মুম্বই, 10 জুন : শ্রীলঙ্কা সফরে ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(BCCI) ৷ অধিনায়ক নির্বাচিত হলেন শিখর ধাওয়ান ৷ 20 সদস্যের দলে সুযোগ পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার ৷
বিরাট কোহলির নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ইতিমধ্যে ইংল্যান্ড গিয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারতীয় দল ৷ এদিকে 13 জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলবে ভারত ৷ আজ তারই দল ঘোষণা করল বিসিসিআই ৷
প্রত্যাশামতোই দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে ওপেনার শিখর ধাওয়ানকে ৷ সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার ৷ দলে সুযোগ পেয়েছেন রাজস্থান রয়্যালসের নবাগত বোলার চেতন সাকারিয়া, চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেবদূত পাড়িক্কল সহ আইপিএলে ভাল খেলা একাধিক ক্রিকেটার ৷ এছাড়াও 5 জন নেট বোলারও যাচ্ছেন শ্রীলঙ্কা সফরে ৷
আরও পড়ুন : Euro 2020 : নজরে ইউরো, বিশ্লেষণে প্রাক্তনরা
একনজরে দল :- শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদূত পাড়িক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মনীশ পাণ্ডে, হার্দিক পাণ্ডিয়া, নীতীশ রাণা, ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চহাল, রাহুল চাহার, কে গৌতম , ক্রুণাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নভদীপ সাইনি ও চেতন সাকারিয়া ৷
এছাড়া নেট বোলার হিসেবে শ্রীলঙ্কা যাচ্ছেন ইশান পোড়েল, সন্দিপ ওয়ারিয়র, আর্শদীপ সিং, সাই কিশোর, সিমার্জিত সিং ৷