ETV Bharat / sports

IND vs SA Second ODI : 'ডু অর ডাই' ম্যাচে পন্থের ব্যাটে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং টার্গেট ভারতের - KL Rahul won the toss elected to bat first

শতরান হাতছাড়া করলেন ঋষভ পন্থ ৷ গত ম্য়াচের ব্যর্থতা কাটিয়ে অর্ধশতরান এল অধিনায়ক কেএল রাহুলের ব্য়াটে ৷ মূলত এই দুই ব্যাটারের সৌজন্যেই 'ডু অর ডাই' ম্যাচে চ্যালেঞ্জিং টার্গেট দিল টিম ইন্ডিয়া ৷ দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে প্রোটিয়াদের সামনে 288 রানের লক্ষ্যমাত্রা (South Africa need 288 runs to win) ৷

IND vs SA Second ODI
জ্বলে উঠলেন পন্থ, ডু অর ডাই ম্যাচে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের
author img

By

Published : Jan 21, 2022, 6:06 PM IST

Updated : Jan 21, 2022, 6:59 PM IST

পার্ল, 21 জানুয়ারি : অর্ধশতরানের ওপেনিং পার্টনারশিপের পরেও দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল ৷ 'ডু অর ডাই' ম্যাচে প্রতিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দিতে জ্বলে উঠতেই হত কাউকে ৷ শতরান হাতছাড়া করলেন বটে, তবে টিকে থাকার লড়াইয়ে ঋষভ পন্থের ব্যাটে হালে পানি পেল টিম ইন্ডিয়া ৷ গত ম্য়াচের ব্যর্থতা কাটিয়ে অর্ধশতরান এল অধিনায়ক কেএল রাহুলের ব্য়াটেও ৷ মূলত এই দুই ব্যাটারের সৌজন্যেই দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে তেম্বা বাভুমাদের 288 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া ৷

পার্লে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রাহুল (KL Rahul won the toss elected to bat first) ৷ গতদিনের মেজাজেই শুরু করেছিলেন ওপেনার শিখর ধাওয়ান ৷ কিন্তু 29 রানের বেশি লম্বা হয়নি 'গব্বরে'র ইনিংস ৷ পরপরই কোহলি শূন্য রানে ফিরতেই আতঙ্ক গ্রাস করে ভারতীয় ব্য়াটিং লাইন-আপে ৷ তবে প্রোটিয়া বোলারদের রীতিমতো শাসন করে দলকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেন ঋষভ পন্থ-কেএল রাহুল ৷ অধিনায়ক রাহুল দু'বার জীবন ফিরে পেয়ে 79 বলে খেলেন 55 রানের ইনিংস ৷ উল্টোদিকে ঝড় তোলেন পন্থ ৷

তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের 115 রানের জুটিতে বড় রান তোলার দিকে এগিয়ে যায় টিম ইন্ডিয়া ৷ কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে রাহুল-পন্থের উইকেট হারিয়ে রানের গতি স্লথ হয়ে যায় ভারতের ৷ 10টি চার, 2টি ছয়ে 71 বলে 85 রান করেন পন্থ (Rishabh Pant scores 85 runs from 71) ৷ আরেকটু সর্তক হলে প্রথম ওয়ান-ডে সেঞ্চুরিটা পেয়ে যেতেই পারতেন এই স্টাম্পার-ব্যাটার ৷ এরপর শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে প্রত্যাশিত ফল না মিললেও গতম্যাচের মতোই শেষদিকে জ্বলে ওঠেন শার্দূল ঠাকুর ৷ ষষ্ঠ উইকেটে শার্দূল-অশ্বিনের অবিভক্ত 48 রানের জুটিতে 50 ওভারে 6 উইকেট হারিয়ে 287 তোলে ভারত ৷

আরও পড়ুন : SA vs IND 2nd ODI : ডু অর ডাই ম্যাচে টস জিতলেন রাহুল, প্রথমে ব্যাটিং ভারতের

3টি চার, 1টি ছয়ে 38 বলে 40 রানে অপরাজিত থাকেন শার্দূল ৷ 25 রানে অপরাজিত থাকেন অশ্বিন ৷ এখন দেখার গত ম্যাচে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলিংয়ের জন্য এই পুঁজি যথেষ্ট হিসেবে প্রতিপন্ন হয় কি না ৷

পার্ল, 21 জানুয়ারি : অর্ধশতরানের ওপেনিং পার্টনারশিপের পরেও দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল ৷ 'ডু অর ডাই' ম্যাচে প্রতিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দিতে জ্বলে উঠতেই হত কাউকে ৷ শতরান হাতছাড়া করলেন বটে, তবে টিকে থাকার লড়াইয়ে ঋষভ পন্থের ব্যাটে হালে পানি পেল টিম ইন্ডিয়া ৷ গত ম্য়াচের ব্যর্থতা কাটিয়ে অর্ধশতরান এল অধিনায়ক কেএল রাহুলের ব্য়াটেও ৷ মূলত এই দুই ব্যাটারের সৌজন্যেই দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে তেম্বা বাভুমাদের 288 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া ৷

পার্লে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রাহুল (KL Rahul won the toss elected to bat first) ৷ গতদিনের মেজাজেই শুরু করেছিলেন ওপেনার শিখর ধাওয়ান ৷ কিন্তু 29 রানের বেশি লম্বা হয়নি 'গব্বরে'র ইনিংস ৷ পরপরই কোহলি শূন্য রানে ফিরতেই আতঙ্ক গ্রাস করে ভারতীয় ব্য়াটিং লাইন-আপে ৷ তবে প্রোটিয়া বোলারদের রীতিমতো শাসন করে দলকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেন ঋষভ পন্থ-কেএল রাহুল ৷ অধিনায়ক রাহুল দু'বার জীবন ফিরে পেয়ে 79 বলে খেলেন 55 রানের ইনিংস ৷ উল্টোদিকে ঝড় তোলেন পন্থ ৷

তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের 115 রানের জুটিতে বড় রান তোলার দিকে এগিয়ে যায় টিম ইন্ডিয়া ৷ কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে রাহুল-পন্থের উইকেট হারিয়ে রানের গতি স্লথ হয়ে যায় ভারতের ৷ 10টি চার, 2টি ছয়ে 71 বলে 85 রান করেন পন্থ (Rishabh Pant scores 85 runs from 71) ৷ আরেকটু সর্তক হলে প্রথম ওয়ান-ডে সেঞ্চুরিটা পেয়ে যেতেই পারতেন এই স্টাম্পার-ব্যাটার ৷ এরপর শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে প্রত্যাশিত ফল না মিললেও গতম্যাচের মতোই শেষদিকে জ্বলে ওঠেন শার্দূল ঠাকুর ৷ ষষ্ঠ উইকেটে শার্দূল-অশ্বিনের অবিভক্ত 48 রানের জুটিতে 50 ওভারে 6 উইকেট হারিয়ে 287 তোলে ভারত ৷

আরও পড়ুন : SA vs IND 2nd ODI : ডু অর ডাই ম্যাচে টস জিতলেন রাহুল, প্রথমে ব্যাটিং ভারতের

3টি চার, 1টি ছয়ে 38 বলে 40 রানে অপরাজিত থাকেন শার্দূল ৷ 25 রানে অপরাজিত থাকেন অশ্বিন ৷ এখন দেখার গত ম্যাচে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলিংয়ের জন্য এই পুঁজি যথেষ্ট হিসেবে প্রতিপন্ন হয় কি না ৷

Last Updated : Jan 21, 2022, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.