অ্যাডিলেড, 18 ডিসেম্বর : দিনের শুরুতে অজ়ি পেসারদের সামলাতে পারেনি ভারতীয় লোয়ার অর্ডার ৷ মাত্র 11 রানেই হারাতে হয় 4টি উইকেট ৷ আর সেই ক্রিজ়েই দুরন্ত বোলিং করলেন ভারতীয় বোলাররাও ৷ বুমরা-উমেশ যাদবের গতি ও অশ্বিনের ঘূর্ণিতে প্রথম ইনিংসে 53 রানে লিড নিল ভারত ৷
ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে ফিরিয়ে অজ়ি ব্যাটিং লাইনআপকে ধাক্কা দেন জসপ্রীত বুমরা ৷ দু’জনেই এলবিডব্লিউ হয়ে ফেরেন ৷ দাগ কাটতে পারেননি স্টিভ স্মিথও ৷ মাত্র 1 রান করেই রাহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেননি তিনি ৷ এক্ষেত্রে তিনি অশ্বিনের ভেলকি বুঝতে পারেননি ৷
-
That will be Stumps on Day 2 of the 1st Test.#TeamIndia 244 & 9/1, lead Australia (191) by 62 runs.
— BCCI (@BCCI) December 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard - https://t.co/dBLRRBSJrx #AUSvIND pic.twitter.com/ZvyaYnYP3c
">That will be Stumps on Day 2 of the 1st Test.#TeamIndia 244 & 9/1, lead Australia (191) by 62 runs.
— BCCI (@BCCI) December 18, 2020
Scorecard - https://t.co/dBLRRBSJrx #AUSvIND pic.twitter.com/ZvyaYnYP3cThat will be Stumps on Day 2 of the 1st Test.#TeamIndia 244 & 9/1, lead Australia (191) by 62 runs.
— BCCI (@BCCI) December 18, 2020
Scorecard - https://t.co/dBLRRBSJrx #AUSvIND pic.twitter.com/ZvyaYnYP3c
অজ়ি ব্যাটিংয়ের টপ অর্ডার যখন একে একে অশ্বিনের ভেলকিতে ফিরছেন, তখন একার হাতেই ইনিংস গড়ে তোলার দায়িত্ব নেন মার্নাস লাবুশানে ৷ তবে একবার আউট হতে হতে বেঁচে যান তিনি ৷ তাঁর সহজ ক্যাচ ফেলেন পৃথ্বী শ ৷ তবে লাবুশানকে বেশি ভয়ংকর হতে দেননি উমেশ ৷ 47 রানেই তাঁকে ফেরান ভারতীয় পেসার ৷
আরও পড়ুন :- প্রথম দিনের অনুশীলনেই লক্ষ্য বেঁধে দিলেন অরুণলাল
তবে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে অজ়ি ব্যাটিং এগিয়ে নিয়ে যান অধিনায়ক টিম পেইন ৷ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি ৷ খেলেন 73 রানের ইনিংস ৷ অশ্বিন ও দুই পেসারের ধাক্কায় 191 রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস ৷
তবে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ পৃথ্বী শ ৷ দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র 4 রান ৷ একইভাবে আগের দিনের মতো প্লেড ডাউন হলেন তিনি ৷ দিনের শেষে 1 উইকেটে 9 রান করেছে ভারত ৷ তৃতীয় দিনে 62 রানের লিড নিয়ে নামবে কোহলি ব্রিগেড ৷