ETV Bharat / sports

তৃতীয় টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা জাস্টিন ল্যাঙ্গারের - অস্ট্রেলিয়া

স্টিভ স্মিথের ফর্মে না থাকা ভাবাচ্ছে অস্ট্রেলিয়া শিবিরকে। একই সঙ্গে চোট সারিয়ে দলে ফেরা ডেভিড ওয়ার্নার নিয়েও উৎসাহী ল্যাঙ্গার ।

aus-vs-ind-test-series-turning-into-an-arm-wrestle-says-langer
হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা জাস্টিনের
author img

By

Published : Jan 5, 2021, 1:07 PM IST

সিডনি, 5 জানুয়ারি: ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ় "কুস্তি"-তে পরিণত হয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার । এমনকী সিরিজ়ের বাকি দুই ম্যাচেও তেমনটাই হবে বলে মনে করেন তিনি ।

অ্যাডিলেড টেস্টে ধরাশায়ী হওয়ার পর মেলবোর্নে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। ফলে বর্তমানে সিরিজ় 1-1-এ দাঁড়িয়ে আছে । সিরিজ়ের তৃতীয় টেস্ট 7 জানুয়ারি সিডনিতে শুরু হবে। সেই ম্যাচের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ল্যাঙ্গার বলেন, "সিরিজ় বর্তমানে 1-1 হয়ে রয়েছে । আর তা থেকেই স্পষ্ট মাঠে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।"

অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য স্টিভ স্মিথের ফর্মে না থাকা ভাবাচ্ছে ক্যাঙ্গারুদের । একই সঙ্গে চোট সারিয়ে দলে ফেরা ডেভিড ওয়ার্নার নিয়েও উৎসাহী ল্যাঙ্গার । এদিন ভারতীয় পেস বোলিংয়ের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। বুমরা এবং সিরাজ়ের সঙ্গে ভারতের তৃতীয় পেসার কে হবে? সেই দিকে অস্ট্রেলিয়া শিবিরের নজর রয়েছে বলে জানান তিনি।

সিডনি, 5 জানুয়ারি: ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ় "কুস্তি"-তে পরিণত হয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার । এমনকী সিরিজ়ের বাকি দুই ম্যাচেও তেমনটাই হবে বলে মনে করেন তিনি ।

অ্যাডিলেড টেস্টে ধরাশায়ী হওয়ার পর মেলবোর্নে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। ফলে বর্তমানে সিরিজ় 1-1-এ দাঁড়িয়ে আছে । সিরিজ়ের তৃতীয় টেস্ট 7 জানুয়ারি সিডনিতে শুরু হবে। সেই ম্যাচের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ল্যাঙ্গার বলেন, "সিরিজ় বর্তমানে 1-1 হয়ে রয়েছে । আর তা থেকেই স্পষ্ট মাঠে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।"

অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য স্টিভ স্মিথের ফর্মে না থাকা ভাবাচ্ছে ক্যাঙ্গারুদের । একই সঙ্গে চোট সারিয়ে দলে ফেরা ডেভিড ওয়ার্নার নিয়েও উৎসাহী ল্যাঙ্গার । এদিন ভারতীয় পেস বোলিংয়ের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। বুমরা এবং সিরাজ়ের সঙ্গে ভারতের তৃতীয় পেসার কে হবে? সেই দিকে অস্ট্রেলিয়া শিবিরের নজর রয়েছে বলে জানান তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.