে তোমার শেষ সফর হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.