ETV Bharat / sports

Ind vs Eng: ওভাল টেস্টে 'বিরাট' জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার - চতুর্থ টেস্টে জয়ের হাতছানি ভারতের

কেনিংটন ওভালে সিরিজে চতুর্থ টেস্টে জয়ের হাতছানি ভারতের ৷ প্রথম দুই ঘণ্টায় ইংল্য়ান্ডের দু'টি উইকেট তুলে নিয়ে জোড় ধাক্কা দিয়েছেন ভারতীয় বোলাররা ৷ লাঞ্চের পর দ্রুত আরও চার উইকেট তুলে নিয়ে ম্য়াচ চূড়ান্ত ক্লাইম্যাক্সে পৌঁছে দেন বুমরা-জাদেজারা ৷

Ind vs Eng
ওভাল টেস্টে 'বিরাট' জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার
author img

By

Published : Sep 6, 2021, 7:05 PM IST

লন্ডন, 6 সেপ্টেম্বর : সোমবার দিনের শুরুতেই ইংল্য়ান্ডকে প্রথম ধাক্কা দেন দ্য ওভালের ব্যাট হাতে নায়ক শার্দুল ঠাকুর ৷ দিনের প্রথম তথা ইংল্য়ান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটটিও তাঁর ৷ দ্বিতীয় উইকেটটি অবশ্য় রান-আউট ৷ লাঞ্চে 131 রানে দুই উইকেট হারিয়ে লড়াই করে ইংল্য়ান্ড ৷ কিন্তু লাঞ্চের পরেই দ্রুত তিন উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা ৷

এই প্রতিবেদন লেখা পর্যন্ত 147 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্য়ান্ড৷ জয়ের জন্য ইংল্য়ান্ডকে করতে হবে আরও 221 রান ৷ হাতে রয়েছে মাত্র চার উইকেট ৷ ক্রিজে রয়েছেন ক্য়াপ্টেন জো রুট ও ক্রিস ওকস ৷ এই পরিস্থিতি ম্য়াচের থেকে ম্যাচ বাঁচানোই এখন ইংল্য়ান্ডের লক্ষ্য ৷ তবে ওভাল টেস্ট জিতে সিরিজে ফের এগিয়ে যেতে ইংল্য়ান্ড ইনিংসের শেষ চারটি উইকেট নেওয়ায় অপেক্ষায় কোহলি অ্য়ান্ড কোং ৷

আরও পড়ুন : ওভালে ব্যাট হাতে ম্যাজিক, সোশ্যাল মিডিয়ায় 'লর্ড' হলেন ঠাকুর

লাঞ্চের পরই হামিদকে তুলে নেন রবীন্দ্র জাদেজা৷ ডানহাতি ওপেনারকে বোল্ড করেন জাড্ডু ৷ বক্তিগত 63 রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷ এর জোড়া উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের আশা বাড়িয়ে তোলেন জসপ্রীত বুমরা ৷ ব্যক্তিগত 2 রানে পোপের স্টাম্প ছিটকে দেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসার ৷ এর পরই জনি বেয়ারস্টোকে শূন্য় রানে বোল্ড করেন বুমরা ৷ প্রথম ইনিংসে পোপ ও বেয়ারস্টোরে ব্যাটে ঘুরে দাঁড়িয়ে ছিল ইংল্য়ান্ড ৷ কিন্তু এদের দু‘জনকেই পরপর ফিরিয়ে ভারতকে জয়ের পথে এগিয়ে দেন বুমরা ৷ এর পর আলিকে ফিরিয়ে বিরাটদের জয়ের রাস্তা মসৃণ করেন জাদেজা ৷

এদিন নিজের প্রথম ওভারেই ররি বার্নসকে তুলে নেন শার্দুল ৷ হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর শার্দুলের ডেলিভারিতে খোঁচা দিয়ে উইকেটের পিছনে ঋষভ পন্থের হাতে ক্য়াচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন বার্নস ৷ 100 রানে প্রথম উইকেট হারায় ইংল্য়ান্ড ৷ ব্য়ক্তিগত 50 রান করে আউট হন বার্নস ৷ এরপর হাসিব হামিদের সঙ্গে জুটি বেঁধে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করেন ডেভিড মালান ৷ কিন্তু বক্তিগত 5 রানে করে রান-আউট হন তিনি ৷

লন্ডন, 6 সেপ্টেম্বর : সোমবার দিনের শুরুতেই ইংল্য়ান্ডকে প্রথম ধাক্কা দেন দ্য ওভালের ব্যাট হাতে নায়ক শার্দুল ঠাকুর ৷ দিনের প্রথম তথা ইংল্য়ান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটটিও তাঁর ৷ দ্বিতীয় উইকেটটি অবশ্য় রান-আউট ৷ লাঞ্চে 131 রানে দুই উইকেট হারিয়ে লড়াই করে ইংল্য়ান্ড ৷ কিন্তু লাঞ্চের পরেই দ্রুত তিন উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা ৷

এই প্রতিবেদন লেখা পর্যন্ত 147 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্য়ান্ড৷ জয়ের জন্য ইংল্য়ান্ডকে করতে হবে আরও 221 রান ৷ হাতে রয়েছে মাত্র চার উইকেট ৷ ক্রিজে রয়েছেন ক্য়াপ্টেন জো রুট ও ক্রিস ওকস ৷ এই পরিস্থিতি ম্য়াচের থেকে ম্যাচ বাঁচানোই এখন ইংল্য়ান্ডের লক্ষ্য ৷ তবে ওভাল টেস্ট জিতে সিরিজে ফের এগিয়ে যেতে ইংল্য়ান্ড ইনিংসের শেষ চারটি উইকেট নেওয়ায় অপেক্ষায় কোহলি অ্য়ান্ড কোং ৷

আরও পড়ুন : ওভালে ব্যাট হাতে ম্যাজিক, সোশ্যাল মিডিয়ায় 'লর্ড' হলেন ঠাকুর

লাঞ্চের পরই হামিদকে তুলে নেন রবীন্দ্র জাদেজা৷ ডানহাতি ওপেনারকে বোল্ড করেন জাড্ডু ৷ বক্তিগত 63 রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷ এর জোড়া উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের আশা বাড়িয়ে তোলেন জসপ্রীত বুমরা ৷ ব্যক্তিগত 2 রানে পোপের স্টাম্প ছিটকে দেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসার ৷ এর পরই জনি বেয়ারস্টোকে শূন্য় রানে বোল্ড করেন বুমরা ৷ প্রথম ইনিংসে পোপ ও বেয়ারস্টোরে ব্যাটে ঘুরে দাঁড়িয়ে ছিল ইংল্য়ান্ড ৷ কিন্তু এদের দু‘জনকেই পরপর ফিরিয়ে ভারতকে জয়ের পথে এগিয়ে দেন বুমরা ৷ এর পর আলিকে ফিরিয়ে বিরাটদের জয়ের রাস্তা মসৃণ করেন জাদেজা ৷

এদিন নিজের প্রথম ওভারেই ররি বার্নসকে তুলে নেন শার্দুল ৷ হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর শার্দুলের ডেলিভারিতে খোঁচা দিয়ে উইকেটের পিছনে ঋষভ পন্থের হাতে ক্য়াচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন বার্নস ৷ 100 রানে প্রথম উইকেট হারায় ইংল্য়ান্ড ৷ ব্য়ক্তিগত 50 রান করে আউট হন বার্নস ৷ এরপর হাসিব হামিদের সঙ্গে জুটি বেঁধে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করেন ডেভিড মালান ৷ কিন্তু বক্তিগত 5 রানে করে রান-আউট হন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.