ব্রিসবেন , 16 জানুয়ারি : গাব্বায় 369 রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস । ব্রিসবেন টেস্টে ক্রমশ দখল বাড়াচ্ছিল অস্ট্রেলিয়া । ম্যাচের শুরুতে অজ়ি শিবিরে জোরালো ধাক্কা দিয়েছিলেন ভারতীয় বোলাররা । মার্নাস লাবুশেনের শতরানে সেই ধাক্কা কাটিয়ে ওঠে ব্যাগি গ্রিন শিবির । দ্বিতীয় দিনের শুরু থেকেই চাপ বাড়াচ্ছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক । অর্ধশতরান করে ক্রমশ বড় বিপদের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি ।
দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বড় রানের মিশনে প্রথম আঘাত হানেন শার্দূল ঠাকুর । শার্দূলের তীক্ষ্ণ আউট সুইং টিম পেইনের ব্যাট ছুঁয়ে চলে যায় সেকেন্ড স্লিপে থাকা রোহিত শর্মার হাতে । এর পরের ওভারেই ক্যামেরুন গ্রিনকে প্যাভেলিয়নে পাঠান ওয়াশিংটন সুন্দর । ব্রিসবেনে টেস্ট অভিষেক হওয়া অলরাউন্ডারের মসৃণ স্পিনের কোনও জবাব ছিল না গ্রিনের সামনে ।
টিম পেইনকে ফিরিয়ে আত্মবিশ্বাসী শার্দূল এবার ফেরান প্যাট কামিন্সকে । পায়ে ধারালো ইনসুইং ইয়র্কারের ছোবল এড়াতে পারেননি কামিন্স । আম্পায়ার আউটের নির্দেশ দিলেও রিভিউ নেন কামিন্স । তবে সিদ্ধান্ত বদলায়নি ।
নবম উইকেটে নেথন লায়ন ও মিচেল স্টার্ক যোগ করেন 39 রান । শেষ উইকেটে অজ়ি শিবির যোগ করে 15 রান । নেথন লায়নকে ফেরান ওয়াশিংটন অন্যদিকে হ্যাজ়েলউড নটরাজনের শিকার হন । শার্দূলের আঘাতে অস্ট্রেলিয়ার 400-র স্বপ্ন পূরণ নাহলেও টেল এন্ডারদের করা 56 রানই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য ।
অভিষেক ইনিংসে তিনটি করে উইকেট পেয়েছেন নটরাজন ও ওয়াশিংটন । 3 উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুরও । বাকি একটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ।